post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।সংগঠনটির ব্যনারে দিবসটি ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী গোলাম মোহাম্মাদ কবির,সাংবাদিক মোহাম্মাদ আবুল বশির, রিপন সরকার। এসময় বক্তব্য রাখেন আল খারজ শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছ মিয়া, ফয়েজ আহমেদ,বক্তিয়ার মোহাম্মাদ, শেখ মোহাম্মাদ নাসির তানভীর হাসান,মাওলানা আব্দুস সালাম সহ অনেকে।

post
এনআরবি লাইফ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নুর আলম নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর গ্রামের পোস্ট অফিস পাটওয়ারী বাড়ির আবদূল লতিফ মাসটারের ছেলে। সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার নামক স্থানে স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কর্মস্থলের কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় নুর আলমের মৃত্যু হয়, এদিকে প্রাইভেটকার চালক মিশরের নাগরিককে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে। নূর আলমের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

post
এনআরবি লাইফ

আফ্রিকা ও ম‌দিনায় দুই বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর গন্ডামারা এলাকার আফ্রিকা মোজাম্বিক প্রবাসী ফজল হক ডাকাতের হাতে খুন এবং কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার সৌ‌দি আর‌বের মদিনায় সড়ক দুঘর্টনায় নিহত হয় মোঃ জয়নাল না‌মে এক যুবক। র‌বিবার রা‌তে পৃথক সম‌য়ে প্রবা‌সে এ ঘটনা ঘ‌টে ব‌লে সেখা‌নে অবস্থানরত প্রবাসী‌দের সু‌ত্রে জানা যায়। বাঁশখালীর গন্ডামারা ইউ‌নিয়‌নের মে‌হের আলী বা‌ড়ির ক‌বির আহম‌দের তৃতীয় পুত্র ফজল হক আফ্রিকা মোজাম্বিককে দোকা‌নে চাকু‌রি ক‌রে। ‌নিহ‌তের প‌রিবার সু‌ত্রে জানা যায়, র‌বিবার রা‌তে দোকানে আফ্রিকার ডাকাতদল দোকা‌নে হানা দি‌য়ে টাকা পয়সা নি‌য়ে তা‌কে বেঁধে আগু‌নে ফে‌লে দেয়। তা‌তে তার মৃত‌্যু হয় ব‌লে জানা যায়। অপর‌দি‌কে সৌ‌দি আর‌বের ম‌দিনায় সড়ক দুঘর্টনায় কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার মোঃ জয়নাল দুর্ঘটনায় ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয় ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়। সম্পাদনা: এ আর শাকিল

post
এনআরবি বিশ্ব

রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজেও বই উৎসব ও একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় আইডি কার্ড বিতরণ করাসহ স্কুলের ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরুষ্কারও তুলে দেয়া হয়।ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও শিক্ষার আলোয় আলোকিত করতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। রিয়াদ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিয়া জামানের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন বিওডির ফাইনান্স ডিরেক্টর আমিনুল হুদা, অধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সিনিয়র শিক্ষক সরোয়ার জামান, কাওসার মাহমুদ ও মাহবুবুর রহমানসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদিতে ওমরা করতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আমিরাত প্রবাসী মা ও মেয়ের মুত্যু হয়েছে। নিহত মা ও মেয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আলম এর ছোট ভাই মোহাম্মদ আবু তাহের এর সহধর্মিনী নুর জাহান ও মেয়ে আমিরা। তাদের মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে আমিরাতের বিভিন্ন কমিউনিটির মাঝে। জানা যায়, মোহাম্মদ নুরুল আলম এবং তাঁর ভাই আবু তাহের এবং তাদের দুই পরিবারের মোট ১৩ জন সদস্য ২টি গাড়ীতে করে ওমরা হজ্ব করার জন্য সৌদির রাজধানী রিয়াদ হতে মক্কা যাওয়ার পথে একটি গাড়ী দূর্ঘটনায় পড়ে। গাড়ীতে থাকা ৭ জন মারাত্বক আহত হয়ে সৌদির বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। নিহত মা ও মেয়ে দুজনেই মোহাম্মদ নুরুল আলমের গাড়ীতেই ছিলেন এবং গাড়ী চালাচ্ছেন তাঁর বড় মেয়ে।

post
অভিবাসন

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার

বাংলাদেশীদের জন্যে অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব । রেমিট্যান্স প্রেরণেও বরাবরই প্রথম সাড়িতে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে নতুন বছরের শুরুতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার। এদিকে উন্নত বিশ্বের এ দেশটিতে খুলছে নতুন শ্রমবাজারের সম্ভাবনাও। তাই দক্ষ অভিবাসীর মাধ্যমে সেই সুযোগকে কাজে লাগানোর আহবান কমিউনিটি নেতাদের।জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন অন্তত ২০ লাখ বাংলাদেশী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ অবদান রাখছেন এ রেমিট্যিান্স যোদ্ধারা। তবে নানান কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশীরা। নতুন বছরের শুরুতেই অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দেশটির সরকার। দ্রূত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করা গেলে শাস্তির মুখে পড়তে হবে অভিবাসীদের।তবে দক্ষতা নিয়ে না যাওয়ার কারণে আরবের দেশটিতে অবৈধ বাংলাদেশীর সংখ্যা দিনদিন বাড়ছে,বলছেন এ কমিউনিটি নেতা।এদিকে উন্নত বিশ্বের এ দেশটিতে নতুন বছরে খুলছে ব্যবসা-বাণিজ্যের দুয়ার। তাই দক্ষ শ্রমশক্তি রপ্তানীর মাধ্যমে সেই সুযোগ লুফে নেয়ার আহবান প্রবাসী বাংলাদেশীদের।২০২৪ সাল সৌদি আরব প্রবাসীদের জন্যে চ্যালেঞ্জের। রাজতান্ত্রিক দেশটিতে বাংলাদেশীদের সতর্ক থাকার আহবান সংশ্লিষ্টদের।

post
বাংলাদেশ

৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে হজের নিবন্ধন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানায়। আগের নির্ধারিত সময় অনুযায়ী রোববারই হজের নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ হাজার ৯৩৬ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৩৯২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৪৪ জন নিবন্ধন করেছেন। কিন্তু কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

post
এনআরবি বিশ্ব

ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরব প্রবাসীদের

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উৎসব বিরাজ করছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। তবে,ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তাদের । এমন পরিস্থিতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে বসবাসরত রেমিটেন্সযোদ্ধাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চলছে নানা হিসেব-নিকেশ। নির্বাচনকে কেন্দ্র করে যে মহাসমারোহ, তার উত্তাপ ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তবে, প্রবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও, ভোটাধিকার প্রয়োগ নিয়ে রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে প্রবাসীদের মূল্যায়ন করতে হলেও, ভোটাধিকারের ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের। নির্বাচনে বিজয়ী দল যেনো দেশের চলমান অগ্রগতির ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধিশালী দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ হয়- এমন প্রত্যাশা প্রবাসীদের।

post
আন্তর্জাতিক

বাংলাদেশে সৌদিআরবের বিনিয়োগ, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের যে কোন প্রয়োজনে সৌদি আরবকে সবসময় কাছাকাছি পেয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতীম এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার । বাংলাদেশের জনগণের প্রতি তাদের রয়েছে গভীর শ্রদ্ধা ও আস্থা। তিনি বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ও জি২জি ভিত্তিতে সৌদি সরকার মনোনীত বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য কনসেশন চুক্তি স্বাক্ষর হলো। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী এবং টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকারের উদাহরণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরও জোরদার করবে।পতেঙ্গা কনটেইনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য সহজতর করার পাশাপাশি কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা সৃষ্টির পথও সুগম করবে। এটি বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে ।শেখ হাসিনা বলেন, আরএসজিটিআই আগামী ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে। আরএসজিটিআই যে সুনামের সঙ্গে জেদ্দা পোর্ট টার্মিনালসহ অন্যান্য টার্মিনাল পরিচালনা করছে, সেই দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে। শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন। ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকার এইচএসআইএ-তে অবতরণের কথা রয়েছে। সম্মেলনে পাঁচটি বিষয়ের ওপর আলোচনা করা হবে এবং ‘ইসলামে জেদ্দা ডকুমেন্ট অব উইমেন’ শীর্ষক প্রকাশনা প্রকাশিত হবে। ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৪৯ তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়। মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.