এনআরবি বিশ্ব

শোয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুর ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি

post-img

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সিলেট থেকে লন্ডন যাওয়ার পথে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শোয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা।

এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক ও লেখক মো. রহমত আলী। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০১ সিলেট থেকে লন্ডন ফ্লাইটের পাইলটের দায়িত্ব অবহেলায় বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শুয়াইবুর রহমান চৌধুরী ২০২৩ সালের ১২ নভেম্বর মৃত্যুবরণ করেন। নিয়ম অনুযায়ী যখন কোন যাত্রী বিমানে অসুস্থ হয়ে পরলে তখন বিমান থেকে নিকটতম বিমানবন্দরে একটি এসওএস প্রেরণ করা হয়। কিন্তু শুয়াইবুর রহমান চৌধুরীর অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যু পূর্ব পর্যন্ত কোনো এসওএস নিকটতম বিমানবন্দরে প্রেরণ করা হয়নি। যদিও পাইলট ৩০ মিনিট সময় পেয়েছিলেন। যা আন্তর্জাতিক বিমান পরিচালনা নীতিমালাসহ আকাশপথে পরিবহন, বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত বিধিমালা পরিপন্থী।

তাই তার নামে বিমানের কোনো স্থাপনার নামকরণ, ক্ষতিপূরণের ব্যবস্থা ও বিমানে ভ্রমণে যাতে বিনাচিকিৎসায় আর কোনো যাত্রীর মৃত্যুবরণ না হয় সে ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলনে জোর দাবি জানানো হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.