সংবাদ

চোরাচালানের অভিযোগে সৌদিতে ৭ বাংলাদেশি আটক

post-img

সৌদিআরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ১৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,গ্রেপ্তার ওই বাংলাদেশিদের কাছ থেকে ৩ দশমিক ৩ কেজি মেথামফেটামিন ও ১২ হাজার ৪৩২ পিস অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। এঘটনায় দুই সিরিয়ান ও এক সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদিকে, পৃথক আরেকটি অভিযানে ৭৫ হাজার ৬০০ এমফিটামিনেস ট্যাবলেটসহ এক প্রবাসী ও এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে মাদক পাচার ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.