post
এনআরবি সাফল্য

আমিরাতের সফল ব্যবসায়ী চট্টগ্রামের বেলায়েত

সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিং কন্ট্রাক্টটিং ব্যবসায় দিন দিন বাংলাদেশী ব্যবসায়ীদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে উন্নতির শিখরেও পৌঁছেছেন অনেক ব্যবসায়ী। আর তাদেরই একজন চট্টগ্রামের মোঃ বেলায়েত হোসেন। নির্ভরযোগ্য কাজের মাধ্যমে স্থানীয়দের কাছে সুনাম অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড়শ বাংলাদেশীর।জানা যায়, চট্টগ্রামের সন্দীপ উপজেলার মোঃ ইউসুফের ছেলে মোহাম্মদ বেলায়েত হোসেন। ১৯৯৭ সালে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে চাকুরীর মাধ্যমে শুরু করেন কর্মজীবন। কয়েক বছর চাকুরীর পর তিনি তৈরি করেন অংশীদারী প্রতিষ্ঠান। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছুদিন পর গড়ে তোলেন নিজস্ব একক প্রতিষ্ঠান। শারজাহ প্রদেশের মাদাম এলাকায় গড়ে তুলেছেন, " লুলুয়াত আল মাদাম বিল্ডিং কন্ট্রাক্টটিং, "দেওয়ার আল মাদাম বিল্ডিং মেটিরিয়ালস, ও "রুকন আল গারাফ এলমুনিয়াম কন্ট্রাক্টটিংসহ চারটি প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বহু বাংলাদেশির। বর্তমানে সপরিবারে তিনি বসবাস করছেন মাদাম শহরেই। ব্যবসায়ীদের জন্য আমিরাত স্বর্গরাজ্য হলেও বর্তমানে বাংলাদেশী ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। এই সমস্যার সমাধান হলে দেশটিতে বাংলাদেশীদের ব্যবসা ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে জানান সফল এই রেমিটেন্সযোদ্ধা।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে ২০ নম্বর ভিসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

কুয়েতে ২০ নম্বর ভিসা বা ’খাদেম-গৃহকর্মী’ ভিসাকে ১৮ নম্বর ভিসা বা ‘শন- বেসরকারী খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আরব টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানান,কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে, কুয়েতের ২০ নম্বর ‘গৃহকর্মী’ ভিসা- ১৮ নম্বর বেসরকারী খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এবিষয়ে নতুন আইনটি জারি করা হতে পারে। তবে, নতুন এ আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্তটি হলো-অবশ্যই গৃহকর্মী ভিসাদারীদের ন্যূনতম এক বছর স্পনসরের সাথে কাজ করতে হবে। নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলেই কেবল, বেসরকারী খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা। এর আগে গত সপ্তাহে এ সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ। 

post
অনুষ্ঠান

আল আসাদ ফর ওমরাহ হজ্ব কাফেলার ২৫তম বর্ষপূর্তি

আল আসাদ ফর ওমরাহ হজ্ব কাফেলার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।রাজধানী দোহার লামিজন স্কোয়ার মিলনায়তনে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব হাসান মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নাসির উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের কাতারি স্পনসার শাহীন আল মহান্নাদি। এছাড়াও, উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার মাশহুদুল কবির ও তন্ময় ইসলাম, দূতাবাস সচিব আব্দুল্লাহ আল রাজি, নাসির উদ্দীন ও সাজেদুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন, ম্যানেজার এস এম হাসান ও এডমিন অফিসার মোঃ আরমান।

post
এনআরবি বিশ্ব

খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয়দের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে। ফলে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর এবং সকালেও খান ইউনুসের আশপাশে একাধিক ইসরায়েলি হামলা হয়েছে। এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসাকর্মী । ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছেন রোগী ও চিকিৎসাকর্মীরাও।

post
শিক্ষা

বাহরাইনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনেও অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।রোববার রাজধানী মানামা’র বাংলাদেশ স্কুল এণ্ড কলেজে সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়। এবছর বিজ্ঞান বিভাগ থেকে ২০ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ জন ও বানিজ্যিক বিভাগে ৯ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বাহরাইন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স একে এম মহিউদ্দিন কায়েছ ও প্রথম সচিব মাহফুজুর রহমান। কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, অধ্যক্ষ অরুণ নায়ের। এছাড়াও হল সুপারের দায়িত্বে ছিলেন, শিক্ষিকা মন্দাকিনি মন্ডল এবং কেন্দ্র পরিচালনার করেন প্রতিষ্ঠানটির এডমিন জাহাঙ্গীর আলম। ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতেই মাঠে নিরাপত্তা বাহিনী

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসী ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ১ জুলাই ভোর থেকেই শুরু হয়েছে এ অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। তবে, ৮৫ হাজারই এই সুযোগ গ্রহণ করেনি। এদিকে, রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল-মুতাইরি প্রবাসীদের সতর্ক করে বলেন, 'বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনও আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না। ২৪ ঘণ্টাই এই অভিযান চালবে। অন্যদিকে, বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। তল্লাশি চালানো হচ্ছে, আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রবেশপথে। কুয়েতজুড়ে এমন অভিযান শুরু হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

post
অনুষ্ঠান

আবুধাবিতে বাংলাদেশি আরেকটি প্রতিষ্ঠানের যাত্রা

ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং ও এসির যাবতীয় পরিসেবা নিয়ে আবুধাবির মোছাফ্ফার ১২নং সাবিয়াতে যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান 'বিপুল ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশনিং সেন্টার’।শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন, স্বত্বাধিকারী প্রবাসী মোহাম্মদ বিপুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্যবসায়ী সাইদুল ইসলাম সাঈদ, ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, ফরিদ হোসেন ও লিটন সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি সকলকে সেবা গ্রহণের আহবান জানান তারা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করে আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশি ভিসা উম্মুক্ত করার আহবান জানান উদ্যোক্তা মোহাম্মদ বিপুল।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়নি: হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। একই সঙ্গে স্বাধীনতাকামী এ সংগঠনের হাতে জিম্মি থাকা বাকিদের মুক্তির বিষয়টিও এখনো আলোর মুখ দেখেনি। এই জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করছে লাখো মানুষ। লেবাননে এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও অর্থবহ বন্দিবিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যেকোনো প্রস্তাব ইতিবাচকভাবে নিতে প্রস্তুত রয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে গত মাসেই একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিকল্পনাটি ইসরায়েলের প্রস্তাব করা বলে দাবি করেছিলেন তিনি। পরিকল্পনায় প্রাথমিকভাবে গাজায় ছয় মাসের যুদ্ধবিরতি, উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া ও ইসরায়েলি জিম্মি মুক্তিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছিল।

post
প্রবাস রাজনীতি

কাতারে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতারে প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছি।বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী দোহার লামিজন স্কোয়ার মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব হাছান মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু। এতে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ পরিবারের সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সবুজ, সাবেক ছাত্রনেতা এস এম হাসান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার শামীম। এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রহিম পারভেজ, ইউসুফ পাটোয়ারী লিংকন ও যুবনেতা বিষুজিত মজুমদার সহ অনেকে। শেষে কেক কেটে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়।

post
এনআরবি বিশ্ব

চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতি

ইয়েমেনের ক্ষমতাসীন হুতিদের সামরিক বাহিনী লোহিত সাগর ও ভূমধ্যসাগরে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।শুক্রবার হুতিরা লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায়। জাহাজটি লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে একটি সামুদ্রিক সংস্থা জানিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন, তাদের বাহিনী লোহিত সাগরে ডেলোনিক্স নামের একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটিতে সরাসরি আঘাত হেনেছে। কিন্তু যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন ইউকেএমটিও এর আগে জানিয়েছিল, ইয়েমেনের হোদেইদাহ বন্দর শহর থেকে ১৭২ মাইল উত্তরপশ্চিমে ডেলোনিক্স নামের জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু সেটি ক্ষতিগ্রস্থ হয়নি এবং উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.