post
খেলা

‘বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না’, হুঁশিয়ারি তাসকিনের

ঘুম-কাণ্ড নিয়ে তোলপাড় চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন যার বিরুদ্ধে অভিযোগ সেই তাসকিন আহমেদ। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আসলে কী হয়েছিল, কেন টিম বাস মিস করেছেন, কেনইবা একাদশে ছিলেন না—সবকিছুর ব্যাখ্যা দিয়েছেন টাইগার এই পেসার।নিজের ফেসবকু পেজে দেওয়া এক পোস্টে টাইগার ভাইস ক্যাপ্টেন বলেন, ‘অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবে দেখবেন।’ যাচাই-বাছাই না করেই ‘তথাকথিত’ ক্রীড়া সাংবাদিকরা গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ তাসকিনের। তিনি বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।‘ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তাসকিন বলেন, ‘আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমরা সবাই সৎ ও পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ সত্ত্বা বা মানুষ হিসাবে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা না করে।’

post
খেলা

যার ফোনকলে সিদ্ধান্ত বদলে ফেলেন দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত ছাড়ার আগেই কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্টেই দলের দীর্ঘ শিরোপাখরা ঘোচালেন। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ম্যান ইন ব্লুরা।ভারতের সঙ্গে আপাতত চুক্তি শেষ রাহুল দ্রাবিড়ের। ড্রেসিংরুমে তার বিদায়ী বার্তা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই ওয়ানডে বিশ্বকাপের পর রোহিত শর্মার একটি ফোনকলের কথা বললেন দ্রাবিড়। জানালেন সেই ফোনটি না পেলে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হতো না তার। ওয়ানডে বিশ্বকাপের পরই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে থাকতে বলে বিসিসিআই। দ্রাবিড় থাকতে রাজি হয়েছিলেন রোহিতের কথায়। বিদায় বার্তায় তেমনটাই জানালেন ভারতের সদ্য সাবেক এই কোচ। গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। তারপরই ড্রেসিংরুমে দ্রাবিড় বলেন, ‘রোহিত, তোমাকে ধন্যবাদ। গত বছর নভেম্বরে তুমি ফোন করে আমাকে থাকতে বলেছিলে। থেকে যেতে বলেছিলে। তোমাদের সবার সঙ্গে কাজ করাটা খুব আনন্দের। রোহিতকে আলাদা করে ধন্যবাদ। একজন কোচ এবং অধিনায়কের মধ্যে অনেক কথা হয়। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। কখনও আমাদের মতের মিল হয়, কখনও হয় না। তবে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সকলকে জেনেছি, চিনেছি, এটা আমার কাছে খুবই আনন্দের।’ দ্রাবিড় যখন তার বিদায়ী বার্তা বলছেন, তখন গোটা দল তার সামনে। দাঁড়িয়ে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তারা সবাই মুগ্ধ হয়ে দ্রাবিড়ের কথা শুনছিলেন। দ্রাবিড় নিজেও মানেন, তিনি খুব ভালো কথা বলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের পর শব্দ হারিয়ে ফেলেছিলেন তিনি।

post
খেলা

মালদ্বীপে আবারও জয় আনসার ভিডিপি হ্যান্ডবল দলের

মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের অনূর্ধ্ব ১৯ ডিএসসি হ্যান্ডবল দলকে ৪৬-২৭ গোলে পরাজিত করেছে।মালদ্বীপে অনুষ্ঠিত আন্তজার্তিক হ্যান্ডবল তিন ম্যাচের সিরিজে ৩টি খেলায় জয় তুলে নেন আনসার ভিডিপি দল। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আনসার ভিডিপির রবিউল আওয়াল। সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন মো: রবিউল আওয়াল। এছাড়াও রাকিবুল হাসান, সাকির শামির ইমন ৩০ টি করে গোল করেন। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালদ্বীপের ক্রিড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
খেলা

বাংলাদেশের দ্রুত মানব যাচ্ছেন প্যারিস অলিম্পিকে

২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক। আসন্ন অলিম্পিকে এখন পর্যন্ত বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আরচ্যার সাগর ইসলাম রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন।শুটার রবিউল ইসলামের পর আজ দ্রুততম মানব ইমরানুর রহমান ওয়াইল্ড কার্ড পেয়েছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন উভয়ই বিষয়টি নিশ্চিত করেছে। অলিম্পিকে সাতার ও অ্যাথলেটিক্স এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড দুই খেলার বৈশ্বিক ফেডারেশন প্রদান করে। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নামই প্রেরণ করেছিল। ফলে ইমরান অলিম্পিকে খেলবেন বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল। আজ বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বিওএ'কে জানিয়েছে। বাংলাদশে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন,‌ 'ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।' ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন। ইংল্যান্ড থেকে ফ্রান্স স্বল্প দূরত্ব। তাই ইমরান ইংল্যান্ড থেকেই প্যারিস যাবেন।

post
খেলা

বিশ্বকাপ জিতব, আগে থেকেই লেখা ছিল

গত এক দশকে তিন ফরম্যাটেই বৈশ্বিক ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত। তবে গতকালের আগে প্রত্যেকবারই হাতছোয়া দূরত্বে গিয়ে শিরোপা হাতছাড়া করেছে রোহিত শর্মার দল। অবশেষে যেন ভাগ্য বিধাতা ভারতের পানে তাকিয়েছে! রোহিত মানছেন যে, ভারত এবার শিরোপা জিতবে তা তাদের ভাগ্যে আগে থেকে লেখাই ছিল!ইনিংসের শেষ বলটা যখন মাঠের ভেতরে থেকেই ডেড হয়, তখন সঙ্গে সঙ্গেই কেনসিংটন ওভালের সবুজ ঘাসে উপুড় হয়ে শুয়ে পড়েন রোহিত। একটু পর হাত-পা দুদিকে দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে থাকেন। এরপর হাঁটু গেড়ে বসে থাকেন। তারপর একসময় ছোটাছুটি শুরু করেন মাঠের এদিক ওদিক। যাকে সামনে পাচ্ছিলেন তাকেই জড়িয়ে ধরছিলেন। ম্যাচের শেষ ওভার করা হার্দিক পান্ডিয়াকে তো কোলেই তুলে নিলেন। তার এমন উল্লাসই বলে দিচ্ছিল একটি শিরোপার জন্য কতোটা অপেক্ষা করেছিলেন তিনি ও তার দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'আমি বিশ্বাস করি, যা (ভাগ্যে) লেখা আছেই, তা হবেই। আমার মনে হয়, এটা লেখা হয়েই ছিল। তবে অবশ্যই, ম্যাচ শেষ হওয়ার আগে তো আর জানা যায় না যে, এটাই আছে লেখা। খেলাটাই এমন। নইলে তো আমরা অনায়াসেই এসে বলতে পারি যে, এটা ভাগ্যেই ছিল।'

post
খেলা

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক নিজেই পারফর্ম করতে পারেননি। একই সঙ্গে ভুগেছে দলও। তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে ১১২ রান, স্ট্রাইকরেট ৯২। এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ পারফর্মম্যান্স নিয়েও। শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন, 'আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহুর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা'

post
খেলা

এমন বাংলাদেশ দেখেননি তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশ দল শুক্রবার সকালে দেশে ফিরেছে। সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করার তিক্ত স্মৃতি নিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার বোলিং ইউনিট নিয়ে কথা বলেছেন বেশ উচ্ছ্বসিত কণ্ঠে। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ ভালো হয়নি বলেও জানিয়েছেন অকপটে।তাসকিন বলছিলেন, ‘হ্যাঁ ঠিক যে, ইতিবাচক দিকও আছে। পুরো টুর্নামেন্টে বোলাররা যথেষ্ট ভালো করেছে। (যার কল্যাণে) সুপার এইটেও উঠেছি। সর্বপ্রথম এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ দিক আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। সবার মতো আমরাও জানি, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’ ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক এই সময়ে বাংলাদেশকে স্বস্তির উপলক্ষ্য এনে দিয়েছেন বোলাররা। তাই স্বাভাবিকভাবেই বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করতে ভুললেন না তাসকিন, ‘বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই।’

post
খেলা

মালদ্বীপে বাংলাদেশ আনসার ভিডিপি হ্যান্ডবল বড় দলের জয়

বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে ৪১-২৭ গোলে পরাজিত করেছে। মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তজার্তিক এই সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দলটি জয় তুলে নেয়।আনসার ভিডিপির মো: রবিউল আউয়াল সর্বোচ্চ ১৫টি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও মোহাম্মদ রাকিবুল হাসান ৮টি, উচু থোয়াই মারমা, সাকিল, শামির, ইমুন, প্রত্যেকেই ৬টি করে গোল করেন। আগামী ২৮ই জুন মালদ্বীপ বিলুডু ইউনাইটেড এর সাথে সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সিরিজের শেষ ম্যাচ ৩০ই জুন মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল অনূর্ধ্ব ১৯ দলের সাথে খেলবে। এদিকে, খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই জয়ের ফলে প্রত্যাশা পূরণের একধাপ এগিয়ে যাবে বলেও মনে করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ভিডিপি ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং মো: জিয়াউল হাসান।

post
খেলা

বল টেম্পারিংয়ের অভিযোগে যা বললেন রোহিত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে অপরাজেয় থেকেই সেমিফাইনালে ওঠে ভারত। কিন্তু সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত বল টেম্পারিং করে বলে অভিযোগ তুলেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। যা নিয়ে সেমিফাইনালে নামার আগে জবাব দিয়েছেন রোহিত শর্মা। ইনজিকে উদ্দেশ্য করে ভারতীয় অধিনায়ক অপমানের সুরে বলেছেন, ‘কখনও কখনও মাথা খাটানো উচিৎ।’গত ২৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫তম ওভারে বল করছিলেন পেসার আর্শদীপ সিং। সেই ওভারে বলে রিভার্স সুইং করেছিলেন ভারতীয় এই বাঁ-হাতি পেসার। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেই রিভার্স সুইং কীভাবে করছেন আর্শদীপ– সেটাই প্রশ্ন ইনজির। সে কারণেই তিনি বল বিকৃতি করা হতে পারে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে বেশিকিছু বলবেন না উল্লেখ করেও রিভার্স সুইং নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক রোহিত। একপর্যায়ে ইনজামামের করা বল বিকৃতির অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘কী উত্তর দেব। আপনি যদি সূর্যের নিচে খেলেন, উইকেট শুষ্ক থাকে, কোনো কিছু ছাড়াই বল রিভার্স সুইং করে। সব দলের বোলাররাই রিভার্স সুইং পাচ্ছে। শুধু আমাদের বোলাররা নয়। মাঝেমধ্যে মাথা খাটানো উচিৎ। আপনাকে বুঝতে হবে, আমরা কোথায় খেলছি। আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় খেলছি না।’

post
খেলা

ওভারে ৪৩ রান দিয়ে ইংলিশ পেসারের বিশ্বরেকর্ড

এক ওভারের ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড অনেকেরই আছে। হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পরেও আরও কয়েকজন ক্রিকেটার সেই নজির গড়েছেন। আর ছয় ছক্কা হজম করা বোলারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম স্টুয়ার্ট ব্রড।ইংলিশ এই তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে। এবার ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন আরেক ইংলিশ পেসার ওলি রবিনসন। ১৭ বছর পর কার্যত তিনি মুক্তি দিলেন স্টুয়ার্ট ব্রডকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে বিব্রতকর ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন তিনি। সাসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের লুইস কিম্বার এক ওভারে ৪৩ রান তুলেছেন। লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.