post
খেলা

টেস্ট শেষ মুশফিকের

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুত্বর হওয়ায় টেস্ট সিরিজে এই উইকেটকিপার ব্যাটারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও তাকে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।সোমবার শেষ ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচের পর স্ক্যান করা হয় মুশফিকের আঙুলের। সেখানে দেখা গেছে চিড়। সাধারণত এমন চোট সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। সে হিসেবে টেস্ট সিরিজে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।

post
এনআরবি লাইফ

গ্রিসে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

গ্রিসের এথেন্সে সুন্দরবন স্পোটিং ক্লাবের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা।বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ডাঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার খালেদ ও শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল। অনুষ্ঠানের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান। ইসমাইল হোসেন রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলা ,তাজুল ইসলাম ,হাজী আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান।

post
এনআরবি লাইফ

ওমানে মনি স্মৃতি গোল্ড কাপ ফাইনাল

ওমানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।দেশটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি আট টি দল। ওমান যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম তৌহিদের সভাপতিত্বে খেলা পরিচালনা করেন ওয়াহেদ আহমদ রাউজন। এতে অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক-সিআইপি, এনআরবি সিআইপি অ্যাসোয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি, গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নোমান, বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার শরিফুল আলমসহ অনেকে। খেলায় ফাইনালে ট্রাইবেকারে ৩-২ গোলে হামেরিয়া ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুরুম ফুটবল ক্লাব। পরে বিজয়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

post
এনআরবি লাইফ

গ্রিসে সুন্দরবন স্পোটিং ক্লাবের টুর্নামেন্ট

গ্রিসের এথেন্সে সুন্দরবন স্পোটিং ক্লাবের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা।বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ডাঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার খালেদ ও শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল। অনুষ্ঠানের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলা ,তাজুল ইসলাম ,হাজী আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসেন রানা প্রধান।

post
খেলা

মুশফিকের তোপে জিতল মোহামেডান

বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে নিজের পেস আগুনে প্রতিপক্ষকে পুড়িয়েছিলেন মুশফিক হাসান। এবার সেই ফর্ম তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও টেনে নিয়ে গেলেন। তার বোলিং তোপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও দলটির দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের সিরিজের কারণে নেই ডিপিএলে।বিকেএসপিতে মঙ্গলবার মুশফিকের সঙ্গে মোহামেডানের বোলিং আক্রমণে ভালো সঙ্গ দিয়েছেন আরেক পেসার আরিফুল ইসলাম। মুশফিকের চার আর আরিফুলের তিন শিকারে সিটি ক্লাবকে ইমরুল কায়েসের মোহামেডান ৪৩ রানে হারিয়েছে। আগে ব্যাটিং করে তারা ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। জবাবে সিটি ক্লাব ৪৬.২ ওভারে ১৯৭ রানে অল-আউট হয়ে যায়। আগে ব্যাট করতে নেমে মোহামেডানের ভিত গড়ে দেওয়া রান এনে দেন রনি তালুকদার। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। ডানহাতি এ ব্যাটারের ১০৮ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৪টি করে বাউন্ডারি ও ছক্কার মার। এছাড়াও ৮৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৬৭ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রুবেল মিয়ার ৩৩ এবং আরিফুলের ১৯ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউই। সিটি ক্লাবের হয়ে ৯.৩ ওভারে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা ও রাফসান আল মাহমুদ।

post
খেলা

ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত। ১০ মার্চের ফাইনালের আগে আজ গ্রুপের শেষ আনুষ্ঠানিক ম্যাচ ছিল বাংলাদেশ-ভুটানের। নেপালের কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ৬-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। এক ম্যাচ আগে ফাইনাল নিশ্চিত হলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটানের বিপক্ষে নামে বাংলাদেশ। ১৩ মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে সুরভী আকন্দ প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ৩৩তম মিনিটে বাংলাদেশকে দ্বিগুণ লিড এনে দেওয়া দুর্দান্ত গোলটি করেন ফাতেমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি-কিক বল জালে জড়ায়। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেড দিয়ে জাল খুঁজে নেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান সাথী মুন্ডা। বাঁ-প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন এই বাংলাদেশি উইঙ্গার। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। ৭৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতি একাই বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

post
খেলা

অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই ছিল ফাইনাল নিশ্চিত করার। মঙ্গলবার কাঠমান্ডুতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সুরভী আকন্দ প্রীতিরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। ভুটান ২ ম্যাচ হেরে বিদায় নিয়েছে। ভারত ও নেপালের ম্যাচের ফল নির্ধারণ করবে ফাইনালে কোন দেশকে পাবে বাংলাদেশ। ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। সুরভী আক্তার প্রীতি গোল করে ২-১ গোলে লিড এনে দেন ৭৯ মিনিটে। শেষ বাঁশির কিছুক্ষণ আগে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৮ মার্চ ভুটানের বিপক্ষে। ফাইনাল ১০ মার্চ।

post
খেলা

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন নান্নু

চলতি মাসেই প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রায় এক যুগ পর এই পদ ছাড়ছেন তিনি। তার জায়গায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবে গাজী আশরাফ হোসেন লিপু-হান্নান সরকার-আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেল। নান্নু-বাশারকে যখন নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হয় তখন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবিতেই রাখা হবে নির্বাচকের দায়িত্বে থেকে সরিয়ে দেয়া নান্নু ও হাবিবুল বাশার সুমনকে।  পরে সুমনকে আনুষ্ঠানিকভাবে নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হওয়া। তবে বাকি ছিল প্রধান নির্বাচক নান্নুর নিয়োগ। তবে সম্প্রতি বিপিএলের চট্টগ্রাম পর্ব চলাকালে নান্নু জানিয়েছিলেন হেড অব প্রোগ্রাম পদটি পছন্দ তার। যে পদে ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার ডেভিড মুরসে। এবার বিসিবিতে নিজের পছন্দের পোস্টেই নিয়োগ পাচ্ছেন নান্নু। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন। এ বিভাগে হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে মূলত কাজ করবেন নান্নু। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন তিনি। সার্বিকভাবে ক্রিকেটের সবকিছুর উন্নতিতেই চোখ থাকবে তাদের।  প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচক ছিলেন নান্নু। নানা আলোচনা-সমালোচনার পর গত ১২ ফেব্রুয়ারি বোর্ডসভায় তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবিতে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন নান্নু।

post
খেলা

বরিশালের জয়ে খুলনার বিদায়

বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেয়া ১৪২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে টপকে যায় তামিম ইকবালের দল। এতে দল হিসেবে আসরের শেষ চারের টিকিট কাটলো বরিশাল।বরিশালের জয় নিশ্চিত হওয়ায় কপাল পুড়লো এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্সের। ফলে সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনার ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। বরিশালের আগে রংপুর, কুমিল্লা ও চট্টগ্রাম নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ চারে যেতে হলে খুলনার জন্য ছিল নানা যদি-কিন্তুর হিসাব। কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে বরিশাল হারলে আর সিলেটের বিপক্ষে শর্ত অনুযায়ী বড় ব্যবধানে জিততে পারলে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বিজয়ের দলের। তবে কুমিল্লার বিপক্ষে বরিশাল জয় পাওয়ায় সরাসরি শেষ চার নিশ্চিত হলো বরিশালের। এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বরিশাল। চারে থাকা চট্টগ্রামের পয়েন্টও ১৪। আর সিলেটের বিপক্ষে খুলনা জয় পেলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১২। শুক্রবার মিরপুরে বরিশালের বিপক্ষে ধুকতে থাকা কুমিল্লা শেষদিকে জাকের আলীর ক্যামিওতে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জাকের ১৬ বলে ৪ ছয় ও দুই চারে ৩৮ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন। ১৪২ রানের লক্ষ্য তাড়ায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খেলেন ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও ছয় চারে। জয় থেকে ২০ রান দূরে থাকতে তামিম বিদায় নিলেও মাহমুদউল্লাহ ও সৌম্য জয় তুলে নিয়েই মাঠ ছাড়েন।

post
খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল হবে নিউজার্সিতে

৪৮ দলের অংশগ্রহণে তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ১১ জুন বিশ্বকাপ শুরু হয়ে ফাইনাল হবে ১৯ জুলাই। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দিয়ে শুরু হওয়ার পর ৩৯ দিনের আসরের সমাপ্তি হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে, ১৯ জুলাই।কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে টরেন্টোতে, যুক্তরাষ্ট্র দলের প্রথম ম্যাচ রাখা হয়েছে লস এঞ্জেলসে। ৩২ দলের বিশ্বকাপে এতদিন ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। এবার ৪৮ দলের আসরে তারা বেড়ে হচ্ছে ১০৪টি।গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩ ম্যাচ আয়োজন করবে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরিতে হবে খেলা।  টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ।৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। ডালাস ও আটলান্টায় দুই সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই। ১৮ জুলাই মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। এবং সবশেষে ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.