অভিবাসন বা উচ্চশিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন প্রায় লাখো বাংলাদেশি। তবে উন্নত বিশ্বের এ দেশটিতে কর্মব্যস্ততায় তারা হারিয়ে ফেলছেন নিজস্ব বিনোদন-সংস্কৃতি। তাই ব্যস্ত প্রবাসীদের জন্য কাজ করছেন কিছু তরুণ বাংলাদেশী। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কমিউনিটি ক্রিকেট ক্লাব। উদ্যোক্তাদের লক্ষ্য, ক্রিকেট পরাশক্তি দেশটিতে বাংলাদেশীদের ক্রিকেট উন্মাদনা ছড়ানো।
শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক সভ্যতায় বিকশিত রাষ্ট্র অস্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এই দেশটিতে অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন লাখোও বাংলাদেশী। তবে দেশটিতে কর্ম ব্যস্ততায় এই স্বপ্ন বিলাসীরা হারিয়ে ফেলছেন নিজস্ব সংস্কৃতি।
এদিকে কর্মে বিভোর এই প্রবাসীদের জন্য কাজ করছেন কিছু তরুন বাংলাদেশী। নিজ উদ্যোগে এই সেচ্ছাসেবীরা গড়ে তুলেছেন ক্রিকেট ক্লাব সহ নানান কর্মকান্ড। প্রবাসী বাংলাদেশীদের খেলাধূলায় যুক্ত করার জন্যে এই আয়োজন বলছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের মূল লক্ষ্য অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীদের একক প্লাটফর্মে যুক্ত করা। সেইসাথে ক্রিকেট পরাশক্তি দেশটিতে প্রবাসীদের মধ্যে ক্রিকেট উন্মাদনাসহ নিজস্ব বিনোদন ছড়িয়ে দেয়ার আশা করছেন এই বাংলাদেশী।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের মাধ্যমে বিশ্বমানের ক্রিকেটার সৃষ্টির প্রচেষ্টা উদ্যোক্তাদের। তাই নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদের ক্লাবটিতে আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।