post
এনআরবি বিশ্ব

হজ নিয়ে সৌদি সরকারের নতুন শর্ত

চলতি বছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করছে সৌদি সরকার। এবার হজ ভিসায় নতুন শর্ত দিয়েছে দেশটি। হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ পারবেন হাজিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,এবারের হজ ভিসায় শুধু মক্কা,মদিনা ও জেদ্দা শহর ভ্রমণ করতে পারবে। এছাড়া, অন্য কোনো শহরে ভ্রমণ করতে পারবেনা। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই অনুমতি। এই বিধিনিষেধে আরো বলা হয়েছে,যে ব্যাক্তি এই নিয়ম মানবেনা তাকে ভবিষ্যতে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে না। সেই সাথে, ওই ব্যাক্তিকে দেশ থেকেও বের কোরে দেয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেয়া ব্যক্তিদের ওমরাহ পালন, বা যেকোনো ধরনের আর্থিক অথবা অনৈতিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নতুন বিধিতে।

post
অনুষ্ঠান

রায়পুর পৌর মেয়রকে জেদ্দায় সংবর্ধনা

রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে, স্বেচ্ছাসেবী সংগঠন কাজির চর সমাজকল্যাণ প্রবাসী ফোরামের পক্ষ থেকে, সংবর্ধনা দেয়া হয়েছে। পবিত্র ওমরাহ পালনে স্বপরিবারে সৌদি আরবের মক্কায় এলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মক্কার মানার আল হুদ হোটেলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এম ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, লায়ন শেখ মোহাম্মদ রনি। এতে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের সাবেক সেক্রেটারি ব্যবসায়ী মাইন উদ্দিন ফরাজী, ফরিদ উদ্দিন, ওয়াসিম ও আব্দুল মতিনসহ অনেকে। এসময় দেশে প্রবাসীদের বিনিয়োগের আহবান জানিয়ে পৌর মেয়র বলেন, প্রবাসীরা দেশের সম্পদ,তাদের রেমিট্যান্সে দেশের উন্নয়নের চাকা ঘুরে।

post
অভিবাসন

মোতালিব সিআইপিকে মক্কায় সংবর্ধনা

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালিব সিআইপিকে সৌদি আরবের মক্কায় সংবর্ধনা দেয়া হয়েছে। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক বেলাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবীব উল্লাহ সওদাগর ও সৌদি আরব কৃষক লীগের সভাপতি কামরুল হাসান জুয়েল। এসময়ে রেমিটেন্সযোদ্ধা এম এ মোতালিব বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি। তাই তাদের দুঃখ দুর্দশা সরকারকেই দেখতে হবে।

post
বাংলাদেশ

হজ ভিসার আবেদনের সময় বাড়লো

হজের ভিসার আবেদনের শেষ সময় আগামী ২৯ এপ্রিল থাকলেও সেটি বাড়িয়েছে সৌদি সরকার। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশে-হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি। এদিকে নানা জটিলতায় এখনো ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। তার আগে ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
আন্তর্জাতিক

প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশে

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসায় উচ্ছসিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে তাদের সংকট সমাধানের সাথে সাথে জনশক্তি রপ্তানীর নতুন দ্বার উন্মোচিত হবে। প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে। আমিরের এ সফরকে ঘিরে উচ্ছসিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।তার এ সফরে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সাথে সাথে প্রবাসীদের সংকট দূর হবে বলে মনে করছেন অনেকে। এর আগে, বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পরারষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

post
এনআরবি বিশ্ব

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাঈদ খোকনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, এ কে এম আজগর আলী, আসলাম সেলিম, কাসেম আলী, জয়নাল আবেদীন, হোসেন খান এনায়েত, সাদ্দাম হোসেন ও জুনায়েদ আহমেদ।

post
আন্তর্জাতিক

মদিনায় ৪০ বছর ধরে ফ্রিতে চা-কফি খেজুর খাওয়ানো ব্যক্তির মৃত্যু

পবিত্র মদিনা জিয়ারতকারীদের কাছে পরিচিত নাম শেখ ইসমাইল আল-জাইম আবু আল-সাবা। বিগত ৪০ বছর ধরে তিনি হজ-ওমরাহ পালনকারীদের বিনামূল্যে চা, কফি, রুটি ও খেজুর খাওয়াতেন তিনি। সিরিয়ান এই নাগরিক মঙ্গলবার (১৬ এপ্রিল) মদিনায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারামাইনের খবর সরবরাহকারী ভেরিফায়েড পেইজ ‘ইনসাইড দ্য হারামাইন’ এই খবর জানানো হয়েছে। জানা যায়, প্রতিদিন ৪০টি ফ্লাস্কে করে চা-কফি আনতেন তিনি। সবুজ চা, লাল চাসহ নানা স্বাদের চা বানিয়ে আনতেন। থাকত চিনিযুক্ত, চিনিমুক্ত চা-কফিও। এছাড়াও এলাচযুক্ত চা, পুদিনা চা, বিভিন্নরকমের মশলাযুক্ত চা আনতেন তিনি। রাস্তার পাশে বসে পথচারীদের মধ্যে চা, কফি, খেজুর, রুটি ও বিস্কুট বিনামূল্যে বিতরণ করতেন। এই কাজে তাকে সহযোগিতা করতেন ছেলেরা। সিরিয়ার নাগরিক শেখ ইসমাইল প্রায় ৪০ বছর ধরে মদিনায় বসবাস করে আসছিলেন। মদিনার কুবা এভিনিউতে একটি সাধারণ বাড়িতে বসবাস করলেও নিজের সম্পদ পুরোটাই উৎসর্গ করেছেন হজ ও ওমরাহ যাত্রীদের খেদমতে। টানা চার দশক ধরে অনন্য এই সেবা করে আসছিলেন তিনি। এর মাধ্যমে সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হন গুণী এই ব্যক্তি। তার মৃত্যুতে মদিনায় নেমে এসেছে শোকের ছায়া।

post
অভিবাসন

ফ্রি ভিসায় সৌদি গিয়ে কর্মহীন বহু বাংলাদেশি

সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা। মূলত তিনটি কারণে এ সঙ্কট। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি গেছেন। আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতোটাই কম যে জীবন যাপনই কঠিন হয়ে পড়েছে। জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন, এক হাজার রিয়াল বা ৩৫ হাজার টাকার নিচে কোন কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয়। এই বিজ্ঞাপনে ৫০০ রিয়াল ১৭ হাজার টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোজা হচ্ছে। কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। তারপরও অনেকেই ওভারটাইম ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের ওপর নির্ভর করে সৌদি যান। কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না। আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাবার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর। অথচ যাবার জন্য খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা বায়রা'র সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী, ৪০০ বা ৬০০ রিয়ালের বেতনে লোন না পাঠানো উচিত। ব্যক্তিগতভাবে পাঠানো ও ফ্রি ভিসা বন্ধ করা উচিত।মূলত সৌদি করন নীতির কারণে ১৬ পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা। কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশ কর্মী যাচ্ছে সৌদিতে। বায়রা'র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয়। এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি যদি সময়মতো না করতে পারে এবং সময়মতো লোক না দিতে পারে অথবা তাদের কাছে কাজ না থাকতে পারে, এই লোকগুলো নিয়েই মূলত সমস্যা হচ্ছে। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ বলেন, আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো। সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। তারা যে আশা নিয়ে সৌদি যাচ্ছে, সে আশা দূরের কথা তারা যে অর্থ ব্যয় করে যাচ্ছে সে অর্থ তারা আগামী দুই-তিন বছরের মধ্যে তুলতে পারবে কিনা সেটিই চিন্তার জায়গা তৈরি করেছে। এই বছরের প্রথম দুই মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ করেছেন সৌদি প্রবাসীরা।

post
আন্তর্জাতিক

চাঁদ দেখা যায়নি, সৌদিতে বুধবার ঈদ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। স্থানীয় সময় ৮ এপ্রিল (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি। অর্থাৎ ৯ এপ্রিল (মঙ্গলবার) দেশটিতে রমজান মাসের শেষ দিন এবং শাওয়ালের শুরু বলে ধরা হবে। সেই সঙ্গে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ বছর ৩০ রমজান সম্পন্ন হতে যাচ্ছে। খবর গালফ নিউজ। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করেছে মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশ সৌদি আরব। গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। সাধারণত সৌদি আরবের পরের দিনই বাংলাদেশ ও ভারতে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই হিসেবে বাংলাদেশ, ভারতসহ ও এশিয়ার অন্যান্য দেশে ১১ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হতে পারে। এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, পর পর ৩ মাস ২৯ দিনে হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার। ১ এপ্রিল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, রমজান মাসের আগের ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিলো। তাই এ মাস ২৯ দিনে হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।

post
আন্তর্জাতিক

ওমরাহ নিবন্ধনে ৪০০ বাংলাদেশির জালিয়াতি, ভিসা নিষেধাজ্ঞার শঙ্কা!

একজনের আঙুলের ছাপ ব্যবহার করে ওমরাহ করতে সৌদি আরবে গেছেন ৪০০ বাংলাদেশি। এক চিঠিতে এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি সরকার। এদিকে, এমন জালিয়াতিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্নসহ ওমরাহ ভিসায় নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা।পবিত্র মক্কা ও মদিনায় আগতদের জন্য সৌদি সরকার ভিসা ব্যবস্থা সহজ করার ফলে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লি প্রতিনিয়ত সৌদি আরবে ওমরাহ পালনে যান। শুধুমাত্র হাতের আঙুলের ছাপ ব্যবহার করে ওমরাহ পালনের জন্য দেয়া হয় ভিসা। এ ব্যবস্থার ফলে কোনো দালাল ছাড়াই ভিসা পেয়ে উপকৃত হচ্ছে মানুষ। কিন্তু এর মধ্যেও শুধুমাত্র একজন ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনে সৌদিতে গেছেন বলে জানিয়েছে রিয়াদ। এক জরুরি চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানায় সৌদি সরকার।যা করা হয়েছে তা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম-কানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরাহ নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা। এদিকে, এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের ফলে ভবিষ্যতে বাংলাদেশিরা সৌদি সরকারের বিরাগভাজন হতে পারে। এমনকি ওমরাহ ভিসা প্রদানে নিষেধাজ্ঞাও আসতে পারে বলে শঙ্কা তাদের।এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।  

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.