ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত বেড়ে অন্তত ৩৬
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা ।সোমবার রাজধানী কিইভে দিনের বেলায় চালানো এক বিরল হামলায় অন্তত ১০ জন নিহত হয়। হামলায় নগরীর ওখমাদিত শিশু হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটিতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র । ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভই রিয়র সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন,সেখানেও অন্তত ১০ জন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরে আরও তিনজন এবং নিপ্রো শহরে একজন নিহত হন বলে প্রাথমিক খবরে জানিয়েছিল বিবিসি।
