post
বাংলাদেশ

রিজার্ভ এখন থেকে ভালো হবে : বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে‌ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে রিজার্ভ আর কমবে না।বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী প‌রিচালক মো. মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ সন্তোষ প্রকাশ করেন। ‌তি‌নি বলেন, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত মোট ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অনুমোদন ক‌রে‌ছে আইএমএফ। আগামী শুক্রবা‌রের মধ্যে এ অর্থ যোগ হ‌বে। এছাড়া এডিবি থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯ কোটি ডলারসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে আরও ৬২ কো‌টি ডলার আস‌বে। সব মি‌লি‌য়ে এ মা‌সে রিজার্ভে যোগ হ‌বে ১৩১ কো‌টি ডলার (১.৩১ বিলিয়ন)। মুখপাত্র জানান, এখন গ্রস রিজার্ভ আ‌ছে ২ হাজার ৪৬৬ কোটি (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার। বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ এক হাজার ৯১৩ কোটি লাখ ডলার বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন। তিনি বলেন, এ মা‌সে রে‌মিট্যান্সসহ ডলার আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। স‌ঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হ‌চ্ছে। কিছু খরচ হ‌বে, ত‌বে আ‌য়ের চে‌য়ে ব্যয় কম হ‌বে। তাই রিজার্ভ কমার কারণ নেই।‌ ডিসেম্বরে হিসাব করে বলা যা‌বে। ত‌বে জানুয়ারিতে আকুর পেমেন্ট আ‌ছে এক বিলিয়নের মতো। সব মি‌লি‌য়ে রিজার্ভ ভা‌লো হ‌বে বলা যায়।

post
সংবাদ

দেশজুড়ে প্রশাসনের অভিযানে কমেছে পেঁয়াজের দাম

দেশের বিভিন্নস্থানে প্রশাসনের অভিযানের পর পেঁয়াজের দাম সহনীয় পরযায়ে আসতে শুরু করেছে।তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোক্তাদের। হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজের বাজার মনিটরিং চলছে।দাম বৃদ্ধি পাওয়ায়,গত কয়েকদিন পেঁয়াজ কিনতে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের।তবে ভ্রাম্যমাণ অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরেছে দামে। আড়ৎদাররা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করায়,বাধ্য হয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের  বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে।আবার প্রশাসনের অভিযানে দাম কমিয়ে দেয়ায়,কেজিতে প্রায় ৬০টাকা লোকসানে বিক্রির করতে হচ্ছে বলে জানায় বিক্রেতারা।ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আড়তদারদের যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রির পরামর্শ দেয়া হয়েছে।অমান্য করলে,ব্যবস্থা নেয়া হবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.রুহুল আমিন। এদিকে,প্রায় ১ মাস ধরে বগুড়ায় শুকনো পেঁয়াজের বাজার ছিল ১১৫ থেকে ১২০ টাকা।হঠাৎ দাম বেড়ে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় বিপাকে পড়েন ক্রেতারা।তবে বিক্রি কমে যাওয়ায় এখন দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে,শিগগিরই সহনীয় পরযায়ে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।

post
সংবাদ

শীতের সবজির দাম কমলেও, বেড়েছে মুদিপণ্যের দাম

শীতের আগমনের পর পরই কমতে শুরু করেছিল সবজির দাম। সবজির দাম কমে মানুষের নাগালের কাছাকাছি চলে আসছিল বলা যায়। গত সপ্তাহে সবজির যে দাম ছিল আজ সেটা অপরিবর্তিতই বলা চলে। তবে শিমের দাম বেড়েছে ২০ টাকা। বিক্রেতারা বলছেন, নতুন জাতের শিম আসাতে দাম কিছুটা বেশি। তবে কয়েক দিন পরেই কমে যাবে। এদিকে সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে এই দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারা।শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচা সরেজমিন ঘুরে দেখা যায় এমন বাজার পরিস্থিতি। শীতের নতুন সবজির প্রচুর সরবরাহ থাকলেও, দাম এখনও নিম্নআয়ের মানুষের নাগালে আসেনি। ভোগ্যপণ্যের বাজারেও নেই তেমন কোনো সুখবর। গত সপ্তাহের চেয়ে বেড়েছে সবধরণের মাছের দাম।  গরুর মাংসের দাম কিছুটা কমলেও, খাসি ও ব্রয়লার মুরগী ও ডিমের দাম রয়েছে আগের মতই। বাজারে শীতকালীন সবজির এমন সমারোহই বলে দেয়,সবজির উৎপাদন এবং সরবরাহের ঘাটতি নেই।তারপরও খুব একটা স্বস্তি নেই সবজির বাজারে। গত সপ্তাহে ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কমলেও এ সপ্তাহে প্রকার ভেদে বেড়েছে সবধরনের মাছের দাম।আর ইলিশ এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে।গরুর মাংস তুলনামূলক কম দামে বিক্রি হলেও,খাসি ও ব্রয়লার মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে।দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে ক্রেতাদের রয়েছে অন্তহীন ক্ষোভ। নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে, সরকারের সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষন করেছেন ভোক্তারা।

post
বাংলাদেশ

বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্য সচিব

বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্য সচিব জানান, আমেরিকার চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। এছাড়া দেশের শ্রমিকদের অধিকার কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দেয়া হচ্ছে বলে জানান তিনি।

post
বাংলাদেশ

নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রাধাণ্য পাবে: বাণিজ্যমন্ত্রী

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধাণ্য পাবে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভোক্তা অধিকার সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসয়য় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এইচ এম সফিকুজ্জামান জানান, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে।

post
বাংলাদেশ

সবজির দাম খানিকটা কমলেও বেড়েছে মুদি পন্যের দাম ;নিম্নবিত্তের নাগালে আসেনি ইলিশ

নিত্যপণ্যের বাজারদর হেমন্তের দ্বিধা জড়ানো প্রকৃতিতে শীত আসি আসি করছে। তবে তার অগ্রদূতেরা আগেভাগেই চলে এসেছে সদর্পে। প্রকৃতিতে তার আগাম আলোড়ন। বাজারে এসেছে শীতের সবজি। মহানগরের কাঁচাবাজারে সাজানো থরে থরে আঁটি বাঁধা তরতাজা পালংশাক, পুঁইশাক, লালশাক। শিম, কপি, রাঙা টমেটো, সাদা মুলা, লাউ, বরবটি, রক্তিম বিট আরও অনেককিছু। তবে দাম এখনো অনেকটাই বেশি। যদিও হরেক রকম শীতের সবজিতে বাজার ভরে ওঠায় অন্তত পাইকারি পর্যায়ে দাম কিছুটা কমেছে।তবে হরতাল অবরোধের প্রভাবে খানিকটা ক্ষুদ্ধ ব্যবসায়ীরা। দামের প্রভাবের চেয়ে ক্রেতা কমে যাওয়ার অভিযোগ তাদের।রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৪৫ টাকায়। আর প্যাকেজাত সাদা চিনির দাম ১৬০ থেকে ১৬৫ টাকা। এসব চিনির দাম কয়েক সপ্তাহ আগেও ১৪০ টাকার মধ্যে ছিল। দোকানিরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে কোম্পানি মালিকরা দাম বাড়িয়ে দিচ্ছে। আবার দাম বাড়িয়েও কোম্পানি মালিকরা সরবরাহ করছেন না পন্য। এদিকে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি,সয়াবিন ও আটার দাম। অন্যান্য মাছের দাম কমলেও বেড়েছে ইলিশের দাম।পণ্যমূল্য সহনীয় রাখার দাবী নিম্নআয়ের মানুষের। নতুন আলু বাজারে আসায় দামকমেছে পুরনো আলুর।তবে আটা,চিনি ও সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।বেড়েছে ইলিশের দাম। তবে অন্যান্য মাছের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পরযন্ত। অপরিবর্তিত রয়েছে ডিম পেঁয়াজ গরু খাসি ও ব্রয়লার মুরগীর দাম। নিত্যপণ্যের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী সাধারন মানুষের।পণ্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের।

post
এনআরবি বিশ্ব

প্রণোদনা দ্বিগুণ ; নভেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার

রেমিট্যান্সে প্রণোদনা দ্বিগুণ করায় গতি ফিরেছে প্রবাসী আয়ে। নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ১০ দিনেই আয় হয়েছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের পর চলতি মাসেও রেমিট্যান্সের গতি বেড়েছে। গড়ে প্রতিদিন এই খাত থেকে আসছে ৬ কোটি ৯৯ লাখ ডলার। এদিকে অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ ডলার। আর সেপ্টেম্বরের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১০৫ কোটি ডলার। গেল ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রতি ডলারে সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করায় এই হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

post
বাংলাদেশ

পোষাক খাতে বিশৃঙ্খলা,২৫ ফ্যাক্টরি ভাঙচুর,বন্ধ ১৩০টি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তৈরী পোষাক খাতে নূন্যতম মজুরি বৃদ্ধির দাবী ও সবশেষ ঘোষিত মজুরি মেনে না নেয়া- এসব ঘটনায় বিক্ষোভ ভাংচুর চলছেই। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৫টি ফ্যাক্টরিতে ভাঙচুরের ঘটনা এবং ১৩০টি ফ্যাক্টরি বন্ধ আছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে বেতন বৈষম্য নাকি হরতাল-অবরোধের কারণে এমন হচ্ছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংগঠনটি। আজ রোববার দুপুরের উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। ফারুক হাসান বলেন, বৈশ্বিক ও আর্থিক চাপের মধ্যে থেকেই গার্মেন্টস সেক্টর টিকে থাকার সংগ্রাম করছে। ঠিক তখন শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতৎপরতা। তিনি অভিযোগ করে বলেন, শান্ত শ্রমিকদের উসকানি দিয়ে অশান্ত করছে একটি গোষ্ঠি।বিজিএমইএ সভাপতি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর ও কোনাবাড়ি এলাকার প্রায় ১৩০টি পোশাক কারখানা কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কারখানা শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেগুলোতে কাজ চলছে। তাদের কাজ চলমান থাকবে। বিজিএমইএ সভাপতি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৮৮৫টি পোশাক কারখানা বিজিএমইএ এর সদস্যপদ গ্রহণ করলেও কালের পরিক্রমায় ৩ হাজার ৯৬৪টি সদস্য কারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২ হাজার ৯২১টি সদস্য কারখানার মধ্যে ২ হাজার ৩৩৯টি কারখানা বিজিএমইএ-তে তাদের সদস্যপদ নবায়ন করেছে। এই ২ হাজার ৩৩৯টি সদস্য কারখানার মধ্যে মাত্র ১ হাজার ৬০০টি সদস্য কারখানা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার এনে কাজ করছে। অর্থাৎ আমাদের এ মুহূর্তে সরাসরি রপ্তানিকারক কারখানার সংখ্যা মাত্র ১ হাজার ৬০০টি। তিনি আরও বলেন, সদস্যপদ নবায়ন করা ২ হাজার ৩৩৯টি কারখানার মধ্যে ১ হাজার ৬০০ কারখানা বাদে বাকি কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা বিভিন্ন ব্যাংক দেনা ও দায়ের কারণে সরাসরি ব্যাক-টু-ব্যাক খুলতে পারছে না। ফলে তারা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার নিতে পারছে না। এই সদস্য কারখানাগুলো মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। অবশিষ্ট কারখানাগুলো ব্যাংক দেনা ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। তবে তারা আগামীতে দেনা পরিশোধ করে ব্যবসায় ফিরে আসতে ইচ্ছুক। এ পরিসংখ্যানই বলে দিচ্ছে, শিল্পের উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বন্ধ কারখানার সংখ্যাও বাড়ছে। শুধু করোনা মহামারির কারণে ২০২০-২১ সালে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ৩১৭টি এবং পরবর্তীতে অন্যান্য কারণে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে না পারার কারণে ২৬০টি কারখানা বন্ধ হয়েছে, বলেও জানান বিজিএমইএ সভাপতি।

post
বাংলাদেশ

উদ্বোধনের আপেক্ষায় এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলস্টেশন কক্সবাজার !

এবার ট্রেনে করে সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার! যেতে সময় লাগবে মাত্র ৭ ঘন্টা । আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা ! ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি। আর এই স্বপ্নপূরণের ক্ষণগণনা করছেন সমুদ্র শহর কক্সবাজারবাসী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাদের। আগামীকাল ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেল লাইন ও নান্দনিক আইকনিক রেলস্টেশন। এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলস্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। হয়েছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ। স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।

post
বাংলাদেশ

বৃহস্পতিবারেও উত্তাল ছিল গাজিপুরের পোষাক শিল্প এলাকা

বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবারেও গাজিপুরের চান্দনা চৌরাস্তা,রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বহৃস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার,হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে। এসময় ওই এলাকার কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, মজুরি বৃদ্ধির দাবীতে আজও আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকরা সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.