যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে স্থুলকায় মানুষের সংখ্যা
বর্তমানে স্থুলতা বা স্বাভাবিকের তুলনায় বেশি ওজন একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে এ সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্থুলকায় বা মোটা মানুষের সংখ্যা বাড়ছে।ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা ও ওকলাহোমা প্রদেশে সবচেয়ে বেশি স্থুলকায় মানুষ বসবাস করছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এই প্রদেশগুলিতে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্কের ‘বডি মাস ইন্ডেক্স’ বা বিএমআই ৪০ শতাংশ বা তার বেশি। রবার্ট উড জনসন ফাউন্ডেশনের স্বাস্থ্য-সংক্রান্ত দাতব্য সংগঠনের জেমি বাসেল মন্তব্য করেছেন, “সিডিসি-র সাম্প্রতিক তথ্য ভয়ানক।” তিনি পরিসংখ্যা দেখিয়ে বলেন, এক দশক আগে কোনও প্রদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থুলত্বের হার ৩৫ শতাংশ ছিল না, কিন্তু এখন এটি বাড়তির দিকে। অন্যান্য প্রদেশের মধ্যে যেগুলি স্থুলত্বের হার ৩৫ শতাংশ বা তার বেশি তা অ্যালাবামা, আরকানসা, ডেলাওয়্যার, জর্জিয়া ইত্যাদি। স্থুলত্বের প্রকোপ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি প্রকাশ পায়। কৃষ্ণকায়, হিস্পানিক, আদিবাসী আমেরিকান ও আলাস্কার মূলনিবাসীদের মধ্যে এ হার তুলনামূলকভাবে বেশি। যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশেই স্থুলত্বের হার অন্তত ২০ শতাংশ ছিল। স্থুলতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য বাড়তি সাহায্যের বিষয়কে “জরুরি অগ্রাধিকার” বলে অভিহিত করেছে সিডিসি।