post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক-৩০

মালয়েশিয়ার পাহাংয়ে, ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে, শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন,ইন্দোনেশিয়ার ১০,থাইল্যান্ডের ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে, অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে, ৩০ জনকে আটক করা হয়।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে, ইসরায়েলকে সমর্থন দেয়ায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়,তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে, এ পদক্ষেপ নিয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, সাত মার্কিনৎ নাগরিক। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার, ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এছাড়া, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস,ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার, জেমস হকেনহালের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এর বাইরে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান।

post
অভিবাসন

মালয়েশিয়ায় প্রবাসীদের ‘মে ডে’ পালিত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শ্রমিক ও সংহতি দিবস পালন করেছে, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মো:সেলিম হোসেন ও যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান। এতে প্রধান অতিথি ছিলেন, দাতোশ্রী কামরুজ্জামান কামাল। প্রধান বক্তা ছিলেন সিআইপি মো: অহিদুর রহমান অহিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব এএসএম জাহিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, দাতোশ্রী আক্তার হোসেন, দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম,সহ-সভাপতি মোঃ কাইয়ুম হোসেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দাতো আব্দুল রউফ,জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন টাবলুসহ অনেকে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় এক শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে, দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির একটি সবজির দোকানে কর্মরত অবস্থায়, শিক্ষার্থীকে আটক করে দেশটির অভিবাসন পুলিশ। আটকের পর হারিয়ান মেট্রো ওই শিক্ষার্থীকে নিয়ে, একটি প্রতিবেদন প্রকাশ করে। হারিয়ান মেট্রো বলছে,আটক ওই শিক্ষার্থীর ইচ্ছা ছিল,এক মাসের বেতন পেলেই দেশে ফিরবেন মানসিক সমস্যায় থাকা স্ত্রীকে দেখতে। কিন্তু তার আগেই, ইমিগ্রেশন বিভাগ আটক করে তাকে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ও ইমিগ্রেশন ওয়েবসাইটের তথ্য বলছে,মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে পার্টটাইম কাজের অনুমতি থাকলেও, অনুমতি নেই ব্যবসা বা সেলসম্যানের কাজ করার। এর আগে, অনেক শিক্ষার্থী অবৈধভাবে কাজ করার সময়, ইমিগ্রেশনের হাতে ধরাও পড়েন। সম্প্রতি আটক বাংলাদেশি ওই শিক্ষার্থী, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার ক্লাং ভেলিতে একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যান।

post
সংবাদ

এশিয়ায় চলছে তীব্র দাপদাহ

ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র দাপদাহ চলছে। প্রচন্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ছে, যার কারনে এ বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সে রোববার থেকে সরকারি স্কুলগুলোতে ইন-পারসন ক্লাস বন্ধ করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন দিন ফিলিপিন্সে তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে তা রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে।

post
বাংলাদেশ

চীনে বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব

চীনের ঝেচিয়াং নরমাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০২৪। প্রতিবারের ন্যায় এবারও সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্কয়ারে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রদ‍র্শন করা হয় বিভিন্ন দেশের হরেক রকম খাবারও। মোট ২৬টি স্টলে মুখরোচক বাহারি খাবারের পসরা নিয়ে হাজির হয় ২৬টি দেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার ও দেশীয় দ‍র্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায়, রসগোল্লা, পাটিশাপটা, পুলি পিঠা, সেমাই ও পোলাওসহ বিশেষ স্বাদের চটপটিও। সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক তত্তাবধায়নে ছিলেন মো: মাহমুদুর রহমান রোকন, মোবারক হোসাইন ও সাদিয়া সারমিন। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন, মিজানুর রহমান, মো: মারুফ, মো:আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, মিনহাজুল তাহমিদ, এস এম আদনান, হাবিব হাসান, শাকিল ভুইয়া ও জিনিয়াসহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

মালয়েশিয়ায় নতুন কাউন্সিলর মোরশেদ আলম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর নিযুক্ত হয়েছেন মো. মোরশেদ আলম । বৃহস্পতিবার তিনি হাইকমিশনে যোগদান করেন। মোরশেদ আলম দূতাবাসের বিদায়ী কাউন্সিলর জিএম রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোরশেদ আলম ২০০৯ সালে বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর গ্রামের সন্তান। চাকরি জীবনে আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোরশেদ।

post
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে, থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে, ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
সংবাদ

বেশি দুর্যোগ আঘাত এনেছে এশিয়ায়

জলবায়ু জনিত কারণে গত বছর সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে এশিয়া মহাদেশে। এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও । এসময় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বন্যা ও ঝড়ে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে ডব্লিউএমও থেকে আরও বলা হয়, ২০২৩ সালে এশিয়ায় হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত ৭৯টি বিপর্যয়ের খবর পাওয়া গেছে। তার মধ্যে ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে হয়েছে বন্যা ও ঝড়। যাতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। ডব্লিউএমও মহাসচিব বলেন, এশিয়ার অনেক দেশ ২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর দেখেছে। সেই সঙ্গে তাদের সারা বছর জুড়েই খরা, তাপদাহ, বন্যা ও ঝড়ের মত চরম পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে।

post
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী তাইপে। ২২ এপ্রিল (সোমবার) দেশটির স্থানীয় সময় বিকেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। খবর এএফপির। কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, এই মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বা আফটারশক। হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন। চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.