post
সংবাদ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অবরোধ কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে তাদের রাজপথে সমুচিত জবাব দেয়া হবে। নির্বাচনের আগপর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।

post
এনআরবি সাফল্য

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ড. নিনা আহমেদ

ড. নীনা আহমেদ পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমোক্র্যাটিক পার্টি হতে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী হয়েছেন। ৭ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৯ জন প্রার্থী লড়াই করেছিলেন, যেখানে বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ অন্যান্যদের হারিয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন। এই পদের গুরুত্ব এত বেশি যে এটি শহরের মেয়রের মতোই সার্বিক ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং মেয়রের সমান্তরাল ক্ষমতা বহন করে। কাউন্সিলম্যান অ্যাট লার্জ হিসেবে ড. আহমেদ সিদ্ধান্ত গ্রহণে মেয়রের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করবেন। এই নির্বাচনে ড. আহমেদের পাশাপাশি আরও ৪ জন বিজয়ী হয়েছেন। ড. আহমেদ এর আগে ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিজয়ে, আমেরিকার বাংলাদেশি কম্যুনিটি আনন্দের সাথে উদ্বেলিত হয়ে উঠেছে এবং সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। এদিকে, মিলর্বন বরোর কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি, মোঃ নূরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নূরুল হাসানের এটি তৃতীয়বারের মতো জয়, এবং সালাহউদ্দিন মিয়া প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় এটি তাঁর জন্য নতুন মাইলফলক। মিলর্বন বরো এখন বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানে মেয়র, কাউন্সিলম্যানদের এবং ট্যাক্স কালেক্টর পদে বাংলাদেশি আমেরিকানরা বিজয়ী হয়েছেন। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া এই তিনজনের বিজয়ের জন্য তাঁদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই বিজয় নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

post
বাংলাদেশ

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে উদ্বোধন

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে এ অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন সরকারপ্রধান। উদ্বোধনের পর ট্রেনে উঠে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যান তিনি। তবে উদ্বোধন হলেও সর্বসাধারণের জন্য মেট্টোরেল চলাচল করবে রোববার (৫ নভেম্বর) থেকে। প্রথমে তিনটি স্টেশনে যাত্রী ওঠানামা করবে। এই স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। গত বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে। আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ সমাবেশকে ঘিরে ব্যাপক শোডাউন দেবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে লাখ লাখ কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবে বলে নেতারা জানিয়েছেন।

post
বাংলাদেশ

জ্বালাও পোড়াও বিএনপির উৎসবে পরিণত হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর

গেল ২৮ অক্টোবরে সারা দেশে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালাও, পোড়াও যেন তাদের উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।আজ শনিবার বিকেলে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতাবিরোধী ও খুনিদের মদদ দেয় বিএনপি। এ জন্য আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যায় মেতেছে। তবে দেশের মানুষের জন্য অগ্রগতি উন্নয়ন নিয়ে ভাবে তার দল ও তার সরকার। এজন্যই আওয়ামীলীগের আমলে দেশের এত উন্নয়ন হয়েছে। রাজধানী ঢাকার মানুষও আজ খুব সহজে সল্প সময়ে নগরীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে চেলে যেতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর দুপুর আড়াইটায় আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন তিনি। এসমেয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ২০০ আমন্ত্রিত অতিথি। মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৪১ মিনিটের দিকে মেট্রোরেলে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান। উদ্বোধনের পরদিন রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট। মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে। এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অবসান হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

post
বাংলাদেশ

সবজিতে স্বস্তি মিললেও,অস্থিরতা কাটেনি পেঁয়াজ ও আলুর বাজারে

বিএনপি ও তাদের মিত্রদের ডাকা হরতাল ও অবরোধের তেমন প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পরযন্ত।আলু আমদানির খবরে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও, খুচরা বাজারে চিত্র ভিন্ন। পেঁয়াজের দাম আবারো বেড়েছে। দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা-বিক্রেতারা। সরবরাহ ভালো থাকায় বাজারে শীতকালীন সবজির দাম অনেকটাই কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবজির দাম কেজিতে কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। আলু আমদানি অনুমোদনের পর,পাইকারি বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা বিক্রি হলেও, খুচরা বাজারে ৫৫ থেকে ৫৬ টাকা। অন্যদিকে,সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। ভোক্তা পর্যায়ে দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৩৫ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে,অপরিবর্তিত রয়েছে চাল,ডাল ও ভোজ্যতেল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম।

post
বাংলাদেশ

শোকাবহ জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তিনমাসেরও কম সময়ের মধ্যে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। স্বাধীনতাবিরোধী অপশক্তির চক্রান্তে দেশকে পিছিয়ে দিতে ইতিহাসের দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই কারাবন্দী জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করে স্বাধীনতাবিরোধী অপশক্তিরা।জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নভেম্বরের ৩ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তখন ছিলো মধ্যরাত। পূর্ব পরিকল্পনায় অতর্কিত হামলা। কারাগারে থাকা চার সূর্যসন্তানকে প্রথমে গুলি করে তারপর বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ, রিসালদার মুসলেহ উদ্দিনসহ খুনীচক্র বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্ত্বরাধিকারদের চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল।

post
বিনোদন

অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, বিকেল সাড়ে চারটায় হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘শুনেছি, একজন যুবক হিমুকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেই যুবক তার মোবাইলসহ পালিয়ে গেছেন।’ হোমায়রা হিমুর মরদেহ এখন উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন হোমায়রা হিমু। তবে কয়েক বছর ধরে অভিনয়ে খুব একটা নিয়মিত ছিলেন না। এ নিয়ে তাঁর মধ্যে একরকম অভিমানও কাজ করেছিল। বিভিন্ন সময় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ভিউ না থাকার কারণে তাঁকে সেভাবে অভিনয়ে সুযোগ দিতেন না পরিচালক ও প্রযোজকেরা। হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। ২০০৫ সালে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন হুমায়রা হিমু। টিভি নাটকে অভিনয় শুরুর পর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তাঁর অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলে। ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘বাটিঘর’, ‘শোনে না সে শোনে না’, ‘কমেডি-৪২০’, ‘চাপাবাজ’, ‘অ্যাকশান গোয়েন্দা’, ‘ছায়াবিবি’, ‘এক কাপ চা’, ‘এ কেমন প্রতিদান’, ‘হুলো বিড়াল’, ‘ছন্নছাড়া ৪২০’, ‘অ্যাম্বুলেন্স ডাক্তার’, ‘পাগলা প্রেমিক’ ইত্যাদি নাটকে দেখা গেছে তাঁকে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘আমার বন্ধু রাশেদ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় হিমুর। সিনেমাটিতে তরু আপা চরিত্রে দেখা যায় তাঁকে।

post
খেলা

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশ

এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে যাওয়া, এবং হারলে একরকম আর্ন্তজাতিক ফুটবল থেকে নির্বাসনে যেতে হবে, – এই কঠিন সমীকরণ নিয়েই ১৭ অক্টোবর ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নেমেছে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় ফুটবল দল। লাল-সবুজদের এই ম্যাচটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই বাস্তবতাও স্বীকার করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি বলেছেন, এই ম্যাচটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ম্যাচটিকে তিনি বলে রেখেছিলেন ‘ফাইনাল অব দ্য ইয়ার’ ম্যাচ। বাছাই পর্বের প্লে অফের দ্বিতীয় লেগের এমন ম্যাচে দশ জন নিয়েও বাংলাদেশ মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মূল গ্রুপপর্বে জায়গা করে নিতে মালদ্বীপের বিপক্ষে এ ম্যাচ জেতার বিকল্প ছিল না। মালেতে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় বসুন্ধরা কিংস অ্যারেনার এ ম্যাচ আসলেই পরিণত হয়েছিল ‘ফাইনালে’। সেই ফাইনাল ২-১ গোলে জিতেই বিশ্বকাপ বাছাইপর্বের মূলপর্বে জায়গা করে নিয়েছে হাভিয়ের কাবরেরার দল। প্রথমার্ধের খেলা ছিল ১-১ গোলে অমীমাংসিত। ১১ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সাদউদ্দিনের বাড়ানো বল ধরে ফয়সাল আহমেদ ফাহিম খুব ছোট অ্যাঙ্গেল থেকে চমৎকার এক কাটব্যাক করেন মালদ্বীপ বক্সে। তা থেকে গোল করে কিংস অ্যারেনাকে উল্লাসে মাতান রাকিব হোসেন। ৩৬ মিনিটে আইসাম ইব্রাহিমের গোলে সমতায় ফিরেছিল মালদ্বীপ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৫৯ মিনিটে সোহেল রানা জুনিয়র লাল কার্ড পেলে ম্যাচের বাকি সময়টা ১০ জন নিয়ে দরুণ লড়াই করেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে গেছে বাংলাদেশের ফুটবলাররা। মালদ্বীপও অবশ্য এ সময় গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। ম্যাচের শেষ প্রান্তে গিয়ে মালদ্বীপও দশ জনের দলে পরিণত হয়। বক্সের সামনে বাংলাদেশের ফরোয়ার্ডকে বাজেভাবে ফাউল করলে রেফারি মালদ্বীপের ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে দশজন নিয়েও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠল হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। কোচ কাবরেরা ম্যাচ শেষেও বলেছেন, মালদ্বীপকে হারিয়ে লক্ষ্য অর্জিত হয়েছে। এখন আরও বড় অর্জনের দিকে ঝাঁপাতে প্রস্তুত বাংলাদেশ দল। সেই অর্জনের পথটা কঠিন। গ্রুপপর্বে বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া, লেবানন, ফিলিস্তিনের বিপক্ষে।

post
আন্তর্জাতিক

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, ৫০০ জনের মৃত্যু

অবরুদ্ধ গাজা শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যুর খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত ওই ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, মঙ্গলবার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ওই হামলায় তিনশর বেশি মানুষ নিহত হয়েছেন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ৫০০। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ওই হাসপাতালে বোমা ফেলার বিষয়ে বিস্তারিত তথ্য তাদের হাতে নেই। রয়টার্স লিখেছে, এর আগে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর দেয় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। গত কয়েক দিনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই স্কুল ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। হাসপাতালে বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশও গাজার বাস্তুচ্যুত বাসিন্দা। নিরাপত্তার আশায় তারা হাসপাতালের একটি হল এবং বাইরের মাঠে আশ্রয় নিয়েছিলেন। পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে ওই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে ব্যাখ্যা করেছেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েল রক্ষায় প্রস্তুত ২০০০ মার্কিন সেনা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির সংকটজনিত অবস্থার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্রায় ২০০০ সেনা প্রস্তুত রাখছে। এ তথ্য প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সাবরিনা সিং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের আগে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার বর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, এই সেনাদল যুদ্ধ করবে না। তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে লজিস্টিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, "ইসরাইলে মার্কিন সেনা প্রেরণের কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই।" যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নেওয়ার মূল কারণ হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজব। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.