গাজায় অভিযান শেষে ইসরায়েলী সেনা প্রত্যাহার
গাজা সিটিতে সপ্তাহ ব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেনা সদস্যদের তান্ডবে সেখানকার রাস্তাঘাট,বাড়িঘর সব ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। তাল আল-হাওয়া এলাকা থেকে এখন পর্যন্ত ৬০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন, গাজার সিভিল ডিফেন্স এর মুখপাত্র মাহমুদ। ধ্বংস্তুপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মাহমুদ বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে। একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে। স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলছেন, কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাংক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে স্নাইপার এবং ট্যাংক এখনও আছে।
