post
এনআরবি বিশ্ব

জয় পেয়েও বিজেপি পরাজিত

ভারতের সাম্প্রতিক ইতিহাসে এবারের লোকসভা নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। জয় পেয়েও বিজেপি যেন পরাজিত। আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস। লোকসভা নির্বাচনে চমক দেওয়ার মতো কিছু ঘটনাও ঘটেছে। ইন্ডিয়া জোট গঠন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা, সবকিছুই এবারের নির্বাচনে কংগ্রেসের লাভের হিসাব বাড়িয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্যও যেন কখনোই অস্ত যায় না। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি শক্তিশালী বলেও মনে করা হয়। ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা। এছাড়াও,বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী নীতীশ আবারও লোকসভা নির্বাচনে নিজের অনন্য দক্ষতার নজির রেখেছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পোড় খাওয়া আরেক রাজনীতিক। তিনিও দেখিয়েছেন- কৌশলী রাজনীতিককে কখনোই সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। তবে ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিই থেকে গেল নয়াদিল্লি। আর সেখানেই জারি থাকল,নরেন্দ্র মোদির রাজত্ব। 

post
সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির পুলিশ জানায়, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালকও। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

post
সংবাদ

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক-৯৯

অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ৯৯ অভিবাসী আটক হয়েছেন। দুই দিনের পৃথক এই অভিযানে জোহর বারুত থেকে তাদের আটক করা হয়। শুক্রবার জোহর স্টেট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ইস্কান্দার পুতেরিতে অভিযানে ৩৬ জন এবং টাংকাকে ২৯৫ জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এসময় অভিবাসীদের মধ্যে আটক ১০ জন মিয়ানমারের পুরুষ ও ছয়জন নারী, তিনজন থাই পুরুষ এবং একজন লাওসের নারী রয়েছেন। এছাড়াও আটকদের মধ্যে স্থানীয় এক যুবকও রয়েছে। অপরদিকে টাংকাকে আটকদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৫ জন নেপালি পুরুষ ও ৩ জন নারী, ১৩ জন পাকিস্তানি, ১২ জন মিয়ানমার, ৮ জন ভারতীয় এবং একজন কম্বোডিয়ান নারী রয়েছেন। আটকদের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে। অবৈধ অভিবাসী রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

post
এনআরবি বিশ্ব

আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন

বিশ্বে গোলোযোগপূর্ণ বিষয়গুলোর সমাধানে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। ন্যায়পরায়ণতা, ন্যাবিচার সমুন্নত রাখা এবং দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহায়ক পন্থায় চীন এই কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে চীন ও আরব দেশগুলোর কো-অপারেশন ফোরামে শি জিনপিং একথা বলেন। তার কথায় উঠে এসেছে গাজা যুদ্ধের প্রসঙ্গও। গাজায় চলমান যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না এবং সংকটের “দ্বি-রাষ্ট্র সমাধানকে” দৃঢ় সমর্থন দেওয়া উচিত। শি জিনপিং বলেন, টালমাটাল এই বিশ্বে মিলেমিশে বসবাসের উপায় হল পারস্পরিক সম্মান। আর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি।

post
অভিবাসন

পরিশ্রমের কারণেই সৌদিতে বাংলাদেশিদের চাহিদা

কঠোর পরিশ্রমের কারণেই সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় একথা বলেন তিনি। এসময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে। ওয়ার্কশপে বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কীভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর -শ্রম মুহাম্মদ রেজায়ে রাব্বী, কাউন্সিলর মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রথম সচিব মুহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।

post
দূতাবাস খবর

পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ার জহুর প্রদেশে পাসপোর্ট সংগ্রহের পোস্ট অফিসের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুন থেকে দেশটির জহুর বাহরু জেলার ২২ জালান রিয়াংয়ের ২৩ তামান জেম্বিরার পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় দেশটির কোয়ান্তান ও কেলান্তান প্রদেশে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ও ২ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোয়ান্তান প্রদেশের জালান বুকিত উবির তিংকাত বাওয়াহ এর এএসডি সানমুন এসডিএন বিএইচডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এছাড়া ৮ ও ৯ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেলানতান প্রদেশের কোতা বাহরুর জালান পাসির পুতেহ থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

post
সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের বাণিজ্য মেলা অনুষ্ঠিত

সোলিড্যারিটিজ এসিই ফ্রান্স-সাফ এর উদ্যোগে ফ্রান্সে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা। ঈদ বাজার প্লেস ‘দে লা রিপাবলিক’ এ আয়োজিত মেলায় ছিলো, বিভিন্ন পণ্যের ৭০ টিরও বেশি বাংলাদেশি স্টল। মেলার উদ্বোধন করেন সাফের প্রেসিডেন্ট নয়ন এনকেসহ সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ১৮তম প্যারিসের ডেপুটি মেয়র, ফরাসি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা রাখা হয় মেলায়। এছাড়াও বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজো, মহিলাদের জন্য সাত চারা এবং পুরুষদের জন্য ছিল, ঝুড়িতে বল ফেলানোর মতো খেলা। আয়োজকেরা জানান, স্থানীয় নাগরিককে বাংলাদেশ এবং বাংলাদেশের সাংস্কৃতির সাথে পরিচয় করে দেয়ার লক্ষ্যেই এ মেলা আয়োজন।

post
অনুষ্ঠান

জাপানে বাংলাদেশের অর্থায়নে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। ৩ মিটার উচু এ স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম,অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান,জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন শাহ আসিফ রহমান, দূতালয় প্রধান শেখ ফরিদ, প্রেস সচিব মোঃ ইমরানুল হাসান এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি উপস্থিত ছিলেন। জানা যায়, শান্তিপূর্ণ বিশ্ব অন্বেষণে জাপানের জনগণকে এবং বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেয়ার অংশ হিসেবে ‘শান্তি স্মৃতিস্তম্ভ’ নির্মাণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে এটি প্রতিষ্ঠার অনুমতি দেয় বন্ধুপ্রতিম জাপান সরকার। অনুষ্ঠানে ২য় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সময়ের সাথে মিল রেখে বেলা ১১ টা ২ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে বাংলাদেশ প্রতিনিধি দল পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। 

post
এনআরবি বিশ্ব

পাপুয়া নিউগিনিতে নিহতের সংখ্যা ৩০০

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ব্যাপক এই ভূমিধসে ১১'শ এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। শনিবার পাপুয়া নিউগিনির স্থানীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসটি আঘাত হানে। এঙ্গা প্রদেশ দেশটির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬'শ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত।

post
সংবাদ

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল এবং এ দিবস উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুসতাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। ইউনেস্কো জাতীয় কমিশন, মালয়েশিয়ার পক্ষে তামিল ফাউন্ডেশন মালয়েশিয়া, এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে কৌশলগত অংশীদার ছিল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এছাড়া অন্যান্য এনজিও যৌথ সংগঠক কৌশলগত অংশীদার হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্নিভালে অংশগ্রহণ করে। কার্নিভালে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া একটি সুসজ্জিত স্টল প্রতিষ্ঠা করে। যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর লিখিত বই প্রদর্শিত হয়। এছাড়া ভাষা আন্দোলনের ওপর ছবি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশন কার্নিভালে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিজয়ী ছাত্র-ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.