post
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী ওই বাস আকাবা শার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-এখবারিয়া জানায়, রেড ক্রিসেন্টের একটি দলসহ জরুরি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।এদিকে সৌদি আরবের কোনো রাষ্ট্রীয় সংবাদমাধ্যমই ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটলো, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি। শুধু বলা হচ্ছে, ‘বাসটির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি গণমাধ্যমগুলো বলছে, বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল। এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছাকাছি এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

post
আন্তর্জাতিক

মুসলিম কমিউনিটির ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য স্টার্লিংয়ে হলো প্রথম আমিন-অ্যাডাম অ্যাক্সপো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টার্লিংয়ে মুসলিম কমিউনিটিকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো আমিন-অ্যাডাম অ্যাক্সপো। ১৮ মার্চ শনিবার আমিন প্রজেক্ট ও অ্যাডাম সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় একদিনের এই অ্যক্সপো।ডিএমভি এরিয়ার অর্ধশতাধিক নানা রকম পণ্য ও সেবামূলক প্রতিষ্ঠানের অংশ গ্রহনের বাণিজ্যিক এই প্রদর্শনীতে ভিড় করে মুসলিম কমিউনিটির হাজারো দর্শনার্থী। বেশ কিছু অন্যান্য কমিউনিটি বেজড কাজের পাশাটাশি মুসলিম ব্যবসায়ী ও উদোক্তাদের এক সাথে মিলিত করা এবং তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে দুই বছর আগে থেকে কাজ শুরু করে আমিন প্রজেক্ট। সেই প্রজেক্টের অধীনে বিজেনেস নেটওয়ার্কের অংশ হিসেবে অ্যাডাম সেন্টারের সাথে যৌথভাবে আয়োজন করে এই অ্যাক্সপোর। একদিনের এই অ্যাক্সপোতে দর্শনার্থীদের এমন সাড়া দেখে অভিভুত আয়োজকরা।অ্যাডাম সেন্টারের পুরোটা জায়গা জুড়ে বিস্তৃত ছিলো এই আয়োজন। নানা রকম পণ্যের সেম্পল, হালাল নিউট্রেশন পণ্য, বিশ্ববিদ্যালয়, আইটি ট্রেইনিং, চাকরির নিয়োগ, হেলথ সার্ভিস, রিয়েলেস্টেট, মটগেজ, ইন্সুইরেন্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যান্ডিক্রাপট, স্কিন ক্যারিয়ারের প্রতিষ্ঠানসহ নানা রকম ব্যবসায়ীক প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। প্রতিটি স্টলের প্রতিনিধিরা দর্শকদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন দিনভর। নিজেদের পণ্য ও সেবার তথ্য পৌছে দিতে পেরেছেন সরাসরি।নারী উদ্যেক্তাদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। ডিএমভির বাইরের দূরের স্টেট থেকে অংশ নিয়েছে কেউ কেউ। ঈদের কেনাকাটার সুযোগ ছিলো এখানে। মুসলিম কমিউনিটির বিভিন্ন দেশের নারী উদ্যেক্তারা হরেক রকম কাপড়ের স্টল নিয়ে বসেছিলো অ্যক্সপোতে। দর্শকদের সবচেয়ে বেশি ভিড় ছিলো কাপড়ের স্টলগুলোতে। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সফট স্কিল ডেভেলপমেন্টের আইটি ইনস্টিটিউট পিপলএনটেকর মতো বড় প্রতিষ্ঠানও অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপও। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেন আগত দর্শনার্থীরাও। হালাল খাবারের বেশ কয়েকটি স্টল বসেছিলো অ্যাডাম সেন্টারের নীচ তলাতে। শুধু ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই নয়, মাহে রমজানরের আগে মুসলিম কমিউনিটির একে অপরের সাথে দেখা হবার সুযোগ তৈরি হয়েছিলো এই আমিন-অ্যাক্সপোর মাধ্যমে।

post
এনআরবি প্রজন্ম

জেদ্দায় বাংলাদেশি শিক্ষার্থীদের রেজাল্ট সেলিব্রেশন, নাচে-গানে মাতলো ছেলে-মেয়েরা

সৈয়দ আহমেদ ভুঁইয়া, সৌদিআরব থেকে: সৌদিআরবে যে বাংলাদেশিরা রয়েছেন তাদের অনেকেরই সন্তান লেখাপড়া করে এখানকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে। এই স্কুলের ইংরেজি শাখা, জেদ্দা থেকে ২০২০ ও ২০২১ সালে যে সব বাংলাদেশি শিক্ষার্থী ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন- আইজিসিএসই তে সেরা কৃতিত্ব দেখিয়েছে তাদের রেজাল্ট সেলিব্রেশন হয়ে গেলো শুক্রবার (৪ ফেব্রুয়ারি)।  উল্লেখ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল সৌদি আরবে আইজিসিএসই'র শীর্ষ ২৫ স্কুলের তালিকায় স্থান পাওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান।জেদ্দা শহরের অদূরে "দ্য রিভা রাহমানিয়া রেস্ট প্লেস" নামের একটি ভিলায় মনোরম পরিবেশে এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে এই স্কুল কর্তৃপক্ষ। অতিথিদের আপ্যায়ন করা হয় মধ্যাহ্নভোজে। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মো. নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার শ্রম বিষয়ক কাউন্সেলর আমিনুল ইসলাম। দুপুর ১ টা ৩০ মিনিটে স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা ও স্কুলে অধ্যক্ষ অতিথিদের বরণ করেন। এরপরেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে বিকেল নামলে আসরের নামাজের পর শুরু হয় মূল অনুষ্ঠান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে তেলাওয়াত করে শোনায় স্কুলের ছাত্র আনাস আব্দুল মতিন। স্বাগত বক্তব্য দেন স্কুল অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তৃতায় অংশ নেয় সাউদ, সাওদা আরিফুল ইসলাম, সাজিদ উল হক, রুওয়াইদা আব্দুর রহিম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আনিস মোহাম্মেদ।এরপর ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি জনাব মো. নাজমুল হক ও স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ। কনসাল জেনারেলের মোঃ নাজমুল হক এর সহধর্মিনী ড.রওনক জাহান খান ও সন্মানিত কাউন্সেলর জনাব আমিনুল ইসলামের সহধর্মিনী মিসেস আসমা হাসনাইন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা দু'জন স্কুলের কৃতি ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন। এসময় ছাত্র-ছাত্রীদের স্মৃতি রোমন্থনের এক চমৎকার ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নেচে-গেয়ে তারা সকলকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ স্কুলের অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটেন। স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ ও স্কুল অধ্যক্ষ এতে অংশ নেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর হোসেন ও পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন। এছাড়াও ও সন্মানিত অভিভাবকবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সকলে মিলে একটি আনন্দঘন সময় পার করেন এই আয়োজনে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.