post
আন্তর্জাতিক

ইংল্যান্ড-ওয়েলসে বেড়েছে চুরি

ইংল্যান্ড এবং ওয়েলসে দোকানে চুরির হার আশংকা জনক হারে বেড়েছে। যা গত বিশ বছরের মধ্যে সর্বোচ্চ। পুলিশ জানিয়েছে গত বছর চার লক্ষ ত্রিশ হাজার চুরির ঘটনা রেকর্ড করেছে তারা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বলেছে, যা গত এক বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি। রিটেইলারদের একটি সংগঠন জানিয়েছেন, চুরির হার বৃদ্ধি পাওয়ায় তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সাউথ ওয়েলসের এক ব্যবসায়ী জানিয়েছেন, গত বছর কেবল চুরি যাওয়া পণ্যের পেছনে তিনি লোকসান গুনেছেন প্রায় ১০ হাজার পাউন্ড। অন্যদিকে পোস্ট অফিস এবং স্টেশনারী দোকান চালান ফিউনা মেলনি। বললেন চুরি যাওয়া পণ্যের পিছনে গত এক বছরে তার লোকসান ২৬ হাজার পাউন্ড। এভাবে অসংখ্য ব্যবসায়ী আছেন যারা প্রতি মাসে চুরি যাওয়া পণ্যের কারণে হাজার হাজার পাউন্ড লোকসান গুনছেন। প্রসাশন কঠো না হলে এ সংকট কাটবে না বলে মন্তব্য করেন তারা।

post
আন্তর্জাতিক

ইউরোপের জন্যে যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্রের আহবান

ইউরোপকে সামরিকভাবে আরও শক্তিশালী, সমন্বিত এবং যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ‘ইউরোপের মৃত্যু ঘটতে পারে’ বলে সতর্ক করেছেন তিনি। বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থান সম্পর্কে মাক্রোঁ তার সূদূরপ্রসারী পরিকল্পনার রূপরেখা তুলে ধরে একথা বলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল এবং টুকরো টুকরো করে দিতে পারে। ইউরোপের সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনের সঙ্গে নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। মাক্রোঁ বলেন, রাশিয়াকে ইউক্রেইন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না।

post
আন্তর্জাতিক

স্পেনে সীফুড এক্সপো গ্লোবাল-২৪ উদ্বোধন

স্পেনের বাণিজ্যিক শহর বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবাল-২০২৪ এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। বিশ্বখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেনু ফিরা বার্সেলোনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এসময় দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন এ টি এম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সীফুড এক্সপো গ্লোবালের এবারের ৩১তম সংস্করণে বাংলাদেশের সীফুড রপ্তানিকারক ১০টি কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন।

post
আন্তর্জাতিক

ওমরাহ যাত্রীদের জন্য সুখবর দিলো সৌদি

সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ সম্পর্কিত নীতিমালা শিথিল করে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, যেকোনো দেশ থেকে আসা একজন নাগরিক যেকোনো ভিসায় সহজে ও স্বস্তির সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম, ইভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে,ভিসা যে ধরনেরই হোক,ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ পালনের অনুমতি পেতে আগ্রহী ব্যক্তিদের নুসুক অ্যাপ ব্যবহারে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ। পবিত্র মসজিদুল হারামে একজন মুসল্লি কখন ওমরাহ পালন করতে চান, সেটি অ্যাপে উল্লেখ করতে বলা হয়েছে।

post
আন্তর্জাতিক

সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা পাস

যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেটে ইউক্রেইন, ইসরায়েল এবং তাইওয়ানের জন্য ৯ হাজার ৫শ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস হয়েছে। এতে সাক্ষরও করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এ সহায়তা পাঠানো হবে বলেও জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেইনকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র ‘এখুনি’ নতুন অস্ত্র এবং সাজসরঞ্জাম পাঠাবে। বাইডেনের ঘোষণার পর পরই পাঠানো হয়েছে এসব অস্ত্র সহায়তা। ইউক্রেইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কয়েক মাসের অচলাবস্থার পর মঙ্গলবার বিলটি ৭৯-১৮ ভোটে পাস হয়। ইউক্রেইনের সহায়তা প্যাকেজে রাখা হয়েছে ৬ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ।

post
আন্তর্জাতিক

গাজার গণকবরে আতঙ্কিত ভলকার তুর্ক

গাজার আল-নাসের ও আল শিফা হাসপাতালে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং সেখানে আবিষ্কৃত গণকবরে ‘আতঙ্কিত’ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ফিলিস্তিন কর্তৃপক্ষ এ সপ্তাহে খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবরে শত শত লাশ পাওয়ার খবর জানান। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে চলে যাওয়ার পর নাসেরসহ আল-শিফা হাসপাতালেও এমন গণকবরের সন্ধান মিলেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গণকবর দেওয়ার কথা অস্বীকার করেছে। আইডিএফ বলছে, জিম্মিদের লাশ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল প্রাঙ্গনের কবরে থাকা লাশগুলো তুলে পরীক্ষা করে ফের রেখে দিয়েছে। এসময় লাশের কোন অমর্যাদা তারা করেনি বলেও বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল।

post
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে, থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে, ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রবাসীদের ঈদ পুর্নমিলনী

সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেজ সেন্টারে এ আয়োজন করা হয়। কমিটির চেয়ারম্যান আব্দুল হাই এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারী হাবিব আলী। এসময় বক্তব্য রাখেন, শাহজাহান আহমেদ, শাহজাহান আলী মেম্বার, শাহ শওকত আলী, তোফায়েল আহমদ , সৈয়দ হাফিজ, নাজমুল ইসলাম, আচাব উদ্দিন, মন্জুর হোসেন, সালেহ আহমদ ও আব্দুর রহমান। সভায় সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এলাকার উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

post
আন্তর্জাতিক

ফৌজদারি আদালতে হাজির ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর ফের প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে আদালতে হাজির হলেন তিনি। আদালতে ঢুকতেই তিনি তার এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিন ‘আমেরিকার জন্য খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। শুনানি শুরুর আগে আদালতকক্ষের বাইরে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নতুন করে তার বিচারকে খুবই অন্যায় এবং নির্বাচনে বাধ সাধার চেষ্টা বলে আখ্যায়িত করেন। আদালতে যাওয়ার আগেও ট্রাম্প ট্রুথ স্যোশালে তার বিচারকে উইচ হান্ট আখ্যা দিয়েছিলেন।

post
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করবে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,তার দেশের সেনাবাহিনীর ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হলে, ইসরায়েল তা প্রত্যাখ্যান করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সেনা ইউনিটকে দেওয়া সহায়তা কাটছাঁটের পরিকল্পনা করছে- এমন খবরের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু ওই মন্তব্য করেন। তিনি বলেন, সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এর আগে, যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইট এক খবরে জানিয়েছিল, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেৎজা ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। মানবাধিকার লঙ্ঘন করলে বিদেশি ইউনিটগুলোকে দেওয়া সাহায্য নিষিদ্ধকরণ নিয়মের আওতায় যুক্তরাষ্ট্র এ ধরনের কোনও পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.