কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসী ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ১ জুলাই ভোর থেকেই শুরু হয়েছে এ অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। তবে, ৮৫ হাজারই এই সুযোগ গ্রহণ করেনি। এদিকে, রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল-মুতাইরি প্রবাসীদের সতর্ক করে বলেন, 'বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনও আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না। ২৪ ঘণ্টাই এই অভিযান চালবে। অন্যদিকে, বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। তল্লাশি চালানো হচ্ছে, আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রবেশপথে। কুয়েতজুড়ে এমন অভিযান শুরু হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিরা।