পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। পশু কেনা-বেচায়ও বাড়ছে ভিড়।স্থানীয় নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুরের এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভূঁইয়া। তিনি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পশু এনে লালন পালন করে বিক্রি করেন।
আর এক সপ্তাহ পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। সাধ এবং সাধ্যের মধ্যে মালায়েশিয়ান নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও।
মালয়েশিয়ায় কোরবানীর চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশী মালিকানাধীন খামারগুলোতেও রয়েছে নানা প্রজাতীর পশু। কুয়ালালামপুরে সন্নিকটে হুলুলাংগাট এলাকায় এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভূঁইয়া। তার এ খামারে পশু জবাই থেকে শুরু করে মাংস কেটে নেওয়ার সুযোগ রয়েছে।
ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পশুর খামারগুলো। দিনের শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়তে থাকে।
তার এ খামারে ৫ হাজার রিঙ্গিত থেকে সর্বোচ্চ ২০ হাজার রিঙ্গিত দামের গরু রয়েছে। কোরবানির ঈদ ছাড়াও সব সময়ই পাওয়া যায় গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন পশু।