post
সংবাদ

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত আরাফাত ময়দান। বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন।জানা যায়,পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া সৌদি নাগরিক ও প্রবাসীরাও যোগ দিয়েছেন হজে। শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করেন হাজীরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতি দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশে রওনা করেন তারা। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসেন হাজীরা। রোববার বড় শয়তানকে পাথর নিক্ষেপ,কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন হাজীরা। এরপর,মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান এবং প্রতিদিন, তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।

post
সংবাদ

মুসলমানদের উচিত সৎ কাজে সহযোগিতা করা

হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি বলেছেন, ইসলাম অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘কাউকে খারাপ নামে ডাকবে না। মুসলমানদের উচিত পরস্পরকে সৎকাজে সহযোগিতা করা, ইসলামের বিধি-বিধান মেনে চলার মাঝেই আছে সঠিক পথের দিশা।তিনি আরও বলেন, একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ঠিক নয়, আল্লাহ বলেন, ন্যায়ের সঙ্গে সিদ্ধান্ত নিন, মদ ও জুয়া মন্দ কাজ। মসজিদুল হারামের ইমাম হজের খুতবায় আরও বলেছেন, নিজের পিতা-মাতা এবং যে আপনার প্রতি দয়া ও সদ্ব্যবহার করেছে তার জন্য দোয়া করুন। এবং দোয়া করো এবং অন্যের জন্য তার অনুপস্থিতিতে করুন, তাহলে ফেরেশতাও আপনার জন্য দোয়া করবেন। খুতবায় ফিলিস্তিন প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধে কবলে। তারা বিপর্যস্ত। তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পৃথিবীর সবধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত। তাদের জন্য দোয়া করুন। বিশ্ব মুসলিমের কাছে এটা তাদের পাওনা। তিনি বলেন, যারা ফিলিস্তিনিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সহযোগিতার চেষ্টা, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছেন, করছেন তারাও দোয়ার হকদার। এছাড়াও যারা হজযাত্রীদের সেবা করছেন তারাও দোয়ার হকদার।

post
এনআরবি বিশ্ব

মক্কা নগরে শুরু হজের আনুষ্ঠানিকতা

সৌদি আরবের মক্কা নগরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের হজে ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা।আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে পাঁচদিন সময় লাগে। প্রথম দিন পুরুষ হজযাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন। অপরদিকে নারীরা ঢিলেঢালা পোশাক পরেন।

post
এনআরবি বিশ্ব

অনুমতি ছাড়া হজ পালন করলে জরিমানা

অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বড় অংকের আর্থিক জরিমানা করা হবে বলে আবারো ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়া প্রবাসীদের মধ্যে কেউ এমন চেষ্টা করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পুনরায় দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের যাদের অনুমতি ছাড়াই হজ পালন করতে দেখা যাবে তাদেরকে নিজ দেশে নির্বাসিত করা হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে কেউ হজ প্রবিধান লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যেই হোক না কেন, যে কারও ওপর ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাবলিক সিকিউরিটি। এদিকে সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা অপরাধীদের জন্য জরিমানার অংকও দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজীদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশাবলী মেনে চলার ওপরও জোর দিয়েছে।

post
সংবাদ

রিয়াদে জমে উঠেছে কোরবানির পশুর খামার

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে সৌদি আরবের রিয়াদে জমে উঠেছে কোরবানির পশুর খামার। পশু কেনা-বেচায়ও ভিড় বাড়ছে খামার এলাকায়। খামারগুলো বিভিন্ন দেশের নাগরিকসহ প্রবাসী বাংলাদেশীরাও পরিচালনা করছেন। এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী তৌকির আহম্মেদ। তিনি বিভিন্ন দেশ থেকে পশু এনে লালন পালন করেন। এ বছর প্রবাসী বাংলাদেশীদের কথা চিন্তা করে স্বল্প মূল্যে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ নিয়েছেন তৌকির। পাশাপাশি নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রীতে ডেলিভারি দিবেন বলেও জানান তিনি। তার খামারে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল থেকে সর্বনিম্ন ৭ হাজার রিয়াল দামের গরু রয়েছে। কোরবানির ঈদ ছাড়াও সব সময়ই তার খামারে পাওয়া যায় গরু,ছাগল ও দুম্বাসহ বিভিন্ন পশু।

post
সংবাদ

অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তি

সৌদি সরকারের অনুমতি ছাড়া কেউ হজ করলে, তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। সৌদি নাগরিক বা যে কোনো উদ্দেশ্যে দেশটিতে অবস্থানকারী ব্যক্তি এই আইনের আওতাভুক্ত হবেন। অনুমতি না নিয়ে হজ পালন করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়া অনুমতিহীন হজযাত্রীকে কেউ পরিবহনও করতে পারবে না। আর করলে তাকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। রোববার থেকে আগামী ২০ জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে এ আইন মানতে হবে। এদিকে,বিধি লঙ্ঘনকারী প্রবাসী হলে জরিমানা আদায় করে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসাসহ ২০ হাজারের বেশি দর্শনার্থী ইতিমধ্যে হজের বিধান লঙ্ঘন করেছে। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ১৬ জুন শুরু হবে পবিত্র হজ।

post
অভিবাসন

পরিশ্রমের কারণেই সৌদিতে বাংলাদেশিদের চাহিদা

কঠোর পরিশ্রমের কারণেই সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় একথা বলেন তিনি। এসময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে। ওয়ার্কশপে বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কীভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর -শ্রম মুহাম্মদ রেজায়ে রাব্বী, কাউন্সিলর মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রথম সচিব মুহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।

post
অভিবাসন

সৌদিতে আটক বাংলাদেশিসহ অন্তত ১৭ হাজার

আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গেলো এক সপ্তাহে বাংলাদেশিসহ ১৭ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদেরকে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার ১৪৭ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার ২২১ জনকে। আরও এক হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময়, যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে। তাছাড়া বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত।

post
শিক্ষা

সৌদিতে ‘আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড; পেলেন বাংলাদেশি মান্নান

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিখ্যাত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আব্দুল মান্নান। রোববার (১৯ মে) এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল্লাহ বিন সালমান আল সালমান। কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতি বছরই আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সর্বোচ্চ ফলাফল, বিভিন্ন সেবামূলক কাজে নেতৃত্ব, ক্যাম্পাসে উত্তম আচরণ ও সৃজনশীল মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের উৎসাহিত করতে প্রতিটি ফ্যাকাল্টি থেকে একজনকে নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ।এর আগেও আব্দুল মান্নান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থী ডিনশিপ অ্যাওয়ার্ড-২০২৩ নির্বাচিত হয়েছিলেন। সৌদি আরবসহ বিশ্বের শতাধিক দেশ থেকে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীসহ বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।

post
অনুষ্ঠান

রিয়াদের হাইয়েল উজারায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান কাচ্চি কিং

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাইয়েল উজারায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান কাচ্চি কিং। বাংলাদেশী মালিকানাধিন বাংলাদেশি মোহাম্মদ তৌকির আহমেদ, সৌদি নাগরিক ও প্রবাসী ব্যাবসায়ীদেরকে নিয়ে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ফিতা কেটে উদ্ধোধন করেন। এসময় প্রবাসী বাংলাদেশীসহ বাংলাদেশ দূতাবাসের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.