সৌদি আরবের রিয়াদে নানা আয়োজনের মধ্যে দিয়ে,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজি শাখার গ্রাজুয়েশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
ইংরেজি শাখা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুল শিক্ষক ইকবাল শেখ ও নিশা থমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সৌদিআরবের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন, সাদাইয়া’র প্রধান বিজ্ঞানী ড. মোহাম্মদ এহসান হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ড. আবদুল্লাহ আল ওয়াদুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও গ্রাজুয়েশন শিক্ষার্থীদের অভিবাবকসহ দূতাবাসের কর্মকর্তারা। এসময় গ্রাজুয়েশন শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার আহবান জানান রাষ্ট্রদূত।
