সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিং কন্ট্রাক্টটিং ব্যবসায় দিন দিন বাংলাদেশী ব্যবসায়ীদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে উন্নতির শিখরেও পৌঁছেছেন অনেক ব্যবসায়ী। আর তাদেরই একজন চট্টগ্রামের মোঃ বেলায়েত হোসেন। নির্ভরযোগ্য কাজের মাধ্যমে স্থানীয়দের কাছে সুনাম অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড়শ বাংলাদেশীর।
জানা যায়, চট্টগ্রামের সন্দীপ উপজেলার মোঃ ইউসুফের ছেলে মোহাম্মদ বেলায়েত হোসেন। ১৯৯৭ সালে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে চাকুরীর মাধ্যমে শুরু করেন কর্মজীবন।
কয়েক বছর চাকুরীর পর তিনি তৈরি করেন অংশীদারী প্রতিষ্ঠান। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছুদিন পর গড়ে তোলেন নিজস্ব একক প্রতিষ্ঠান।
শারজাহ প্রদেশের মাদাম এলাকায় গড়ে তুলেছেন, " লুলুয়াত আল মাদাম বিল্ডিং কন্ট্রাক্টটিং, "দেওয়ার আল মাদাম বিল্ডিং মেটিরিয়ালস, ও "রুকন আল গারাফ এলমুনিয়াম কন্ট্রাক্টটিংসহ চারটি প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বহু বাংলাদেশির। বর্তমানে সপরিবারে তিনি বসবাস করছেন মাদাম শহরেই।
ব্যবসায়ীদের জন্য আমিরাত স্বর্গরাজ্য হলেও বর্তমানে বাংলাদেশী ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। এই সমস্যার সমাধান হলে দেশটিতে বাংলাদেশীদের ব্যবসা ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে জানান সফল এই রেমিটেন্সযোদ্ধা।