মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। দুই রাজ্যের অভিবাসন বিভাগের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ ক্লাং জেলা পুলিশ প্রধান ও সহকারী কমিশনার চা হুং ফং বলেন, সেলাঙ্গর রাজ্যের দক্ষিণ ক্লাং এ অপারেশন বেরসেপাদু নামের অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া ৭২ বিদেশিকে আটক করা হয়েছে। তিনি বলেন, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে, ৩০৫ জন পুরুষ এবং ১১২ জন নারীসহ মোট ৩১৭ জন বিদেশিকে আইপিডি ক্লাং সেলাতানে নেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর এর মধ্যে মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকার ৫৬ জন পুরুষ এবং ১৫ জন নারীসহ মোট ৭২ জনের বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে তাদের আটক করা হয়। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি। এছাড়া, একই দিনে মালয়েশিয়া জোহর রাজ্যের কুলাইয়ের একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৭ বাংলাদেশিসহ ১২৩ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
