post
এনআরবি সাফল্য

১৬ দিনে রেমিটেন্স এলো ১১৫ কোটি মার্কিন ডলার

চলতি মাসের ১৬ দিনে বৈধপথে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে ১১৫ কোটি মার্কিন ডলার বা ১২ হাজার ৬৫০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ব্যাংকের তথ্যমতে, ফেব্রুয়ারির ১৬ দিনে ব্যাংকিং চ্যানেলে ১১৪ কো‌টি ৯৯ লাখ ডলার এসেছে। এর ম‌ধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ মার্কিন ডলার। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।

post
বাংলাদেশ

সিন্ডিকেটের জন্যই ক্ষমতাসীনরা দায়ী

দ্রব্যমুল্যের লাগামহীন সিন্ডিকেটের জন্যই ক্ষমতাসীনরা দায়ী মন্তব্য করে, রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতনের আহবান জানিয়েছেন বিএনপি নেতারা।শনিবার সকলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে, তারা এসব কথা বলেন। এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আওয়ামী সরকারের কাছে বিএনপির কোন দাবি দাওয়া নেই। কারণ জনগন বিএনপির সাথেই আছে। ঐক্যবদ্ধ হয়ে রাজপথেই তা আদায় করা হবে। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন, বর্তমান সরকার ক্ষমতা থাকাকালীন কখনও জনদুর্ভোগ কমবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানান তিনি।

post
সংবাদ

দুবাইয়ে শ্রীলঙ্কার শ্রমমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাত সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মানুষা নানায়াক্কারার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বেলা ১১টায় দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দেশের মিশন কর্মকর্তাসহ বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এশিয়ার শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও সুন্দর অভিবাসনের লক্ষ্যে একযোগে কাজ করার কথা জানান দুই দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের জন্য সহযোগী অর্থনীতি এবং সামাজিক উন্নয়নবিষয়ক সংগঠন ‘কলম্বো পরিকল্পনা’ আরও কার্যকর করার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে সৌহার্দপূর্ণ আলোচনার বিষয়টিও উঠে আসে সৌজন্য সাক্ষাতে।এসময় শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের নির্বাচন পরবর্তী নবগঠিত সরকার ও নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে পাওয়া ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার ঋণের বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার শ্রমমন্ত্রী। দেশের অর্থনৈতিক সংকটকালে ওই ঋণ তাদের উপকারে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাইস্থ শ্রীলঙ্কান কনস্যুলেটের কনসাল জেনারেল অ্যালেক্সি গুনাসেকারা, সেদেশের বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর চেয়ারম্যান আব্দুল আজিজ মোহামেদ হিলমে ও প্রতিমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দুবাইয়ে চলমান সপ্তম আবুধাবি ডায়ালগে যোগদানের লক্ষ্যে পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত আছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রী পর্যায়ের এই পরামর্শ সভায় বাংলাদেশ ছাড়াও আবুধাবি সংলাপের সদস্যভুক্ত আরও ১৫টি দেশ অংশগ্রহণ করেছে।

post
সংবাদ

হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ৩৫ টাকা

হিলিতে দিন-দিন বাড়ছে দেশি পেঁয়াজের দাম। গেলো দুই দিনের ব্যবধানে হিলিতে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। দুইদিন আগেও মুড়ি কাঠা পেঁয়াজ প্রতি কেজি ৭০ খেকে ৭৫ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে।এদিকে হঠাৎ করে আবারও পেঁয়াজের দাম বাড়তে থাকায় বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বাজার মনিটরিং এর দাবি সাধারণ ভোক্তাদের। তবে বাজার ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বেচতে হচ্ছে।  ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আবারও কমে আসবে।

post
সংবাদ

প্রবাসীদের বিনিয়োগ করাতে সুবিধা দিচ্ছে সরকার

বাংলাদেশে বিভিন্ন সেক্টরে প্রবাসীদের বিনিয়োগ করাতে সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার রাজধানীর বিজয় নগর এলাকায় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মালয়েশিয়া প্রবাসী এলাহি এন্টারপ্রাইজ এর স্বায়ত্ত্বাধিকারী দাতো মোঃ এবাদত হোসেন ও বন্দে আলী শেখ এর উদ্যোগ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন জেএমজি কার্গো ইউকে এন্ড ইউরোপ চেয়ারম্যান এমডি মনির আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার, ডিভিশনাল হেড ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আব্দুল মান্নানসহ আরো অনেকে।

post
এনআরবি সাফল্য

২৬ দিনে দেশে রেমিট্যান্স আসলো ১৭৭ কোটি মার্কিন ডলার

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৭৭ কোটি মার্কিন ডলার ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ব্যাংক জানিয়েছে, জানুয়ারি মাসের ২৬ দিনে ব্যাংকগুলোতে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৪৪০ কোটি টাকা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

post
আন্তর্জাতিক

‘৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক’

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন,রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন। পররাষ্ট্রমন্ত্রী উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দি‌য়ে আজ দে‌শে ফিরেছেন।

post
বাংলাদেশ

দেশে আরও বাড়ল সোনার দাম

দেশে সোনার দাম আরও বেড়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এতদিন যার দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি করা হবে। তবে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

post
বাংলাদেশ

চলতি মাসে গেটওয়ের টাকা ফেরত দিতে শুরু করবে ইভ্যালি

দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চলতি জানুয়ারি মাস থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করবে।শনিবার বিকালে ইভ্যালির প্রধান কার্যালয় ধানমন্ডি থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসেল বলেন, সম্প্রতি নতুন উদ্যমে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই গ্রাহক ও মার্চেন্ট থেকে ব্যাপক সাড়া পেয়েছে ইভ্যালি। প্রথম ক্যাম্পেইনে আমরা ৮০ হাজার অর্ডারের বিপরীতে দুই লক্ষাধিক পণ্যের অর্ডার পেয়েছি এবং প্রথম ক্যাম্পেইন থেকেই আমরা মুনাফা করতে শুরু করেছি। আমরা চলতি মাসে গেটওয়েতে থাকা গ্রাহকের টাকা ফেরত দেবো এবং মুনাফার টাকা দিয়ে আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করতে শুরু করবো।অর্ডারের ক্রমানুযায়ী সকল গ্রাহকের মূল টাকা ধাপে ধাপে পরিশোধ করা হবে। খুব তাড়াতাড়ি গ্রাহকরা তাদের পুরাতন ডাটা দেখতে পারবেন। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।রাসেল বলেন, ইভ্যালির নতুন ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে সকল পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) দিচ্ছি। আগে গ্রাহকরা পণ্য পাওয়ার আগেই সরাসরি ইভ্যালিকে টাকা পরিশোধ করত। কিন্তু এবার ক্যাশ অন ডেলিভারি হওয়ায় গ্রাহকের কোনো ঝুঁকি নেই।এছাড়া গ্রাহকের পরিশোধ করা পণ্যের মূল্য এখন থেকে সরাসরি বিক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বিক্রেতারও কোনো বাকি পড়ার ঝুঁকি নেই। মার্চেন্ট থেকে ইকুরিয়ার সরাসরি পণ্য নিয়ে গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে। আগে গ্রাহক পণ্য হাতে বুঝে পাবে এরপর মূল্য পরিশোধ করবে। এখানে অর্ডার নেয়া ছাড়া কোনো কার্যক্রমে ইভ্যালি অংশ নিচ্ছে না। ফলে আমরা আরো স্বচ্ছতার সাথে গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে পারছি।অন্য একটি প্রশ্নের জবাবে রাসেল বলেন, আগে বেশিরভাগ পণ্যই লোকসানে বিক্রি করা হতো। তবে এবার প্রায় সব পণ্যে সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না। বরং লাভের পরিমাণ বাড়ছে বলে আমরা দ্রুত পুরাতন বকেয়ার টাকা ফেরত দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

post
এনআরবি সাফল্য

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চক্রান্ত এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর, মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে তাদের বিরাট অবদান রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনে না গিয়ে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। তবে তাদের ভোট বর্জনের লিফলেটে জনগণ ভোটদানে আরও উৎসাহীত হয়েছেন। সরকার যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,ফিলিস্তিনে গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.