post
অভিবাসন

বছরের শুরুতেই প্রবাসীদের সুখবর দিলো সৌদি সরকার

নতুন বছরের শুরুতেই প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার। দেশটিতে কোনো প্রবাসীর পাসপোর্ট আটকে রাখলে নিয়োগকর্তার সর্বোচ্চ ১৫ বছরের জেল ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান করা হয়েছে। নতুন এ নিয়মকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২০২০ সালে প্রথমবারের মতো সৌদি সরকার দেশটিতে থাকা প্রবাসীদের স্পনসরশিপ ব্যবস্থাকে উন্নত করতে শ্রম সংস্কার চালু করে। এরপর প্রবাসীদের কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগকর্তার অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তন, দেশ ত্যাগ এবং পুনঃপ্রবেশসহ নানান সুবিধা চালু করা হয়। এরপরও দেখা যায়, অনেক নিয়োগকর্তা প্রবাসীদের পাসপোর্ট আটক রেখে, অর্থ দাবীসহ অনিচ্ছার পরও নানাবিধ সমস্যার মুখোমুখি করেন। এবার এ সমস্যা সমাধানে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে দেশটি। নতুন করে বেশ কয়েকটি নিয়ম চালু করা হয়েছে। সৌদি আরবের একজন আইনজীবি জানিয়েছেন, নিয়োগকর্তা যদি কোনো প্রবাসীর পাসপোর্ট ফেরত দিতে অস্বীকার করেন, তবে এটি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি হিসেবে ১৫ বছরের জেল ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।  তিনি জানান, সৌদি আরবের আইন অনুযায়ী এটি মানবপাচার অপরাধের আইনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। সৌদি সরকারের এমন উদ্যোগ ভোগান্তি কমাবে বলে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরবে বর্তমানে প্রবাসীদের সংখ্যা এক কোটি ৩৩ লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় ২৮ লাখ।

post
অভিবাসন

মালয়েশিয়ায় নিয়োগকর্তা কাজ না দিলে ৩০ বছর জেল

মালয়েশিয়ায় যেসব নিয়োগকর্তা শ্রমিকদের এনে কাজ দিতে পারছে না,তদন্তে অপরাধ প্রমানিত হলে তাদের লাইসেন্স বাতিলসহ, সর্বোচ্চ ৩০ বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে-জেআইএম এর মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। পরিচালক বলেছেন,তদন্তে দোষী সাব্যস্ত হলে নিয়োগকর্তার ৩০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং মানবপাচারের আরও গুরুতর অপরাধে বেত্রাঘাতও দেয়া হবে। জনগণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পুত্রাজায়ার অ্যান্টি-ট্রাফিকিং অ্যান্ড অ্যান্টি-মানি লন্ডারিং বিভাগের অপারেশনাল ইন্টেলিজেন্স ইউনিট, সোমবার সেলাঙ্গর রাজ্যের বন্দরনগরী কেলাং থেকে, কলিংভিসায় গিয়ে কাজ না পাওয়া ২১ বাংলাদেশিকে উদ্ধার করে। মানবেতর জীবনযাপন করা ওই ২১ বাংলাদেশি শ্রমিকদের সবার কাছে বৈধ ওয়ার্ক পারমিট ও ট্রাভেল ডকুমেন্টস ছিল। তবে তাদের সবার পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

post
অভিবাসন

বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ করেছে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন।পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো–প্যাসিফিক) অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করা, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

post
অভিবাসন

কঠোর পদক্ষেপের পরও অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যর্থ ইতালি

২০২৩ সালে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন প্রায় এক লাখ ৫৫ হাজার ৭৫০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। ২০২২ সালের তুলনায়অন্তত ৫০ শতাংশ বেশি।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, ভূমধ্যসাগর হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কমানোর ক্ষেত্রে তারা সফল হতে পারেননি। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সরকার নানা পদক্ষেপ নেয়ার পরেও ২০২৩ সালে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি। এদিকে, অনিয়মিত অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের অক্টোবরে ক্ষমতায় আসেন ইতালির ডানপন্থি রাজনীতিবিদ জর্জা মেলোনি। তাই অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করা ছিল প্রধানমন্ত্রী মেলোনির মূল লক্ষ্যগুলোর একটি। এরই ধারাবাহিকতায়, অভিবাসনপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়ের কারণে গত বছর ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে মেলোনি সরকার।

post
অভিবাসন

কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ আটক ৩১ অবৈধ অভিবাসী

রাজধানী কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ ৩১ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শহরের কেন্দ্রস্থল প্যাভিলিয়ন শপিং সেন্টার, জালান বুকিত বিনতাং এবং সুরিয়া কেএলসিসির আশপাশে বেশ কয়েকটি হটস্পটে অভিযান চালিয়ে ৩১ অভিবাসীকে আটক করা হয়।আটক অবৈধ অভিবাসীদের মধ্যে চারজন ইন্দোনেশিয়ান, ৮ বাংলাদেশি, ৬ ভারতীয়, ৪ পাকিস্তানি, ৪ নেপালি, ৩ ফিলিপিনো, একজন আফগান ও একজন সিরীয় নাগরিক। আটকদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন বিভাগ জানায়, রাত ৯টা ৩০ মিনিটে থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, আটকদের ভিজিট পাসের শর্ত লঙ্ঘনে ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আটকদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে। জাফরি বলেন, শহরের ওই হটস্পট এলাকায় অবৈধ অভিবাসীদের আগমনের বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহের এক সপ্তাহ পর এ অভিযান চালানো হয়। রাজধানীতে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান বাড়াবে বলেও জানান উপ-পরিচালক।

post
অভিবাসন

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার

বাংলাদেশীদের জন্যে অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব । রেমিট্যান্স প্রেরণেও বরাবরই প্রথম সাড়িতে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে নতুন বছরের শুরুতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার। এদিকে উন্নত বিশ্বের এ দেশটিতে খুলছে নতুন শ্রমবাজারের সম্ভাবনাও। তাই দক্ষ অভিবাসীর মাধ্যমে সেই সুযোগকে কাজে লাগানোর আহবান কমিউনিটি নেতাদের।জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন অন্তত ২০ লাখ বাংলাদেশী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ অবদান রাখছেন এ রেমিট্যিান্স যোদ্ধারা। তবে নানান কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশীরা। নতুন বছরের শুরুতেই অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দেশটির সরকার। দ্রূত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করা গেলে শাস্তির মুখে পড়তে হবে অভিবাসীদের।তবে দক্ষতা নিয়ে না যাওয়ার কারণে আরবের দেশটিতে অবৈধ বাংলাদেশীর সংখ্যা দিনদিন বাড়ছে,বলছেন এ কমিউনিটি নেতা।এদিকে উন্নত বিশ্বের এ দেশটিতে নতুন বছরে খুলছে ব্যবসা-বাণিজ্যের দুয়ার। তাই দক্ষ শ্রমশক্তি রপ্তানীর মাধ্যমে সেই সুযোগ লুফে নেয়ার আহবান প্রবাসী বাংলাদেশীদের।২০২৪ সাল সৌদি আরব প্রবাসীদের জন্যে চ্যালেঞ্জের। রাজতান্ত্রিক দেশটিতে বাংলাদেশীদের সতর্ক থাকার আহবান সংশ্লিষ্টদের।

post
অভিবাসন

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল কানাডা

বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেণ্টের ব্যাপক চাহিদার কারণে পাসপোর্ট জমা দেয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরও ৩০ দিন বাড়িয়েছে।ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান। তিনি জানান, আবেদনকারীদের ক্ষেত্রে এর অর্থ হলো- তাদের আইআরসিসি বিআইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে আরও ৩০ দিনের জন্য বৈধ থাকবে। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপয়েন্টমেণ্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে পারবে না, তাদের নতুন বিআইএল বা পাসপোর্ট জমা দেয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসিসির সঙ্গে যোগাযোগ করতে হবে। যে কোনো নতুন ইস্যু কেবলমাত্র ৩০ দিনের জন্য বৈধ হবে। আরো বলা হয়, শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। কুয়ালালামপুরের জালান বাংসারের আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানিয়েছেন,অভিবাসীদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪তলা ভবনটির ১২৫টি বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার মধ্যে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটক হওয়া ৫৬৭ জনের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপাইনের চারজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

post
অভিবাসন

১১ লাখ কর্মী বিদেশ গেলেও রেমিট্যান্স বাড়ছে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে এবছর ১১ লাখ কর্মী বিদেশ গেলেও রেমিট্যান্স বাড়ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, রেমিট্যান্স আনার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রলায়ের নয়। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ করলে রেমিট্যান্স স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ প্রবাসীকে সিআইপি অ্যাওয়ার্ড দিয়েছে সরকার। এছাড়া আরও দুইটি ক্যাটাগরিতে ১১ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তাদের এ সম্মাননা দেয়া হয়।অনুষ্ঠানে সিআইপি অ্যাওয়ার্ড পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন প্রবাসীরা। এসময় তারা দেশের অর্থনীতিকে শক্তিশালি করতে সবাইকে বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রমিকের তুলনায় বাংলাদেশে রেমিটেন্সের পরিমান খুবই কম। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, মন্ত্রলায় তার কাজ করে যাচ্ছে। তবে, রেমিটেন্স দেশে আনতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে তাদের কাজ করতে হবে।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান।

post
অভিবাসন

মালয়েশিয়ায় সব বিদেশি,অবৈধ অভিবাসী নয়

মালয়েশিয়ায় সব বিদেশি,অবৈধ অভিবাসী নন বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশনের পরিচালক শামসুল বদরিন মহসিন। তিনি বলেছেন, মালয়েশিয়ায় বিভিন্ন দেশের নাগরিক ব্যবসা,শিক্ষা, কাজ এবং ‘মাই সেকেন্ড হোম’ ক্যাটাগরিতে বসবাস করেন। এছাড়া ব্যাপক সংখ্যক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস আছে। দীর্ঘদিন ধরে বিদেশিদের বসবাসের ফলে নিজস্ব এলাকা, নিজস্ব ব্যবসা, মসজিদ, স্কুল ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারা। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি একথা বলেন। তিনি জানান, কুয়ালালামপুরের সমস্যা হলো,এখানে প্রচুর সংখ্যক বিদেশি। প্রায়ই এ বিষয়ে অভিযোগ আসে। কিন্তু পরিদর্শন করার পর দেখা যায়,তাদের বেশিরভাগেরই বৈধতা রয়েছে। বিদেশিদের দেখে স্থানীয়রা ধারণা করেন যে,তারা অবৈধ অভিবাসী। পুলিশ এবং কুয়ালালামপুর সিটি অথরিটি এ বিষয়ে কোনো কাজ করছে না বলে অভিযোগ আসায় অভিযান শুরু করা হয়। তবে বাস্তবতা হলো যে,বিদেশিদের সবাই অবৈধ নয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.