post
খেলা

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

টুর্নামেন্টের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ৮ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম শিরোপা নড়াইয়ে নামবে আফঈদা খন্দকাররা। লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হার একটা সম্ভাবনা তৈরি করেছিল নেপালের সামনে। হিমালয়ের দেশটি জিতলেই উঠতো ফাইনালে। ভারতের দরকার ছিল ড্র। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন সামর্থ্য দেখাতে পারেনি। এদিকে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে টিকেছিল নেপাল। ভারত শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে উঠে গেছে ফাইনাল। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিল ভারত।

post
খেলা

উদ্বেগের কিছুই দেখছেন না সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে জাতীয় ক্রিকেটারদের ব্যর্থতায় উদ্বেগের কিছু দেখছেন না সাকিব আল হাসান। তবে কেন উদ্বেগের কিছু নেই, সেই ব্যাখ্যা দিতে গিয়ে পিচের সমস্যা সামনে টানলেন সাকিব, বললেন- অনেক সময় জাতীয় ক্রিকেটাররা টানা খেলার কারণে ঘরোয়া লিগে রিলাক্সড হয়ে পড়েন।তিনি বলেন, ‘বিপিএল একটা টাফ কম্পিটিশন। এবারের পিচগুলোও খুব একটা আদর্শ না। গতবারের পিচ কিংবা কন্ডিশন দুটোই ভালো ছিল, অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না। স্বাভাবিকভাবেই জাতীয় দলের খেলোয়াড়রা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিলাক্সড হয়ে যায়। হয়তো এখান থেকে বিল্ডআপ করে বিশ্বকাপে ভালো করবে। আমার কাছে মনে হয় না, এটা নিয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।’সাকিব বলেন, দল হিসেবে গত এক দেড় বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করেছে। এ বছর যেহেতু বিশ্বকাপ আছে, আমি আশা করবো সবাই যেন ভালো করে।

post
খেলা

বিপিএল থেকে বিরতিতে যাচ্ছেন মাশরাফি

দল সিলেট স্ট্রাইকার্স ভালো করছে না। হাফফিট মাশরাফি বিন মর্তুজার এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। এদিকে মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সকে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আপাতত বিরতি নিলেও পুরো আসরেই মাশরাফিকে ছাড়তে চাইছে না সিলেট। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, এমন আশা তাদের। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফি ছিলেন খেলার মাঠে। মাশরাফি সংসদে ফিরবেন, এমনটা তাই প্রত্যাশিতই ছিল। এমনিতেই ধুঁকতে থাকা সিলেট মাশরাফিকে ছাড়া কেমন করে, সেটাই এখন দেখার।

post
খেলা

বিপিএলে প্রতি ম্যাচেই পুরস্কার জেতার সুযোগ দর্শকদের

শুক্রবার ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগকে আরো আকর্ষণীয় করে তুলতে এবার দর্শকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতি ম্যাচে একজন দর্শক 'ফ্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হবেন।দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে খুঁজে বের করা হবে ম্যাচের সবচেয়ে আগ্রহী দর্শককে। তার ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এর সাথে ছবি তোলারও সুযোগ পাবেন তিনি। তাছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচের সিগনেচার করা ব্যাট উপহার পাবেন নির্বাচিত সেই দর্শক। এমনকি 'ফ্যান অব দ্য ম্যাচের' ছবি BPL T20-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করা হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১ মার্চের ফাইনালের মধ্য দিয়ে ৭ দলের এই আসরের পর্দা নামবে।

post
খেলা

বিপিএল থেকে সরে দাঁড়াতে চায় কুমিল্লা

টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এসে বিপিএল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো বর্তমান ও চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদি এবারের আসর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে গভর্নিং কমিটি রাজস্ব ভাগাভাগি না করে তাহলে আগামী আসর থেকে কুমিল্লা আর বিপিএলে অংশগ্রহণ করবে না জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।নাফিসা কামাল জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান কাঠামো পরিবর্তন করা না হলে আগামী আসর থেকে কুমিল্লার পক্ষে বিপিএলে অংশগ্রহণ করা সম্ভব হবে না। বিপিএলের বর্তমান কাঠামো অনুসারে, টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটস থেকে গভর্নিং কমিটি যেই রাজস্ব আয় করে সেই অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করে না সংস্থাটি। ২০২২ সালের আসরের আগে এনিয়ে আলোচনা হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। ২০১৯ সাল থেকেই নাফিসা কামাল দাবি করে আসছেন টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটস থেকে গভর্নিং কমিটি যেই রাজস্ব আয় করে সেটি যেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়। পরে এটি নিয়ে বৈঠক হলেও চার বছরেও এর কোনো সমাধান হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নাফিসা বলেন, ‘হ্যাঁ, শতভাগ। আমি বিপিএলে থাকব না (যদি আয় ভাগ না হয়)। টিকিট রাইট্স, গ্রাউন্ড রাইটস এবং মিডিয়া রাইটস- এ তিন রাজস্বের একটি অংশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স চায়।’ ২০২২ সালের শিরোপা জয়ের পর নাফিসা বলেন, তারা কবে আমার সঙ্গে আলোচনায় বসেছে, সেটি আমি ভুলে গেছি। এ বছর আমি তাদের বলেছি সামনাসামনি বসে একটি সভা করতে। কিন্তু সেটি তারা করেনি।

post
খেলা

মানহানির মামলায় পড়লো ধোনি

সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ এনে নিজের ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার মানহানির অভিযোগ এনে সেই সহযোগীরাই মামলা করলেন ধোনির বিরুদ্ধে। সঙ্গে বিশাল অংকের ক্ষতিপূরণও দাবি করলেন তারা।ধোনির বিরুদ্ধে মামলার অভিযোগকারীরা হলেন, আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের দুই কর্ণধার মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস। ২০১৭ সালে তাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন ধোনি।তাদের অভিযোগ, ধোনি যে প্রতারণার অভিযোগ করেছেন সেটি মিথ্যা ও ভিত্তিহীন। সেই সঙ্গে ধোনি যেন এ ধরনের কোনো অভিযোগ বা মন্তব্য করতে না পারেন এবং সংবাদমাধ্যমে যেন এই ধরনের সংবাদ ছাপা না হয়, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন তারা। এর আগে জানুয়ারির প্রথম দিকে মিহির এবং সৌম্যার নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন ধোনি। অভিযোগে বলা হয়েছে, আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল আর্কা স্পোর্টসের। চুক্তি অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি। ধোনি শুরুতেই তাদের বিরুদ্ধে মামলা করেননি। প্রথমে দিবাকর এবং সৌম্যার সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তিনি। এরপর ২০২১ সালের মাঝামাঝিতে চিঠি দিয়ে আর্কা স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন ধোনি। তাতেও কাজ না হওয়ায় বেশ কয়েক বার আইনি চিঠিও দেওয়া হয় তাদের। তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার।

post
এনআরবি লাইফ

সিপিএএম ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার-সিপিএএম ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সালেহ আহমেদকে সভাপতি এবং সৈয়দ করিম রুমেলেকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ রাজু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মন্জুর হোসাইন ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক মির্জা জোনাককে নির্বাচিত করা হয়।লন্ডনের কেমডেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালন করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েম। এতে শুরুতে বিগত কমিটির কার্যক্রম ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এসময় বিদায়ী কমিটির সভাপতি মঞ্জুর উদ্দিন মোর্শেদ সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টা ও সাফল্যের তথ্য তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকলীন আহবায়ক মুরাদ আহমেদ,সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ সহ উপদেষ্টা মন্ডলী এবং সাবক ও বর্তমান কমিটির সদস্যরা। সিপিএএম বৃটেনের এথনিক মাইনরিটির মধ্যে প্রবাসী বাংলাদেশীদের জনপ্রিয় একটি সামাজিক সংগঠন।

post
খেলা

চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন সাকিব

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনো বাড়ে আবার কখনো কমে। বিপিএল শুরুর আগে আবারো সেই সমস্যায় বেড়েছে। আজ রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পড়ে এসেছিলেন সাকিব।চোখের জন্য প্রাথমিকভাবে দেশে চিকিৎসা নিয়েছেন সাকিব। তবে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, 'প্রাথমিকভাবে রুটিন চেক আপ করানো হয়েছে। সমস্যাটা এখনো আছে। কখনো কমে আবার কখনো বাড়ে।' এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’ সাকিব নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।' চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। সাকিবও আপাতত ভুগছেন সেই সমস্যা

post
এনআরবি প্রজন্ম

অস্ট্রেলিয়ায় নিজ উদ্যোগে ক্রিকেট ক্লাব গড়ে তুলেছেন কিছু তরুণ বাংলাদেশী

অভিবাসন বা উচ্চশিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন প্রায় লাখো বাংলাদেশি। তবে উন্নত বিশ্বের এ দেশটিতে কর্মব্যস্ততায় তারা হারিয়ে ফেলছেন নিজস্ব বিনোদন-সংস্কৃতি। তাই ব্যস্ত প্রবাসীদের জন্য কাজ করছেন কিছু তরুণ বাংলাদেশী। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কমিউনিটি ক্রিকেট ক্লাব। উদ্যোক্তাদের লক্ষ্য, ক্রিকেট পরাশক্তি দেশটিতে বাংলাদেশীদের ক্রিকেট উন্মাদনা ছড়ানো।শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক সভ্যতায় বিকশিত রাষ্ট্র অস্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এই দেশটিতে অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন লাখোও বাংলাদেশী। তবে দেশটিতে কর্ম ব্যস্ততায় এই স্বপ্ন বিলাসীরা হারিয়ে ফেলছেন নিজস্ব সংস্কৃতি। এদিকে কর্মে বিভোর এই প্রবাসীদের জন্য কাজ করছেন কিছু তরুন বাংলাদেশী। নিজ উদ্যোগে এই সেচ্ছাসেবীরা গড়ে তুলেছেন ক্রিকেট ক্লাব সহ নানান কর্মকান্ড। প্রবাসী বাংলাদেশীদের খেলাধূলায় যুক্ত করার জন্যে এই আয়োজন বলছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের মূল লক্ষ্য অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীদের একক প্লাটফর্মে যুক্ত করা। সেইসাথে ক্রিকেট পরাশক্তি দেশটিতে প্রবাসীদের মধ্যে ক্রিকেট উন্মাদনাসহ নিজস্ব বিনোদন ছড়িয়ে দেয়ার আশা করছেন এই বাংলাদেশী। অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের মাধ্যমে বিশ্বমানের ক্রিকেটার সৃষ্টির প্রচেষ্টা উদ্যোক্তাদের। তাই নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদের ক্লাবটিতে আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

post
খেলা

পরবর্তী বিসিবি প্রধান কে হবেন জানালেন পাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এর আগে গত বুধবার মন্ত্রী হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা চলছিল তবে কী বোর্ড সভাপতির পদটা ছেড়েই দেবেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি।সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে নতুন বিসিবি সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নামটাই ভেসে আসছে সবার আগে। জাতীয় ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া সদ্য সংসদ সদস্য হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও গুঞ্জন আছে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পর শুক্রবার দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়েছেন পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবি সভাপতির পদ একই সঙ্গে চালানো নিয়ে পাপন বলেন, 'আইনে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসাথে যদি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা এটা অস্বাভাবিক কিছু না।' আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই। পাপনের মনে ক্রিকেট সবসময় থাকবে, 'যদিও আমি বলে রাখি, আমি যদি এই ক্রিকেট বোর্ড, মন্ত্রণালয়ে নাও থাকি তাও ক্রিকেট সবসময় আমার সাথে থাকবে। এটা মন থেকে তো আর সরানো যাবে না। সেটা আছে কিন্তু ভালো হয় যদি আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে ভালো হবে কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আমি গুরুত্ব সবগুলোকে দিতে চাই। তবে প্রায়োরিটি ভিত্তিক।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.