গাজীপুরে পোষাককর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত
নতুন বেতন ঘোষণায় পোশাক কারখানার শ্রমিকদের অনেকেই কাজে যোগ দিলেও, অপর একটি অংশ তা প্রত্যাখান করে এখনও বিক্ষোভে সরব। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজনের নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের মুখে মঙ্গলবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের পর, বুধবার থেকে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক কারখানার একাংশের শ্রমিকরা। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোতে।তবে, পোশাক শ্রমিকদের একটি বড় অংশ তা প্রত্যাখান করে সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়ে সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় যানবাহন ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে ফাঁকাগুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এদিকে, ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।