post
এনআরবি বিশ্ব

রাশিয়া-চীন প্রতিরক্ষার অঙ্গীকার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে আরও নিবিড় অংশীদারিত্বের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে এই সম্পর্কিত যৌথ বিবৃতি সই করেন। বিবৃতিতে তারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ছাড়াও তাইওয়ান, ইউক্রেইন ও উত্তর কোরিয়াসহ সবকিছুতেই নিজেদের মতামত শেয়ার করেছেন। নতুন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও আর্থিক খাতে সহযোগিতারও অঙ্গীকার করেছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযত্নে লালন ও আগলে রাখতে হবে।

post
সংবাদ

জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপাইন নারীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি অপু ভাই হিসেবে পরিচিত। তিনি জানান,পাসপোর্টের পুরোনো সংস্করণগুলো ব্যবহার করতো এই সিন্ডিকেট। পলিকার্বোনেট ব্যবহার হয়নি ফলে পরিবর্তন করা সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ। এ সময় জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯টিসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানালো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বিডি এলিট ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের উপস্থিতিতে আয়োজনস্থল পরিণত হয় একটুকরো বাংলাদেশে। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়সহ বিদেশিরাও। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো.ফরিদউদ্দীন গাজির নেতৃত্বে শুরুতেই অতিথিদের বরণ করে নেয়া হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান কাকন ও সভাপতি মানসুর আল বাশার সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো:শামিম আহসান। প্রধান বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক, দাতুশ্রী মো:ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন,বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মোর্শেদ আলম ও প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। সাইদুর রহমান পাভেলের উপস্থাপনায় দর্শকদের মনকাড়ে বাউল শিল্পি শফি মন্ডলের পরিবেশনা। এছাড়াও অভিনেতা ফজলুর রহমান বাবু,কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরিতার গাওয়া গানও বাংলাদেশীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানে ছিলো দেশীয় স্বাদের পিঠাপুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী,পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানেরা ব্যস্ত সময় পার করেন আলপনা এঁকে। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। শেষে কুপন বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক - ৪০

মালয়েশিয়ার জোহর রাজ্যে কাগজপত্রহীন ২৭ বাংলাদেশিসহ ৪০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন,রাজ্যে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন মোট ২৪৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০ জনকে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ২৭ জন, ভারতের ৭ জন, নেপালের ৩ জন, পাকিস্তানের ২ এবং ১ জন চীনের নাগরিক। তাদেরকে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক-৫২

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। দেশটির জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। তিনি বলেন, উভয় অভিযানে প্রায় ৭৬ ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে অভিবাসন আইনে প্রবিধান লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ এবং মিয়ানমারের ৩ জনসহ অন্যান্য দেশের নাগরিক।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বিশেষ সুবিধার্থে পেনাং ও জোহুরবারু প্রদেশে, পোস্ট অফিসের পাশাপাশি ৪ দিন হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি দেবে হাইকমিশন। সম্প্রতি পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এতে বলা হয়,আগামী ১৮ ও ১৯ মে দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন, বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া, আগামী ২৫ ও ২৬ মে দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, জহুরবারুর অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। আগামী ২২ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে, হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে।

post
অভিবাসন

প্রবাসীদের সহায়তায় মালয়েশিয়ায় কেএল ফ্রেন্ডস ক্লাব

অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো ও সচেতনতা তৈরির প্রত্যয় নিয়ে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু করেছে, কেএল ফ্রেন্ডস ক্লাব। ১৮ জন ফাউন্ডার সদস্য নিয়ে, নতুন উদ্যমে প্রবাসী এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে, আনন্দ ভ্রমণের আয়োজন করে ক্লাবের সদস্যরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পট পোর্টডিকসনে, দিনব্যাপি নানা আয়োজনে মেতে ওঠেন সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম। এতে অতিথি ছিলেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মামুনুর রশীদ মামুন,সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান লিংকন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হক জোসেফ,যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ সহ অনেকে।

post
শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রদক্ষেপ

বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে, এবার ভিসার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য, সঞ্চিত অর্থের পরিমাণ বাড়িয়েছে, অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,যেসব বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করবেন,তাদের অবশ্যই ন্যূনতম ২৯ হাজার ৭১০ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৪৬ হাজার ৯২২ টাকার সমপরিমাণ অর্থ সঞ্চিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সঞ্চিত অর্থ সংক্রান্ত ব্যাংক নথিও প্রদর্শন করতে হবে। অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য, আগে প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের বাধ্যবাধকতা ছিল, ন্যূনতম ২১ হাজার ৪১ অস্ট্রেলীয় ডলার,পরে ২০২৩ সালের অক্টোবরে তা বৃদ্ধি কোরে, ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হয়। সেই হিসেবে, এবার দ্বিতীয় দফায় বাড়ানো হলো, প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের পরিমাণ।

post
সংবাদ

মালয়েশিয়ায় গাছ পড়ে নিহত-১

মালয়েশিয়ায় চলন্ত গাড়ীর ওপর পড়ে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় ১৭টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। নিহত ব্যাক্তি বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিতো হওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হলে, রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে,দুর্ঘটনার একটি জরুরি কল পাওয়ার সাথে সাথে, তারা ২৭ জনের একটি দল ঘটনাস্থলে রওনা দেন। এ ঘটনায় আহত ২ ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

post
অনুষ্ঠান

কুয়ালালামপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

বাংলা নববর্ষকে বরণ করতে দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে, বিডি এলিট ক্লাব মালয়েশিয়া। আগামী ১১ মে কুয়ালালামপুরের ক্রাফ্ট কালচারাল কমপ্লেক্সে আয়োজিত হবে এই উৎসব। শুক্রবার বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন। এসময় অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন, কমিউনিটি নেতা ও সংগঠনটির উপদেষ্টা দাতুশ্রী কামরুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার সদস্য বদিউজ্জামান বাবু,মনসুর আল বাসার সোহেল,লাল মোহাম্মদ,রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়,শেখ জহির,রাছেল খান, এম এ রনি ও আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.