তীব্র গরমে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন গ্রিস সরকার।
চলতি সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা থাকায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। গ্রিক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব পেশার লোকদের ঘরের বাইরে কাজ করা বন্ধ থাকবে। তাদের মধ্যে, বিল্ডার, ফুড ডেলিভারি রাইডার, কুরিয়ার ও জাহাজ শ্রমিক অন্যতম। জুন মাস থেকে বারবার তীব্র গরমের মুখোমুখি হচ্ছে গ্রিস। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে শত শত দাবানল। আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাস শেষ হওয়ার আগে তাপমাত্রা খুব একটা কমবে না।