পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বসিত প্রবাসীরা
আন্তর্জাতিকভাবে পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে ভিন্নধর্মী আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে যোগ দেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। দিনটিকে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন দূতাবাস কর্মকর্তারা। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের মর্যাদা ও সক্ষমতার প্রতীক। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে স্পেনের বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। দেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা বহুমুখী সেতুর অবদানের চিত্র তুলে ধরে এর সুফল বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ পাবেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে পদ্মা সেতুর ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উদ্যাপন করেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের আওয়ামী লীগ ও যুবলীগ। স্থানীয় সময় বিকেল থেকেই একটি কমিউনিটি সেন্টারে কয়েকশ নেতাকর্মী নিয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সঙ্গে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে এ উৎসব উদ্যাপন করা হয়। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা ও পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উদ্যাপন করা হয়। উন্নয়ন, অগ্রতি আর সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।বাংলাদেশের সক্ষমতা এবং বাস্তবতায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাছরুল্লা নাছরু। মু, নাজমুল হোসাইনের উপস্থাপনয় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি মোক্তার মাদবর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি রুবেল মাদবর, সেক্রেটারি জামাল হোসাইনসহ অনেকে। সভায় বক্তরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশ কে এগিয়ে নিতে সব প্রবাসীর প্রতি আহ্বান জানান। এ ছাড়া পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে ভারতের দিল্লি, কলকাতাসহ স্পেন ও সংযুক্ত আরব আমিরাতে।