লেবার সরকারের কেবিনেটে স্থান পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক ও রোশানারা আলী। হ্যামস্টেড এন্ড হাইগেট থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিককে দেয়া হয়েছে ইকোনমিক সেক্রেটারী টু দ্য ট্রেজারী ও সিটি মিনিস্টার বা আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর বেথনাল গ্রীন এন্ড বো আসনের এমপি রোশানারা আলীকে দেয়া হয়েছে হাউজিং, কমিউনিটিস এবং লোকাল গভর্ণমেন্ট প্রতিমন্ত্রীর দায়িত্ব। ব্রিটিশ বাঙালী কমিউনিটি থেকে এই প্রথম দু‘জন এমপি সরকারের কেবিনেটে স্থান পেলেন। এ সাফল্যে কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। এতে করে ব্রিটেনের রাজনীতিতে বাঙালী কমিউনিটি আরো এক ধাপ এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।