ইংল্যান্ড-ওয়েলসে বেড়েছে চুরি
ইংল্যান্ড এবং ওয়েলসে দোকানে চুরির হার আশংকা জনক হারে বেড়েছে। যা গত বিশ বছরের মধ্যে সর্বোচ্চ। পুলিশ জানিয়েছে গত বছর চার লক্ষ ত্রিশ হাজার চুরির ঘটনা রেকর্ড করেছে তারা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বলেছে, যা গত এক বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি। রিটেইলারদের একটি সংগঠন জানিয়েছেন, চুরির হার বৃদ্ধি পাওয়ায় তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সাউথ ওয়েলসের এক ব্যবসায়ী জানিয়েছেন, গত বছর কেবল চুরি যাওয়া পণ্যের পেছনে তিনি লোকসান গুনেছেন প্রায় ১০ হাজার পাউন্ড। অন্যদিকে পোস্ট অফিস এবং স্টেশনারী দোকান চালান ফিউনা মেলনি। বললেন চুরি যাওয়া পণ্যের পিছনে গত এক বছরে তার লোকসান ২৬ হাজার পাউন্ড। এভাবে অসংখ্য ব্যবসায়ী আছেন যারা প্রতি মাসে চুরি যাওয়া পণ্যের কারণে হাজার হাজার পাউন্ড লোকসান গুনছেন। প্রসাশন কঠো না হলে এ সংকট কাটবে না বলে মন্তব্য করেন তারা।
