post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সের কোয়া কোয়ার কেস্টেল শহরে মো. শামসুল আলম নামে একজন প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শামসুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার হন।নিহতের বোনের স্বামী কিরন জানিয়েছেন, চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে এসে মাথায় এবং বুক বরাবর প্রায় ৫ রাউন্ড গুলি করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করেই স্থান ত্যাগ করে।এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত শামসুল আলমের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির আলিপুরে। বাংলাদেশে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে আলমের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

post
আন্তর্জাতিক

সুদান-দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতা, নিহত ৫২

সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চলে হামলা ও সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে গত সপ্তাহান্তে আবেই অঞ্চলে নারী ও শিশুসহ ৫২ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা সোমবার জানিয়েছেন। সুদান এবং দক্ষিণ সুদান উভয়ই তাদের যৌথ সীমান্ত বরাবর তেল সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে। আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানিয়েছেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা প্রতিবেশী আবেইতে হামলা চালায়। সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে এই ধরনের হামলা চলছে এবং সর্বশেষ এই হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। হামলায় নিহতদের পাশাপাশি আরও ৬৪ জন আহত হয়েছেন।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী। স্থানীয় প্রবাসীরা জানান, জোহানেসবার্গের হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন ঘটনার সময় দোকানে সামনে হাতে মোবাইলে ব্যস্ত ছিলেন। এসময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসী জনসম্মুখে লিটনকে পেছন থেকে দুই রাউন্ড গুলি করে দৌড়ে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লিটনের গ্রামের  বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলায়।

post
এনআরবি বিশ্ব

জমকালো আয়োজনে নিউইয়র্ক মাতালো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

গত ২১ই জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের চিফ গেষ্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙ্গালী, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়াল সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "এনআরবিসি টিভি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের একটি প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইন্জিনিয়র খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আঁছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দু'টোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান। জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব , রিয়া , জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল । এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমান্য চিত্র দেখানো হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় । এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন "কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ । মনমাতানো গানের মুছনায় আর বাহারী বাঙ্গালীয়ানা খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
অভিবাসন

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করা হবে: প্রতিমন্ত্রী

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করে লিবিয়ায় বাংলাদেশ দক্ষ শ্রমশক্তি পাঠাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল মুতালিব এস.এম সুলিমান সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী এ কথা বলেন। সময় দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, দায়িত্বশীল অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়। এর আগে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান লিবিয়ার রাষ্ট্রদূত সুলিমান। বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

post
এনআরবি লাইফ

দেশে হয়রানীর শিকার হচ্ছেন অনেক প্রবাসী

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন প্রায় দেড়কোটি প্রবাসী বাংলাদেশী। যাদের শ্রমে-ঘামে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতির চাকা। তাইতো এই অভিবাসীদেরকে বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। তবে বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি এ সংগ্রামীরা খোদ নিজ দেশেই হচ্ছেন নানাভাবে হয়রানীর শিকার। ভূক্তভোগীরা বলছেন, সকল ক্ষেত্রেই অধিকার বঞ্চিত হচ্ছেন তারা। আর স্বাধীনতার ৫০ বছর পরও এমন ঘটনাকে হতাশাজনক মনে করছেন প্রবাসীরা।সংশ্লিষ্টরা জানান, জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি এই রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার। কেউ আবার নিকট স্বজনের থেকেও পাচ্ছেন প্রতারণার তিক্ত স্বাদ। এদিকে প্রবাসীদের আইনী সমাধানের ক্ষেত্রেও হয়রানীর শিকার হতে হয় বলে জানান লেবানন প্রবাসী মশিউর রহমান টিটু। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরেও সাধারণ নাগরীকদের অধিকার না থাকাকে,কলঙ্কের মনে করছেন বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল। প্রবাসীদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও তারা সেই মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মনে করছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী এস কে আহমেদ আলীসহ অনেক বাংলাদেশী।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম রাজিব নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় অঞ্চলিক সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই কামরুল ইসলাম রাজিব মারা যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথেই মৃত্যু হয় রাজিবের, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘ বছর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন।

post
এনআরবি লাইফ

আফ্রিকা ও ম‌দিনায় দুই বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর গন্ডামারা এলাকার আফ্রিকা মোজাম্বিক প্রবাসী ফজল হক ডাকাতের হাতে খুন এবং কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার সৌ‌দি আর‌বের মদিনায় সড়ক দুঘর্টনায় নিহত হয় মোঃ জয়নাল না‌মে এক যুবক। র‌বিবার রা‌তে পৃথক সম‌য়ে প্রবা‌সে এ ঘটনা ঘ‌টে ব‌লে সেখা‌নে অবস্থানরত প্রবাসী‌দের সু‌ত্রে জানা যায়। বাঁশখালীর গন্ডামারা ইউ‌নিয়‌নের মে‌হের আলী বা‌ড়ির ক‌বির আহম‌দের তৃতীয় পুত্র ফজল হক আফ্রিকা মোজাম্বিককে দোকা‌নে চাকু‌রি ক‌রে। ‌নিহ‌তের প‌রিবার সু‌ত্রে জানা যায়, র‌বিবার রা‌তে দোকানে আফ্রিকার ডাকাতদল দোকা‌নে হানা দি‌য়ে টাকা পয়সা নি‌য়ে তা‌কে বেঁধে আগু‌নে ফে‌লে দেয়। তা‌তে তার মৃত‌্যু হয় ব‌লে জানা যায়। অপর‌দি‌কে সৌ‌দি আর‌বের ম‌দিনায় সড়ক দুঘর্টনায় কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার মোঃ জয়নাল দুর্ঘটনায় ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয় ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়। সম্পাদনা: এ আর শাকিল

post
আন্তর্জাতিক

কেনিয়া ও সোমালিয়ায় বন্যায় প্রাণহানী অন্তত দুই শতাধিক লোকের

কেনিয়া ও সোমালিয়ায় টানা বন্যায় এ পর্যন্ত অন্তত দুই শতাধিক লোকের প্রাণহানী হয়েছে।  কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হয়েছে। অপরদিকে পূর্ব আফ্রিকার আরেক দেশ সোমালিয়ায়ও ভারী বৃষ্টি এবং বন্যায় শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় ও সোমালিয়ায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তায় কাজ করছে বিভিন্ন সংস্থা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.