post
আন্তর্জাতিক

বিশ্বের সর্ব বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব

ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্ব বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব।দেশটির সুমাত্রার দ্বীপের পাদাং শহরে গত সোমবার ৮ হাজার রোজাদারের জন্য ১২০০ মিটার দীর্ঘ ওই ইফতারির টেবিল বসানো হয়। খবর আরব রিউজের। সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী এবং জাকার্তায় নিযুক্ত সৌদি কূটনীতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন, পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ, সৌদি দূতাবাসের ধর্মবিষয়ক অ্যাটাচে আহমেদ বিন হামজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান, ইসলামিক সংস্থার নেতা এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ বলেন, এই ইফতার মাহফিলের বিষয়টি রেকর্ডের জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। তিনি এ বিশাল ইফতার পার্টি আয়োজনের জন্য সৌদির বাদশাহ সালমান এবং মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান।  

post
এনআরবি বিশ্ব

বিশ্বে বিমানবন্দরের শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের সকল বিমানবন্দরে কমে গিয়েছিল কর্ম তৎপরতা। তবে সবকিছু স্বাভাবিক হয়ে আসে ২০২২ সালে। এরসঙ্গে ফিরে আসে বিমানবন্দরগুলোর প্রাণচঞ্চলতাও। গত বছর অর্থাৎ ২০২২ সালে কোন বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন সেটির তালিকা প্রকাশ করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু ২০২২ সাল নয়— এ বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে। গত ৮ বছরের মতো এবারও এই ধারা অব্যাহত রাখল বিমানবন্দরটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দুবাই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৬ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৯৮১ জন মানুষ। যা ২০২১ সালের তুলনায় ১২৭ শতাংশ বেশি। এছাড়া বছরের শেষ চার মাসে বিমান বন্দরটি দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করেছেন— সেটি মহামারির আগে যে পরিমাণ যাত্রী যাতায়াত করতেন সেটির সমান ছিল।আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের সংখ্যা ও যাতায়াত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে ৭ কোটি ৮০ লাখ মানুষ দুবাই বিমানবন্দর ব্যবহার করবেন। দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, আবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করায় তারা বেশ রোমাঞ্চিত। তিনি আরও জানিয়েছেন, তাদের লক্ষ্য সামনেও এ অবস্থান ধরে রাখা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরের তালিকা (২০২২ সাল)— ১। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর - ৬ কোটি ৬০ লাখ ২। হেথ্রু, যুক্তরাজ্য – ৫ কোটি ৮২ লাখ ৩। আমস্টারডাম, নেদারল্যান্ডস – ৫ কোটি ২৪ লাখ ৪। প্যারিস, ফ্রান্স – ৫ কোটি ১৭ লাখ ৫। ইস্তাম্বুল, তুরস্ক – ৪ কোটি ৮৫ লাখ ৬। ফ্রাঙ্কফ্রুট, জার্মানি – ৪ কোটি ৪৭ লাখ ৭। মাদ্রিদ, স্পেন – ৩ কোটি ৬২ লাখ ৮। দোহা, কাতার – ৩ কোটি ৫৭ লাখ ৯। সিঙ্গাপুর, সিঙ্গাপুর- ৩ কোটি ১৯ লাখ ১০। গ্যাটউইক, যুক্তরাজ্য- ৩ কোটি ১ লাখ সূত্র: খালিজ টাইমস

post
আন্তর্জাতিক

মুসলিম কমিউনিটির ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য স্টার্লিংয়ে হলো প্রথম আমিন-অ্যাডাম অ্যাক্সপো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টার্লিংয়ে মুসলিম কমিউনিটিকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো আমিন-অ্যাডাম অ্যাক্সপো। ১৮ মার্চ শনিবার আমিন প্রজেক্ট ও অ্যাডাম সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় একদিনের এই অ্যক্সপো।ডিএমভি এরিয়ার অর্ধশতাধিক নানা রকম পণ্য ও সেবামূলক প্রতিষ্ঠানের অংশ গ্রহনের বাণিজ্যিক এই প্রদর্শনীতে ভিড় করে মুসলিম কমিউনিটির হাজারো দর্শনার্থী। বেশ কিছু অন্যান্য কমিউনিটি বেজড কাজের পাশাটাশি মুসলিম ব্যবসায়ী ও উদোক্তাদের এক সাথে মিলিত করা এবং তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে দুই বছর আগে থেকে কাজ শুরু করে আমিন প্রজেক্ট। সেই প্রজেক্টের অধীনে বিজেনেস নেটওয়ার্কের অংশ হিসেবে অ্যাডাম সেন্টারের সাথে যৌথভাবে আয়োজন করে এই অ্যাক্সপোর। একদিনের এই অ্যাক্সপোতে দর্শনার্থীদের এমন সাড়া দেখে অভিভুত আয়োজকরা।অ্যাডাম সেন্টারের পুরোটা জায়গা জুড়ে বিস্তৃত ছিলো এই আয়োজন। নানা রকম পণ্যের সেম্পল, হালাল নিউট্রেশন পণ্য, বিশ্ববিদ্যালয়, আইটি ট্রেইনিং, চাকরির নিয়োগ, হেলথ সার্ভিস, রিয়েলেস্টেট, মটগেজ, ইন্সুইরেন্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যান্ডিক্রাপট, স্কিন ক্যারিয়ারের প্রতিষ্ঠানসহ নানা রকম ব্যবসায়ীক প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। প্রতিটি স্টলের প্রতিনিধিরা দর্শকদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন দিনভর। নিজেদের পণ্য ও সেবার তথ্য পৌছে দিতে পেরেছেন সরাসরি।নারী উদ্যেক্তাদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। ডিএমভির বাইরের দূরের স্টেট থেকে অংশ নিয়েছে কেউ কেউ। ঈদের কেনাকাটার সুযোগ ছিলো এখানে। মুসলিম কমিউনিটির বিভিন্ন দেশের নারী উদ্যেক্তারা হরেক রকম কাপড়ের স্টল নিয়ে বসেছিলো অ্যক্সপোতে। দর্শকদের সবচেয়ে বেশি ভিড় ছিলো কাপড়ের স্টলগুলোতে। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সফট স্কিল ডেভেলপমেন্টের আইটি ইনস্টিটিউট পিপলএনটেকর মতো বড় প্রতিষ্ঠানও অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপও। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেন আগত দর্শনার্থীরাও। হালাল খাবারের বেশ কয়েকটি স্টল বসেছিলো অ্যাডাম সেন্টারের নীচ তলাতে। শুধু ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই নয়, মাহে রমজানরের আগে মুসলিম কমিউনিটির একে অপরের সাথে দেখা হবার সুযোগ তৈরি হয়েছিলো এই আমিন-অ্যাক্সপোর মাধ্যমে।

post
আন্তর্জাতিক

ওমরাহ পালনে বয়স্কদের জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি সরকার

বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের জন্য ৯ হাজারেরও বেশি ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় ওমরাহকারীরা যেন সমস্যার সম্মুখীন না হন, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেট ও অ্যারাবিয়ান বিজনেসের। মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ২৪ ঘণ্টায় এই ইলেকট্রিক গাড়ির সুবিধা নিতে পারবেন। তানাকল (পরিবহণ) নামে একটি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন। এ ছাড়া অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। এ ছাড়া সৌদি কর্তৃপক্ষ মসজিদের কার্যক্রম নিরীক্ষণের জন্য রোবট এবং স্মার্টঅ্যাপের মতো উচ্চপ্রযুক্তির ব্যবহার করছে। 

post
সংবাদ

হজ যাত্রীদের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিল সৌদি

চলতি বছর হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক সেসব যাত্রীদের হজ করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর গালফ নিউজের। সোমবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষদিক থেকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের। সৌদির নাগরিক ও বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান। তবে করোনা মহামারির ২ বছর সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজ করতে যেতে পারেননি সৌদিতে। এখন অবশ্য আর সেই অবস্থা নেই। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে- এখন থেকে আর বিদেশি যাত্রীদের কোনো বিধিনিষেধের বাধায় পড়তে হবে না। 

post
শিক্ষা

শিক্ষায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট জরুরি বিষয়, দুবাইয়ে শিক্ষা সম্মেলনে বললেন ডব্লিউইউএসটি চ্যান্সেলর আবুবকর হানিপ

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে মানসম্মত শিক্ষা দিয়ে সারা বিশ্বের যে কোনো স্থানে কাজ করার উপযুক্ত করে তোলে। এখানকার দক্ষতাভিত্তিক শিক্ষার কারণে শিক্ষার্থীদের আজ ফ্রেশার হিসাবে কর্মজগত ঢুকতে হয় না। তারা মধ্য পর্যায় এমনকি সিনিয়র পর্যায় থেকেই তাদের কর্মজীবন শুরু করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উচ্চশিক্ষা বিষয়ক একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ডব্লিউইউএসটি'র চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। গত ৪ থেকে ৬ ডিসেম্বর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে তিনদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এডুকেশন ফোরাম। আবুবকর হানিপ বলেন, এখন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রিভিত্তিক জ্ঞান জরুরি। আর সে কারণে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার পাঠক্রমে ইন্ডাস্ট্রি নলেজের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এখানকার শিক্ষকরা তাদের একাডেমিক পাণ্ডিত্যের পাশাপাশি চার থেকে ৩০ বছর পর্যন্ত ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের শেখান। এটাই ডব্লিউইউএসটি'র বিশেষত্ব। "রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখানে একটি জরুরি বিষয়। শিক্ষার্থীরা যে অর্থ ব্যয় বা বিনিয়োগ করে লেখাপড়া করে তার সুফল যেনো কর্মজগতে ঢুকেই পেতে পারে সে ব্যাপারে জোর দেই আমরা," বলেন আবুবকর হানিপ। তিনি আরও বলেন, ডব্লিউইউএসটির শিক্ষার্থীরা আমেরিকান কর্পোরেট নলেজ নিয়ে বিশ্বের যেকোন স্থানে কাজ করার উপযোগী হয়ে ওঠে। বাংলাদেশ থেকে একটি বড় সংখ্যক শিক্ষার্থী এখন ডব্লিউইউএসটি-তে পড়ছে এমনটা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি যে কোনো শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশেষ সুবিধা। তিনি জানান, প্রতিটি শিক্ষার্থী তাদের প্রথম কোয়ার্টারে টুইশ্যান ফি'র ৫০ শতাংশ বৃত্তি পাচ্ছে। আর এরপর কোর্সের ফলের ভিত্তিতে ৩০ শতাংশ পর্যন্ত বৃত্তির সুবিধা রয়েছে। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি সঠিক গন্তব্য এমনট উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের ১২১টি দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিয়েছে এবং নিচ্ছে। এটি একটি মাল্টি কালচারাল ডাইভার্সিফায়েড ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীরা তাদের জীবন বোধকেও আন্তর্জাতিক করে তুলতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীরা যদি তাদের শিক্ষাজীবন শেষে বাংলাদেশেও ফিরে আসতে চায় তারা একটি আন্তর্জাতিক মান নিয়ে ফিরবে। যা তাদের জন্য তো বটেই দেশের জন্যও হবে বড় পাওয়া, বলেন আবুবকর হানিপ। বাংলাদেশ এডুকেশন ফোরাম এই সম্মেলনে দেশের ৪.৬ বিলিয়ন ডলারের উচ্চশিক্ষা খাতকে আন্তর্জাতিকতায় উত্তীর্ণ করার লক্ষ্যে একটি ক্যাম্পেইন শুরু করে। বাংলাদেশেরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই সম্মেলন যোগ দেয়। অংশ নেন বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধীরে ধীরে বাংলাদেশও বিকল্প উচ্চ শিক্ষার গন্তব্য হয়ে উঠছে। এরই মধ্যে কয়েক হাজার বিদেশি শিক্ষার্থী বাংলাদেশের বেশ কিছু মেডিকেল কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করছে। দিনে দিনে এই সংখ্যা আরও বাড়বে। এটি ছিলো বাংলাদেশ এডুকেশন ফোরামের এ ধরনের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। আন্তর্জাতিক শিক্ষার্থীরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজসহ সাধারণ ও বিশেষায়িত কলেজগুলোতে যাতে পড়তে আগ্রহী হয় সে লক্ষেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সম্মেলনে জানান আয়োজকরা। তারা বলেন, এতদিন বাংলাদেশ ছিলো নিছক শিক্ষার্থী রপ্তানিকারক এখন বাংলাদেশ শিক্ষার্থী আমদানিকারক হয়ে উঠতে চায়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কখনোই মন্দ কিছু ছিলো না, কিন্তু এ নিয়ে কিছু সাধারণ ধারণা প্রচলিত রয়েছে যা পরিবর্তন করতে হবে, বলেন শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান। শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে তিনি দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। এই কর্মসূচিতে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সত্ত্বাধিকারী, উপাচার্য, শিক্ষাবিদ, শিক্ষা-উপদেষ্টা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ এতে অংশ নিয়ে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। দেশের ভবিষ্যত বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশ (এপিইউবি) এই ফোরামের সঙ্গে রয়েছে। বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এখন ইউএই, সৌদিআরবের মতো দেশগুলোতে তাদের ক্যাম্পাস প্রতিষ্ঠার কথা ভাবছে, জানানো হয় এই সম্মেলন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. এম সবুর খান বলেন, বাংলাদেশের উচ্চ শিক্ষা খাতের জন্য এটি একটি বড় খবর। আন্তর্জাতিক বাজারে রিসোর্স ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়গুলো এরই মধ্যে ভূমিকা রেখে আসছে। এমন একটি ব্যবস্থার মাধ্যমে সে সুযোগ আরও বাড়বে। শিক্ষাখাত দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিক হিসেবে উন্মোচিত হতে পারে। যার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে এবং বর্তমান সঙ্কট থেকে বেরিয়ে আসবে, বলেন তিনি। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত নন রেসিডেন্ট বাংলাদেশিদের সাফল্যের কথা উল্লেখ করে ড. সবুর খান বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এখন কাজ খোঁজার চেয়ে তরুনদের উদ্যোক্তা, ব্যবসায়ী হিসেবে আগ্রহী করে তুলতে হবে। উদ্যোক্তারাই তখন নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে। 

post
এনআরবি বিশ্ব

দেশে ফেরার ১০ দিনের মাথায় রেমিট্যান্স যোদ্ধা খুন গাজীপুরে

জমির সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে মো. মোবারক হোসেন (৪০) নামের এক বিদেশ ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার সকাল ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দশ দিন আগে সৌদি আরব থেকে থেকে বাড়ি ফিরেছেন। প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল নামের একজন তাকে ছুরিকাঘাত করেন বলে স্বজনরা জানিয়েছেন। নিহত মোবারক হোসেনের প্রতিবেশী ও সিংহ শ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য হাদিউল ইসলাম যুগান্তরকে জানান, কয়েকদিন আগেই মোবারক হোসেন বিদেশ থেকে বাড়ি ফিরেন। বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল ও রফিকুলের সঙ্গে শনিবার সকালে মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন। ইউপি সদস্য হাজিউল আরও বলেন, কিশোরদের কাছে খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মোবারক হোসেনকে গুরুতর আহত অবস্থায় একটি পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা করা হয়। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন জানান, মৃত অবস্থায় মোবারক হোসেনকে হাসপাতালে আনা হয়েছে। কাপাসিয়া মডেল থানার ওসি এ এফ এম নাসিম বলেন, আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশে বিমান যাত্রীর ব্যাগ থেকে আড়াই লাখ দিরহাম উদ্ধার

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলী নামের শারজাহগামী এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।বাংলাদেশি টাকায় উদ্ধারকৃত দিরহামের মূল্যমান ৭৩ লাখ টাকার বেশি।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।আজ শুক্রবার সকালে মোহাম্মদ আলীর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চড়ে শারজাহ যাওয়ার কথা ছিল।শুল্ক গোয়েন্দাদের ধারণা, আটক মোহাম্মদ আলী কোনো আন্তর্জাতিক মুদ্রা পাচার দলের সদস্য। কারণ হিসেবে তারা জানান, ২০১৮ সালের মার্চে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তিনি মোট ৬টি আন্তর্জাতিক রুটে চলাচল করেছেন।

post
এনআরবি বিশ্ব

দুবাইয়ে তিন দিনব্যাপী বইমেলা শুরু ৪ নভেম্বর

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। তিন দিনব্যাপি বইমেলা শুরু হচ্ছে শুক্রবার (৪ নভেম্বর)। ইতোমধ্যেই মেলার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত এই বইমেলা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলায় ঢাকা থেকে যোগ দিচ্ছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা। প্রবাসে অবস্থানরত কবি-সাহিত্যিকদের মানসম্মত বই যাচাই বাছাই করে মেলায় উপস্থাপনের জন্য জায়গা করে দেওয়া হচ্ছে। আগামী ৪, ৫, ও ৬ নভেম্বর আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। এই বইমেলা নিয়ে বাংলাদেশের বইপাড়ায়ও শুরু হয়েছে তোরজোড়। মেলায় যেখানে ৫০টি স্টল বরাদ্দ রাখার কথা ছিল সেখানে চাহিদার কারণে স্টল সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭৩টি। মেলাটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ইতিমধ্যে মেলার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈচিত্রতা নিয়ে আসার জন্য একটি সৃজনশীল টিম অবিরাম কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক আয়োজনকে মনমুগ্ধ করে তোলার জন্য বাংলাদেশি ও পশ্চিম বাংলার শিল্পীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। কনস্যুলেট সুত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য বইমেলা ছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এই দিন মেলায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। সার্বিক বিষয়ে বি এম জামাল হোসেন বলেন, কনস্যুলেট প্রাঙ্গণে এই প্রথম তিন দিনব্যাপি বইমেলার আয়োজন করা হচ্ছে। বস্তুত, আমাদের উদ্দেশ্য মানসম্পন্ন লেখক তৈরি করা এবং পাঠক আগ্রহ সৃষ্টি করা। আমরা ইতোমধ্যে প্রবাসীদের থেকে সন্তোষজনক সাড়া পেয়েছি। বাংলাদেশ বইমেলা স্থায়ী প্রবর্ত্তন করা এবং আগামীতে এই মেলায় পরিসর আরও বাড়ানোর ও প্রতি বছর নভেম্বর করার পরিকল্পনা রয়েছে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি সন্তোষজনক। সবকিছু ঠিক থাকলে কাল যথাসময়ে মেলার উদ্বোধন হবে। প্রেসক্লবা ইউএই সভাপতি শিবলী সাদিক বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বইমেলা প্রবাসীদের জন্য এক নতুন বার্তা। এই বইমেলার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নানা কিছু বহিঃবিশ্বে ছড়িয়ে পড়বে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রকাশ পাবে সৃজনশীলতা। বিনিময় হবে একাধিক দেশের সংস্কৃতি। তিনি আরও বলেন, বাঙালি বা বাংলাদেশি সংস্কৃতির বর্ণাঢ্য ইতিহাস প্রসঙ্গে জানতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন। বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি প্রবাসী শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। সংযুক্ত আরব আমিরাতবাসীর মধ্যে সৃষ্টি হবে বাংলাদেশ প্রসঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমাদের প্রত্যাশা এই বইমেলা সফল হোক, সাথে আমাদের ভাবমূর্তিও উজ্জ্বল হোক।

post
এনআরবি বিশ্ব

আমিরাতের 'বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের' আয়োজনে পণ্যমেলা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে 'বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের' আয়োজনে দিনব্যাপী পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে এ মেলার আয়োজন করা হয়। মেলায় আমিরাত সরকারের নিবন্ধিত ক্ষুদ্র ও মাঝারি ধরনের ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে দেশীয় পোশাক, পাটজাত পণ্য, জুতা, ব্যাগ, খাবার, মসলা, প্রসাধনী, পাহাড়ি বস্ত্রসহ নানা পণ্য স্থান পায়। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো। মেলার উদ্বোধন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখায় নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ প্রবাসে ব্যস্ততার মাঝেও কীভাবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সাফল্য তুলে ধরা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। নারী উদ্যোক্তারা অনলাইন ও অফলাইনে ব্যবসা পরিচালনায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ৷ উদ্যোক্তা আবাদা বুশরা বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে লাইসেন্স পেয়ে আমরা ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।' 'আমরা প্রত্যাশা করি ছোট ছোট উদ্যোগ দূর প্রবাসে নারীদের অনেক বড় সফলতা এনে দেবে,' যোগ করেন তিনি। আরেক নারী উদ্যোক্তা সুলতানা বিলকিস বলেন, 'আমিরাতে আইন মেনে যে কোনো ব্যবসা নিরাপদ। লাইসেন্স নিয়ে আমরা ঘরে বসে ব্যবসা পরিচালনা করছি। পরিশ্রম ও সততায় অনেকেই এখানে সফল হচ্ছেন।' মেলায় অংশ নেন নারী উদ্যোক্তা নিশা মোহাম্মদ, কামরুন্নেছা, নাজমা সুলতানা, রোকসানা মজুমদার, দুলালী হোসেন, নাজমান নাহার বুবলী, আবাদা বুশরা, সাদিয়া হায়দার, সাবেরা সনি কোরাইশি, নাসরীন সুলতানা, তানিয়া সালাহউদ্দিন, নাসরীন আক্তার, ফেরদৌসী আক্তার, সুলতানা বিলকিস, রাবেয়া বাসরী এবং ফাতেমা জাহান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.