ভিসেন্সার সর্বকনিষ্ঠ কাউন্সিলর হলেন বাংলাদেশী তরুণ
ইতালির ভিসেন্সায় সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদে বিজয় অর্জন করে ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিমেল মিয়া।মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পান। হিমেল মিয়ার জয়ে আনন্দিত প্রবাসী বাংলাদেশীরা। তারা মনে করেন হিমেল শুধু নির্বাচনে জয়ই হয়নি, জয়ী করেছে প্রবাসীদেরও। ৪ জন মেয়র প্রার্থী ও মোট প্রায় দেড় শতাধিক কাউন্সিলর প্রার্থীদের সাথে প্রতিদন্দ্বিতা করেন শরীয়তপুরের নড়িয়ায় হিমেল।
