post
বাংলাদেশ

ক্রমাগত মূল্যস্ফীতি, বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের রিজার্ভের ওপর চাপ থাকবে: আইএমএফ

'একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমিতেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতি বাংলাদেশের। ক্রমাগত মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং প্রধান অগ্রসর বাণিজ্যিক অংশীদারদের মন্দায় বাংলাদেশের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকার ওপর চাপ অব্যাহত থাকবে।'আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দলের বাংলাদেশ সফর শেষে লিখিত বিবৃতিতে এ কথা বলেছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দ। বিবৃতিতে রাহুল আনন্দ আরও বলেছেন, 'সফরের সময় আমরা সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিকখাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমরা তহবিল-সমর্থিত প্রোগ্রামের অধীনে মূল প্রতিশ্রুতি পূরণের অগ্রগতিও পর্যালোচনা করেছি। এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) বা রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) ব্যবস্থার প্রথম পর্যালোচনায় এটি আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করা হবে, যা এ বছরের শেষের দিকে হবে বলে আশা করা হচ্ছে।' 'আইএমএফ দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। আমরা বেসরকারি খাতের প্রতিনিধি, দ্বিপাক্ষিক দাতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গেও দেখা করেছি।' 'আমরা আন্তরিক আলোচনা ও উষ্ণ আতিথেয়তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ এবং এ দেশের জনগণের সমর্থনে আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখতে আমরা উন্মুখ।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.