post
সংবাদ

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা) বিনিয়োগ করছে সৌদি আরব। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ। সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপনন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা দীর্ঘমেয়াদি। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ। ‘এই চুক্তি দুই দেশের মধ্যকার মৈত্রী ও দীর্ঘদিনের অংশীদারিত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এই চুক্তির মধ্যে দিয়ে’-প্রতিবেদনে উল্লেখ করে এসপিএ।

post
এনআরবি বিশ্ব

ওমরা করতে গিয়ে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে আব্দুল জলিল মুনদার নামে এক বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার (২২ মার্চ) ইফতারের পর স্ট্রোকজনিত কারণে মক্কার একটি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা গেছে, ২০ মার্চ ইতালি থেকে তিনি সপরিবারে ওমরা পালনের উদ্দেশ্য গিয়েছিলেন। ওমরা শেষে দেশে গিয়ে ঈদ করার কথা ছিল তার। মৃত্যুকালে তিনি দুটি মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গ্রামে। তার মৃত্যুতে ইতালি রোম বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাফসির আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন গভীর শোক প্রকাশ করেছেন।রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা টিএসসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেন, ইতালি প্রবাসী সবার প্রিয় ও সদা হাস্যোজ্জ্বল, শান্ত প্রকৃতির আব্দুল জলিল, মাগফেরাতের মাস রমজানে পবিত্র ঘর বায়তুল্লাহর মুসাফির হয়ে ওমরা করার পর ইন্তেকাল করেন। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

গত বছরের ন্যায় এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। গত রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ। টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।

post
এনআরবি লাইফ

সৌদি আরবে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সৌদি আরবের রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপপ্রধান মোঃআবুল হাসান মৃধা। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিশন উপপ্রধান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তিনি বলেন- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ। তিনি আরো ও বলেন- যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে বাংলাদেশের সকল খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।মিশন উপপ্রধান বলেন- বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট বাংলাদেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহবান জানান।

post
আন্তর্জাতিক

ওমরাহ পালনের জন্য সৌদির বিশেষ ব্যবস্থা

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ পান তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য দর্শণার্থীসহ সাধারণ মুসল্লিদের মাতাফ অংশে প্রবেশে কড়া বিধি-নিষেধ দিয়েছে দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আগতরা ছাড়া অন্য সাধারণ মুসল্লিরা তাদের নামাজ ও ইবাদতের জন্য তাওয়াফের অংশে আসতে পারবেন না। মূলত কাবার দিকে মুখ করে লাখো মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন,এতে ওমরাহ পালনে আগতরা কাবা চত্বরে ঢুকতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এজন্য কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন। তাই বরাবরের মতো এবারও ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিত করতে পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশে বিধি-নিষেধ দিল সৌদি আরব।

post
অভিবাসন

সৌদিতে ঠান্ডার সমস্যায় বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য সৌদি আরবে ক্যাম্প করেছে জাতীয় ফুটবল দল। ২ মার্চ ভোরে সৌদি আরবে পৌঁছানোর পর রোববার সন্ধ্যায় অনুশীলনে নামেন ফুটবলাররা। ঠান্ডা ও বাতাসের মধ্যে এক ঘণ্টা পর্যন্ত অনুশীলন করেন রাকিব হোসেন-তপু বর্মণরা।সৌদি আরব থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন,তায়েফের আবহাওয়া সৌদি আরবের অন্য শহর থেকে একটু ভিন্ন। এখানে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কিছুদিন আগে নাকি আরও বেশি ঠান্ডা পড়েছিল। ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলার আগে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুশীলন করবে দল। মূলত উন্নত প্রশিক্ষণের জন্যই মধ্যপ্রাচ্যের দেশে যাওয়া। সেখানকার অনুশীলনের পরিবেশ এবং সুযোগ-সুবিধা দেখে খুশি কোচ ক্যাবরেরা। গত বছর জাতীয় দলের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। ২০২৪ সালে এই প্রথম একসঙ্গে এক ছাদের নিচে ফয়সাল আহমেদ ফাহিম-বিশ্বনাথ ঘোষরা। ২০২৩ সালের মতো এ বছরও দেশের মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় রহমত মিয়ার, গত বছর যেখানে শেষ করেছি, এবার সেখান থেকে শুরু করতে চাই। এ বছরে আরও একটু ভিন্ন উচ্চতায় যেতে পারি। এ জন্য আমাদের সবাইকে ডিটারমাইন্ড থাকতে বলেছেন কোচ।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবের আবহায় শুরু হয়েছে দু'মাস ব্যাপি বাণিজ্য মেলা

সৌদি আরবের আবহায় শুরু হয়েছে দু'মাস ব্যাপি বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিক। মেলার বাংলাদেশি স্টলে দেশীয় গার্মেন্টস পন্য ব্যাপকভাবে নজর কেড়েছে বিদেশীদের। বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি ছুটির দিনে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও।মরুর দেশ সৌদি আরবে ভিশন ২০৩০ সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও আবহা প্রদেশে শুরু হয়েছে বানিজ্য মেলা। মাহাইল আছির প্রদেশে ২ মাস ব্যাপী এ মেলায় দেশটির নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও স্টল সাজিয়েছেন। তবে এ মেলার বেশিরভাগ স্টলের মালিক বাংলাদেশীরা। বরাবরের মতো মেলার বাণিজ্যিক আধিপাত্য ধরে রেখেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্বারা। তাদের স্টলে স্হান পেয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক,পারফিউম, বোরকা, জুয়েলারি, মোবাইল, কফি সপ ,মশলা, বেবি টয় এবং বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা। তবে,বিদেশি নাগরিকদের নজর কেড়েছে বাংলাদেশি নিজস্ব পোশাক। মেলায় বেচা কেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্টল মালিকরা। এখানে শিশুদের জন্য রয়েছে সব আকর্ষণীয় রাইড। স্হানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ খোঁজেন প্রবাসীসহ স্থানীয়রা। এছাড়া দর্শনার্থীদের স্বাস্হ্য সুরক্ষায় রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসক দল।

post
অভিবাসন

বিদেশে কারাগারে আটক ৯৩৭০ বাংলাদেশি, বেশি সৌদি আরবে

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি শ্রমিক-প্রবাসী আটক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দি সৌদি আরবের কারাগারে।সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।পররাষ্ট্রমন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটকদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে একজন, মিশরে ছয়জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ছয়জন, শ্রীলঙ্কায় তিনজন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় নয়জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনের বেইজিংয়ে ১৮৪ জন, কুনমিংয়ে সাতজন, আবুধাবিতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জন, মালয়েশিয়ায় ২১৯ জন, আলজেরিয়ায় একজন, থাইল্যান্ডে চারজন, লেবাননে ২৮ জন, গ্রিসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুর্কিতে ৫০৮ জন, মিয়ানমারে ৩৫৮ জন, জাপানে দুজন, জর্ডানে ১০০ জন আটক রয়েছেন।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখায় এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।সৌদি আরব সময় সকাল ৭টায় এসএসসি পরিক্ষার্থীরা হলে প্রবেশ করেন এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে পরিক্ষা শুরু হয়। এসময় পরীক্ষা হল পরিদর্শন করেন বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন দূতাবাসের সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। মোট পরিক্ষার্থী সংখ্যা ৪৮ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ২৩জন এবং মেয়েদের সংখ্যা ২৫ জন।

post
সংবাদ

হজ করার উদ্দেশে আলিফ এখন আবুধাবিতে

মানুষের ইচ্ছা বা আকাংখার কোন শেষ নেই। কিন্তু ক'জনে তা পূরণ করতে পারেন। আবার অনেকেই অদম্য ইচ্ছা শক্তি আর সাহসের কারনে অসাধ্যকেও সাধন করেন। তাদেরই একজন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব।  তার অদম্য ইচ্ছা শক্তিতে পায়ে হেঁটে সৌদি আরবে হজ্জ করতে বর্তমানে অবস্থান করছেন আমিরাতের আবুধাবিতে। এর আগে পায়ে হেঁটে হজ্জ করার লক্ষ্যে নিজ এলাকা কুমিল্লার নাঙ্গলকোট থেকে ২০২৩ সালের ৮ জুলাই যাত্রা শুরু করেন। আট মাসের কাছাকাছি সময়ে ভারত, পাকিস্তান, ইরান হয়ে পৌঁছে গেছেন রাজধানী আবুধাবিতে। দৈনিক ৫০ কিলোমিটারের বেশি হাঁটতে পারা এ যুবক তাঁর 'মক্কা ও মদিনা'র এ যাত্রায় বড় ধরনের কোন প্রতিবন্ধকতায় পড়েন নি বলে জানান। যেখানে গেছেন সেখানেই সকলের সহযোগিতা পেয়েছেন।  কোন স্পন্সর ছাড়াই নিজস্ব অর্থায়নে এবং মনের প্রবল ইচ্ছা শক্তিতে ছুটে চলা এ যুবক আবুধাবি থেকে তারিফ, মারফা, গিয়াথি ও সিলা হয়ে সৌদি বর্ডার পৌঁছাবেন। তারপর সৌদি বর্ডার থেকে ২ হাজার কিলোমিটার দূরে স্বপ্নের গন্তব্য মক্কায় গিয়ে হজ্ব করবেন। হজ্ব শেষ করতে পারলে পরবর্তীতে বিশ্ব ভ্রমন করবেন বলেও জানান তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.