post
অনুষ্ঠান

পর্তুগালে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

পর্তুগালে প্রথম বিভাগ ক্রিকেট লীগের অন্যতম শক্তিশালী দল ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মারতিম মুনিজ এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউরোপের চেইন রেস্টুরেন্ট জাহির কাবাব এর সৌজন্যে ক্লাবটির জার্সি সবার সামনে তুলে ধরা হয়। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব পর্তুগালের সভাপতি ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারন সম্পাদক আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাছলিম উদ্দীন, পর্তুগিজ এসেম্বলি মেম্বার সান্তা মারিয়া মাইওর মিস্টার কার্লোস ,জাহির কাবাবের সিইও ছেলিয়া এন্তোনেস, তরুণ কমিউনিটি নেতা ও প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার রনি হোসাইন , একাউন্ট ম্যানেজার রাকিব হাসান, মার্কেটিং ম্যানেজার মতাজ হুসাইন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ,সাধারন সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মাসুম আহম্মেদ ,পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক আবুল হোসেন আসাদসহ অন্যরা।

post
খেলা

রোমাঞ্চকর ম্যাচে ম্যানসিটির স্বপ্ন ভেঙে সেমিতে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগ, এ যেনো এক সূত্রে গাঁথা কোনো গোলকধাঁধা। স্প্যানিশ ক্লাবটির এমন অনেক মৌসুম গিয়েছে যেখানে লিগ, কাপে কাঙ্খিত ফলাফল না এলেও ইউসিএল তাদের দুহাত ভরিয়ে দিয়েছে। বরাবরের মতোই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হট ফেভারিট লস ব্লাঙ্কোসরা। ইতিহাদে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল আর টাইব্রেকারের রুপকথাময় থ্রিলারে শেষ হাসি রিয়ালের।বুধবার দিবাগত রাতে ম্যানসিটির মাঠে মুখোমুখি হয় রিয়াল ও সিটিজেনরা। আগের ম্যচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ ড্র তে নিষ্পত্তি হয়েছিল প্রথম লেগের খেলা। সিটির মাঠে রিয়াল লিড পেয়ে যায় ম্যাচের ১২ মিনিটেই। এডারসনের কাছ থেকে ফিরে আসা বলে টাচ করে জালে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।বিরতির পর দুদলই আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক আক্রমণ সাজানো সিটি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কেভিন ডি ব্রুইনের গোলে। জেরেমি ডকু পাস দেন ডি বক্সের ভেতরে। রুডিগার বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই বল পেয়ে যান ডি ব্রুইন। লুনিনের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল অমিমাংসীত। গোল করতে ব্যর্থ দুদলই। ফলাফল নির্ধারণের শেষ সুযোগ টাইব্রেকার পেনাল্টি।টাইব্রেকারে প্রথমে এগিয়ে থাকে সিটি। প্রথম শটে আলভারেজ লক্ষ্যভেদ করতে পারলেও রিয়ালের হয়ে ব্যর্থ লুকা মড্রিচ। কিন্তু এরপরেই গল্প মোড় নেয় অন্যদিকে। সিটির দ্বিতীয় শট নিতে আসে সিলভা। ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। আগের সতীর্থের মতোই ব্যর্থ কোভাসিচও। পিছিয়ে পড়ে সিটি। এরপর সিটি আর কোনো ভুল করেনি, ফিল ফোডেন ও এডারসন ঠিকই জালের দেখা পান। অপরদিকে সফল রিয়ালও। একে একে জুদে বেলিংহ্যাম, লুকাস ভাসকেজ ও নাচোর পর জাল খুঁজে পান রুডিগারও। পেনাল্টিতে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে উঠে টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।উল্লেখ্য, অপর কোয়ার্টারে আর্সেনালকে হারিয়ে সেমিতে ওঠে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে বাভারিয়ানদের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।

post
বাংলাদেশ

সুখবর দিলেন পেসার রুবেল

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেইসবুক পোস্টে নিজেই জানিয়েছেন এই আনন্দের সংবাদ। এর আগে রুবেলের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আবারও দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতাচ্ছেন বাগেরহাটের এই পেসার। তবে সবশেষ বিপিএলটা সুখকর ছিল না রুবেলের কাছে। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ২৮টি উইকেট। গেল কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল। পরে মাঠে ফিরলেও আর ফেরা হয়নি জাতীয় দলের হয়ে।

post
খেলা

মেসি-সুয়ারেজের গোলে জয়ে ফিরলো ইন্টার মিয়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএসএল) স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মিয়ামি। দীর্ঘ ৫ ম্যাচ পর জয়ে ফিরলো দলটি। দলের জয়ের দিনে গোল পেয়েছেন দুই তারকা মেসি ও সুয়ারেজ। সাবেক এই বার্সা জুটি একসাথে ঝলক দেখালেন মার্কিন মুল্লুকেও। ৫ গোলের থ্রিলার ম্যাচের শুরুটা করে অবশ্য স্পোটিং কানসাসই। ম্যাচের ৬ মিনিটেই মিয়ামির জালে বল জমা করেন এরিক থম্ময়। কানসাসের প্রথম গোলটি মিয়ামি শোধ করে ১৮ মিনিটে। গোলটি করেন দিয়োগো গোমেজ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৬ষ্ঠ মিনিটে মেসির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। কিন্তু মাত্র ৭ মিনিট পর এরিকের আরেকটি গোল দ্বিতীয়বার ম্যাচের ফলাফল সমতায় নিয়ে আসে। ম্যাচের ৭১ মিনিটে গোমেজের অ্যাসিস্টে মিয়ামির জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে মিয়ামি। উল্লেখ্য, এ জয়ে এমএসএল-এ পূর্বাঞ্চলীয় অংশের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেলো লিওনেল মেসির দল। নিউইয়র্ক রেডবুলসের সাথে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে লিওর দল।

post
খেলা

৬ বলে ৬ ছক্কায় ইতিহাসে নেপালি ক্রিকেটার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি রয়েছে কেবল বিশ্বের দুজন ব্যাটারের। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ইনিংসের ২০ তম ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন নেপালি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এমন নজির আছে প্রোটিয়া ব্যাটার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। শেষমেশ যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

post
সংবাদ

ঈদের দিনটাও ক্রিকেট মাঠে তারা

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। রমজান মাসে একমাসের সিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে পবিত্র এই দিনটি। মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য এবং আফ্রিকান বেশিরভাগ দেশেই ঈদ পালন হয়েছে গতকালই। বাংলাদেশের পাশের দেশ ভারতেও তিন রাজ্যে ঈদ হয়েছে গতকাল। বৃহস্পতিবার বাকি ভারতে চলছে ঈদের আমেজ। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করার ইচ্ছা পোষণ করেন মুসলমানরা। তবে এমন দিনেও পেশাগত কাজে অনেককেই থাকতে হয় পরিবারের বাইরে। ক্রিকেটারদের মাঝেও দেখা যায় এমন পরিস্থিতি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ঈদের দিন আছেন ভারতে। তার দল চেন্নাই সুপার কিংসের সঙ্গেই ঈদের দিন পার করছেন এই পেসার। তবে মুস্তাফিজ খেলার বাইরে থাকলেও ঈদের রাতে মাঠে নামতে হচ্ছে দুই মুসলিম ক্রিকেটার মোহাম্মদ নবী আর মোহাম্মদ সিরাজকে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাদের। মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারেন মোহাম্মদ নবী। অভিজ্ঞ এই ক্রিকেটারের দলে থাকা নিশ্চিত না। অন্যদিকে মোহাম্মদ সিরাজ বেঙ্গালুরুর বোলিং আক্রমণের মূল ভরসা। আসরে সব ম্যাচেই খেলেছেন তিনি। আজকের ম্যাচেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

post
খেলা

কাটার কারিশমায় পার্পল ক্যাপ ফিরে পেলেন ফিজ

যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেন তিনি। কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন কাটার মাস্টার খ্যাত ফিজ। সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশমাও দেখিয়েছেন তিনি। নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার দল চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স।চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন মুস্তাফিজ। ১৮তম ওভারে আক্রমণে এসে দেন ৯ রান। দারুণ সব স্লোয়ার-কাটারে বোকা বানান আন্দ্রে রাসেলকে। এরপর শেষ ওভারে আক্রমণে এসে মাত্র ১ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। শেষ ওভারে তার দেওয়া স্লোয়ার-কাটারের জবাব ছিল না স্টার্কদের কাছে। চেন্নাইয়ের হয়ে এ ম্যাচে তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নেওয়ায় আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট মুস্তাফিজের নামের পাশে। যে কারণে পার্পল ক্যাপ ফিরে পেলেন তিনি।

post
খেলা

মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা

ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে আসায় এক ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পায়নি চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলটি তাতেই হাড়েহাড়ে টের পেয়েছে ফিজের অভাব। এরপর মাঠে ফিরেই টাইগার পেসারের ঝলক। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস শেষে সতীর্থ রবীন্দ্র জাদেজার প্রশংসাও কুড়িয়েছেন ফিজ।মুস্তাফিজ-জাদেজাদের দাপুটে বোলিংয়ে চেন্নাইয়ে খেলতে নেমে আজ দিশেহারা ছিল কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচে বিজয়ী দলটি সর্বসাকুল্যে কেবল ১৩৪ রান তুলতে পেরেছে। তবে তাদের শুরুটা এমন ছিল না। সুনীল নারিন ও রঘুবংশীরা ঝড় শুরু করতেই আক্রমণে আসেন ফিজ। তার নিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে এরপর সুবিধা নিয়েছেন জাদেজা। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেছেন ৩ উইকেট। তবে ফিজকে কৃতিত্ব দিতে ভুল করেননি ভারতীয় এই স্পিন অলরাউন্ডার। মুস্তাফিজ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে পেয়েছেন পার্পল ক্যাপ। এখন পর্যন্ত চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ৯ উইকেট দখলে গেছে ফিজের। পুনরায় এই কীর্তি দখল নেওয়ার পর ইনিংসের বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।এসময় তিনি ফিজকে নিয়ে বলেন, ‘এ উইকেটে সে (মুস্তাফিজ) খুবই কার্যকরী। সে খুব ভালো স্লো বল করেছে, আমার মনে করি সে দুর্দান্ত করেছে।’ তবে শিশিরের কারণে পিচ থেকে কলকাতার ব্যাটারদের সুবিধা পাওয়ার কথাও জানান জাদেজা, ‘যখন শিশির জমতে শুরু করে, পিচের আচরণ বদলে যায়। তবে ব্যাটিংয়ের জন্য এটি সুবিধা করে দেয়। কিছুটা স্লো টার্ন ছিল, যদিও সেটাকে র‍্যাঙ্ক টার্নার বলা চলে না। বল ঠিকভাবে ব্যাটে যাচ্ছিল না, তাই স্টাম্প টার্গেট করে বোলিং করতে থাকি। এখন স্বাভাবিকভাবে খেললে আশা করি সহজেই আমরা ম্যাচটি জিতব।’

post
খেলা

ক্রীড়াঙ্গনে মোহামেডানের দিন

দেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনে ফুটবল, হকি ও ক্রিকেট লিগ চলছে একসঙ্গে। শনিবার ভিন্ন তিনটি ইভেন্টেই মোহামেডানের ম্যাচ ছিল। ক্রিকেট, ফুটবল ও হকি তিন ম্যাচেই মোহামেডান দুর্দান্তভাবে জিতেছে। মোহামেডানের জয়ের শুরুটা হয়েছিল সকালে ক্রিকেট দিয়ে। গাজী টায়ার্সকে মাত্র ৪০ রানে অলআউট করে সাদা-কালো শিবির। এক উইকেট হারিয়ে ৩৮ বলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মোহাডোন। ক্রিকেটের পর জয় এসেছে ফুটবলেও। তবে শেখ রাসেলের বিপক্ষে ফুটবলের জয়টি একটু কষ্টার্জিত। প্রথমার্ধে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে অবশ্য দ্বিতীয়ার্ধে দুই গোল করে ৩-১ ব্যবধানে শেখ রাসেলকে হারিয়েই মোহামেডান মাঠ ছাড়ে। দিনের শেষ জয়টি এসেছে হকিতে। বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৬-৩ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। এই জয়ে মোহামেডান ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।

post
খেলা

বসুন্ধরা কিংসের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের বড় জয়ের দিন ড্র করেছে ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জে কিংস ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং গোপালগঞ্জে ঢাকা আবাহনী ফর্টিজ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। শুক্রবার ড্রয়ে আবাহনী ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। তবে কিংসের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাড়িয়েছে নয় পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান আগামীকাল জিতলে আবাহনীর সঙ্গে দূরত্ব দাঁড়াবে চার পয়েন্ট। ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। লিগের নতুন দল ফর্টিজ এফসির বিপক্ষে আগের লেগে হেরেছিল আবাহনী। দ্বিতীয় পর্বেও হারতে হারতে ড্র করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ফর্টিজ ১-০ গোলে এগিয়ে ছিল অনেকক্ষণ। ইনজুরি সময়ে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.