post
সংবাদ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা-মদিনা

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা ও মদিনা নগরী। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হজ্বযাত্রী পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। পবিত্র হজ্বকে সঠিক সময়ে সম্পন্ন করার জন্য সৌদি সরকার মিনা, মুজদালিফা, আরাফার ময়দান ও জামারার সংস্কার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে আগত হজ্বযাত্রীরা চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

post
অনুষ্ঠান

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে আবহা খামিছ মোশাইত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। দেশটির খামিজ মোশাইতের স্হানীয় একটি হলরুমে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভির আবহা প্রতিনিধি সাংবাদিক এম ইব্রাহীম খলিল। রুস্তম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যাবসায়ী বাহাদুর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সেক্রেটারি সোহরাব হোসেন, সেলিম উদ্দিন ও একে আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, এম এ নোমান, ইয়াছিন মাহমুদ, এস এইচ হেমায়েত, আরিফুর রহমান ও ফরিদ আহমেদ।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবের বুক জুড়ে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র ইশারা আল-ফান

সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশ আবহা। যার বুক জুড়ে গড়ে উঠেছে অনেক পর্যটনকেন্দ্র। এর মধ্যে অন্যতম ইশারা আল-ফান্। প্রতিনিয়ত সেখানে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে যান সেখানে। প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আর শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের আবহা প্রদেশ। বছরের তিন মাস ঠান্ডা থাকায়, গরম মৌসুমে ভ্রমন পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। আবহার অন্যতম পর্যটনকেন্দ্র ইশারা আল -ফান। প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখোরিত থাকে পর্যটন কেন্দ্রটি। স্হানীয় নাগরিক, বিদেশি পর্যটক ও সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভিড় জমান সেখানে। ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, কফিশপ, রেষ্টুরেন্ট, রকমারি ফুল ও ফলের দোকান। অনেকে আবার নিজারা রান্নাবান্না করেও, একসাথে সময় কাটান সেখানে। স্হানীয় প্রসাশনের ব্যাপক নিরাপত্তার প্রসংসা করেন আগত পর্যটকরা। বিদেশের মত নিজ দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনদের।

post
অনুষ্ঠান

সৌদিতে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে পশ্চিম দ্বীরা ইসলামী সেন্টার ও আমিয়াল গ্রুপের যৌথ উদ্যোগে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম দ্বীরা ইসলামী সেন্টারের হল রুমে এ আয়োজন করা হয়। শায়খ আব্দুর রব আফফানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে শায়খ মুহাম্মাদ আব্দুল ওয়াস। এতে প্রধান অতিথি ছিলেন বিচারক মন্ডলীর সভাপতি, ইনভেষ্টর ইঞ্জিনিয়ার ইয়াসীন মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শায়খ মুহাম্মাদ আব্দুল হাই ,শায়খ মুহাম্মাদ বাইয়াজিদ,ইঞ্জিনিয়ার রিফাত আহমাদ, ইকবাল হোসেন ও আব্দুল রহমানসহ অনেকে। এসময় বক্তারা বলেন, দেশটির বাংলাদেশি প্রবাসীদের জন্য ইসলামের আলোচনা নিয়ে, তিন মাস পর পর ইসলামী জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হবে, এবং প্রশ্ন উত্তরের জন্য রাখা হবে বিভ্ন্নি পুরস্কার।

post
এনআরবি বিশ্ব

আবহার মরুতে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র

সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশ আবহা। প্রদেশটির বুক জুড়ে গড়ে উঠেছে অনেক পর্যটনকেন্দ্র। তার মধ্যে অন্যতম ইশারা আল-ফান্। প্রতিনিয়ত সেখানে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে আসেন সেখানে। জানা যায়, প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আর শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের আবহা প্রদেশ। বছরের তিন মাস ঠান্ডা থাকায়, গরম মৌসুমে ভ্রমন পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। আবহার অন্যতম পর্যটনকেন্দ্র ইশারা আল -ফান। প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখোরিত থাকে পর্যটন কেন্দ্রটি। স্হানীয় নাগরিক, বিদেশি পর্যটক ও সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভিড় জমান সেখানে। ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, কফিশপ, রেষ্টুরেন্ট, রকমারি ফুল ও ফলের দোকান। অনেকে আবার নিজারা রান্নাবান্না করেও, একসাথে সময় কাটান সেখানে। স্হানীয় প্রসাশনের ব্যাপক নিরাপত্তার প্রসংসা করেন আগত পর্যটকরা। বিদেশের মত নিজ দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনদের।

post
প্রবাস রাজনীতি

জেদ্দায় বিএনপির কর্মী সমাবেশ

জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভূক্ত বৃহত্তর বাওয়াদি অঞ্চল কমিটির উদ্যোগে সৌদি আরবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আরিফুর রহমান। এতে বক্তব্য রাখেন, ইব্রাহিম মুন্সি,সরোয়ার আহমেদ,সাইফুল ইসলাম কিরন,ইউসুফ গাজী, মোহাম্মদ মামুন,মফিজুর রহমান,খোরসেদ আলম,মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলমসহ অনেকে। এসময় বক্তারা বলেন,জেদ্দায় বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষে বাওয়াদি কমিটি কাজ করছে।

post
সংবাদ

মদিনায় ষাটোর্ধ হাজির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার ৬৩ জন বাংলাদেশি হজ যাত্রী। এর মধ্যে মদিনায় আসাদুজ্জামান নামে ষাটোর্ধ এক হাজির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে। এদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোঃ নাজমুল হক, লেবার কাউন্সিলর এম কাজী ইমদাদুল ইসলাম,মক্কা হজ্জ কাউন্সিলর জহিরুল ইসলাম ও আসলাম উদ্দিন মক্কায় বিভিন্ন বাড়ি এবং মেডিক্যাল পরিদর্শন করেছেন। এবারের হজ ব্যবস্থাপনা ভালো রয়েছে বলে দাবী সৌদিআরবের বাংলাদেশ দূতাবাসের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে হজ। এবছর ৮৪ হাজার ৯৪৭ জন বাংলাদেশী হজ্ব পালন করতে পারবেন।

post
অনুষ্ঠান

ছবুরা ফাউন্ডেশন রিয়াদ শাখার অভিষেক

সৌদি আরবে ছবুরা ফাউন্ডেশন রিয়াদ শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি সুজন সর্দারের সভাপতিত্বে হোটেল ডিমুরায় এ আয়োজন করা হয়। আবদুল হালিম মাদবর ও রাজন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শরিয়তপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম ঢালি। বিশেষ অতিথি ছিলেন,আবদুল রাজ্জাক তালুকদার, আবদুল মান্নান মাদবর, মোহাম্মদ মমিন শিউলী,এস এম আবুল কালাম, আমজাদ মুন্সী, ইউনুস সর্দার ও তোফাজ্জল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে ছবুরা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তারা জানান,মানবিক সেবার লক্ষ্যে রিয়াদে ছবুরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ ও প্রবাসের অসহায় মানুষের সাহায্যের লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

post
সংবাদ

হজ নিয়ে প্রতারণা: সৌদি আরবে আটক-২

হজ নিয়ে প্রতারণার অভিযোগে সৌদি আরবে দুই মিসরীয় নাগরিক আটক হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অপরাধে তাদের আটক করা হয়। সৌদি পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে,এই প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা করার বিজ্ঞাপন দিয়েছিলো। ভুয়া বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রতারিত না হয়, সে বিষয়েও মুসল্লিদের সতর্ক করে দিয়েছে সৌদি সরকার। সৌদিআরব জানিয়েছে, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে হজের অনুমতি নেওয়া যাবে। আর যারা অনুমতি নিয়ে হজ করবেন,কোনো ধরনের ঝামেলা ছাড়াই হজ সম্পন্ন করতে পারবেন। এদিকে সৌদির স্থানীয়দেরও অনুমতি নিয়ে হজ করার নির্দেশনা দেয়া হয়েছে। অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

post
সংবাদ

সৌদির দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করেন হাজীরা

সৌদি আরবে সারাবছরই হাজীদের আগমনে ভরপুর থাকে। হজ পালনের পাশাপাশি দেশটির পবিত্র স্থান মসজিদে নববি,মসজিদ আল-হারাম ও মদিনা মনোয়ারাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন হাজীরা। পবিত্র এ দেশটিতে যেতে পেরে আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করেন বাংলাদেশি হাজীরা। জানা যায়,প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরাহ পালন করার উদ্দেশে ইসলামের প্রথম রাজধানী মদিনায় যান। মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামে দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত ‘নবীর মসজিদ’,মানে মসজিদে নববি অবস্থিত। ফজর নামাজের পরে বের হলে সবকিছু ভালোভাবে দেখার সুযোগ পাওয়া যায়। হজের পাশাপাশি মক্কা ও মদিনার বিভিন্ন ইসলামীক স্থাপনা দেখতে বেরিয়ে পড়েন হাজীরা। সৌদি আরবের দর্শনীয় স্থান পরিদর্শন করে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন তারা। তাইতো সারাবিশ্ব থেকে আগত কোনো হজযাত্রীই মদিনার সফর ও জিয়ারত মিস করেন না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.