‘বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না’, হুঁশিয়ারি তাসকিনের
ঘুম-কাণ্ড নিয়ে তোলপাড় চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন যার বিরুদ্ধে অভিযোগ সেই তাসকিন আহমেদ। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আসলে কী হয়েছিল, কেন টিম বাস মিস করেছেন, কেনইবা একাদশে ছিলেন না—সবকিছুর ব্যাখ্যা দিয়েছেন টাইগার এই পেসার।নিজের ফেসবকু পেজে দেওয়া এক পোস্টে টাইগার ভাইস ক্যাপ্টেন বলেন, ‘অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবে দেখবেন।’ যাচাই-বাছাই না করেই ‘তথাকথিত’ ক্রীড়া সাংবাদিকরা গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ তাসকিনের। তিনি বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।‘ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তাসকিন বলেন, ‘আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমরা সবাই সৎ ও পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ সত্ত্বা বা মানুষ হিসাবে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা না করে।’