সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অবরোধ কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে তাদের রাজপথে সমুচিত জবাব দেয়া হবে। নির্বাচনের আগপর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।