post
খেলা

আইসিসি অ্যাওয়ার্ডে বাংলাদেশের মারুফাকে ভোট দেবেন যেভাবে

২০২৩ সালে দারুণ বছর পার করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানো ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রাপ্তি খাতায় ছিল অনেক কিছুই। ফারজানার প্রথম সেঞ্চুরি, রাবেয়ার মাসসেরার পুরস্কারের পাশাপাশি অর্জনের খাতায় ছিলেন মারুফা আক্তারও। টাইগ্রেসদের বিগত বছরের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। আগ্রাসী বোলিং আর ভ্যারিয়েশনের কল্যাণে নিজেকে অনন্য করে তুলেছেন এই ক্রিকেটার। বিদায়ী বছরে ওয়ানডেতে ৯ এবং টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন তিনি।বছরব্যাপী দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন টাইগ্রেস এই পেসার। মারুফাকে সেরা হতে হলে লড়তে হবে আরও তিনজনের সঙ্গে। অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার মারুফার প্রতিদ্বন্দ্বী।মারুফাকে ভোট দেবেন যেভাবে :বাংলাদেশের মেয়ে মারুফাকে আইসিসির উদীয়মান নারী ক্রিকেটারের জন্য ভোট দিতে চলে যেতে হবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে Latest News অংশের নিচে এবং Videos অংশের ওপরে আছে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়নদের তালিকা। এছাড়া সরাসরি Awards অংশে গেলেও পাবেন বিভিন্ন ক্যাটাগরির বর্ষসেরা মনোনয়নের তালিকা। বিভিন্ন ক্যাটাগরির এই তালিকায় একেবারেই শেষে দেখা যাবে Women Emenging Cricketer of the Year 2023 অংশটি। তাতে ক্লিক করলেই আসবে চারজনের নাম। সেখানে মারুফার ছবিতে ক্লিক করলেই হয়ে যাবে ভোট প্রদান। ভোট দিতে চাইলে আইসিসিতে আপনার অ্যাকাউন্ট থাকা দরকার। যদি আগেই অ্যাকাউন্ট করা না থাকে, তবে মারুফার নামের উপর ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি বা লগ-ইন করার অপশন থাকবে। নিজের ইমেইলের জন্য দিয়ে সহজেই তৈরি করা যাবে অ্যাকাউন্ট। এই পর্যায়ে একবার রিফ্রেশ দিলে আবার চলে আসবে ভোট দেওয়ার সুযোগ।  

post
খেলা

জার্মান কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

অধিনায়ক ও কোচ হিসেবে জার্মানির হয়ে দুটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।সোমবার জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ বেকেনবাওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মাঠে তার দাপুটে উপস্থিতির জন্য নিজ দেশের ভক্ত-সমর্থকরা তাকে ডাকতেন কাইজার (সম্রাট) নামে।১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে তার কোচিংয়ে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি। জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও অসামান্য সফলতা উপভোগ করেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুমে টানা তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) উঁচিয়ে ধরেন।বেকেনবাওয়ার ক্যারিয়ার শুরু করেছিলেন মিডফিল্ডার হিসেবে। পরে খ্যাতির শীর্ষে আরোহণ করেন ডিফেন্ডার রূপে খেলে। বিভিন্ন ভূমিকায় খেলার অসামান্য সামর্থ্য ছিল তার। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও অবদান রাখতেন তিনি। আধুনিক ফুটবলে 'অ্যাটাকিং সুইপার' পজিশন আবিষ্কারের কৃতিত্ব সাধারণত তাকেই দেওয়া হয়।

post
খেলা

বাংলাদেশ খুব দ্রুত সময়ে ট্রফি জিতবে: সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে চলতি বছরের জুনে। এবারের আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পড়েছে ডি-গ্রুপ। টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশকে গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে হারাতে হবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে। সেই সঙ্গে নেদারল্যান্ডস চ্যালেঞ্জ জানাবে টাইগারদের। গত বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ। দেশকে একটি শিরোপা উপহার দেওয়ার জন্য প্রতিনিয়তি চেষ্টা করে যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন বিশ্বকাপের আগে জাতীয় দলের এই অধিনায়ক বলেছেন, ‘আমিও চাই, আমিও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আশা করি খুব দ্রুতই কিছু একটা হবে।’ আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে। প্রথমবারের মতো মাগুরা-১ আসন থেকে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব। জাতীয় নির্বাচনে ব্যস্ত থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এবং সূচি প্রকাশ হলেও সেদিকে তেমন খেয়াল রাখতে পারেননি সাকিব। এক প্রশ্নের জবাবে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেছেন, গ্রুপ আসলে কেমন হয়েছে বলার মত পরিস্থিতিতে আমি নেই। আমার সম্পূর্ণ নজর এখন নির্বাচন নিয়ে। জাতীয় নির্বাচন শেষে খেলার মধ্যে থাকলে সেটা নিয়ে চিন্তা করব।

post
খেলা

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যারা থাকছেন

নতুন বছরের শুরুতেই তারকা ক্রিকেটারদের নিয়ে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য চুক্তির তালিকায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ বেশ কিছু তারকা ক্রিকেটারের থাকার সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তিতে চমক হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিসিবির একটি সূত্রে জানা গেছে, নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা ক্রিকেট বোর্ডে জমা দিয়েছেন তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকরা। তারা ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার জন্য সুপারিশ করেছেন। কেন্দ্রীয় চুক্তিকে থাকতে চাননি জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। তবে বাজে পারফরম্যান্সের কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। ইঞ্জুরির কারণে বাদ পড়তে পারেন তারকা পেসার এবাদত হোসেন। কেন্দ্রীয় চুক্তির টেস্ট দলে থাকার সম্ভাবনা রয়েছে-সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, জাকির হাসান, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দীপুর। কেন্দ্রীয় চুক্তির ওয়ানডে দলে থাকার সম্ভাবনা রয়েছে-সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। কেন্দ্রীয় চুক্তির টি-টোয়েন্টি দলে থাকার সম্ভাবনা রয়েছে-সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, হাসান ও রিশাদ হোসেন।

post
খেলা

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের দৌড়ে মারুফা

২০২৩ সালে দারুণ বছর পার করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানো ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের এমন সাফল্যে বড় ভূমিকা ছিল তরুণ পেসার মারুফা আক্তারের। গেল বছর অভিষেকের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন টাইগ্রেস এই পেসার। মারুফা ছাড়াও তালিকায় আছেন আরও তিন জন। তারা হলেন- অস্ট্রেলিয়ার ব্যাটার পবি লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।

post
খেলা

বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজ ড্র করলো বাংলাদেশ

স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে বৃষ্টির ফাদে পড়ে ১-১ সমতায় বছরের শেষ টি-টোয়েন্টিটি সিরিজ ড্র করলো বাংলাদেশ।মাউন্ট মঙ্গানুয়েতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতলেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছিল আম্পায়াররা। শেষ টি-টোয়েন্টিও বৃষ্টি আইনে আটকে যায়। এদিন ভাগ্য সহায় হয় স্বাগতিক নিউজিল্যান্ডের। নিয়মের গ্যারাকলে বাংলাদেশকে ১৭ রানে হার মানতে হয়। শেষ দিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১১০ রানে।  নিয়মিত বিরতিতে উইকেট হারায়। সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক নাজমুল শান্ত।

post
খেলা

বর্ষসেরা ১০ ফুটবলারের তালিকায় না রাখায় রোনালদোর ‘প্রতিবাদ’

২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। সে তালিকায় বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ২০২২ সালের বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি হয়েছেন তৃতীয়।মেসিতে ফুটবলপ্রেমীরা কিছুটা আশ্চর্য হলেও যেখানে তারা একেবারে থমকে গেছেন সেটা হলো, তালিকার সেরা ১০ জনের মধ্যেও রাখা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। অথচ চলতি বছর তিনিই সবচেয়ে বেশি গোল করেছেন। এই বছর দেশ ও ক্লাব সবমিলিয়ে ৫৩টি গোল করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তারকা। অপরদিকে হালান্ড গোল করেছেন সবমিলিয়ে ৫২টি।সেরা ১০ এর তালিকায় না রাখার প্রতিবাদও করেছেন রোনালদো। পর্তুগালের একটি ক্রীড়া বিষয়ক সংবাদপত্র অ্যা বোলা'র ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা বর্ষসেরার তালিকায় কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন রোনালদো। সঙ্গে একটি লজ্জা ইমোজিও জড়িয়ে দেন তিনি। এর মাধ্যমে হয়তো নিজের ভেতরে জমা ক্ষোভের প্রকাশই করেছেন এই আল নাসর তারকা। তালিকায় স্থান পাওয়া একমাত্র পর্তুগিজ ফুটবলার হলেন বার্নান্দো সিলভা। তিনি অষ্টম স্থানে রয়েছেন। অথচ তালিকায় প্রথম দিকেই থাকার কথা ছিল রোনালদোর।

post
খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টির। মাউন্ট মুঙ্গানুইতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।১১ ওভারে ২ উইকেটে কিউইরা ৭২ তোলার পর নেমেছিল বৃষ্টি। রানরেট ছিল ৬.৫৪। ফলে বাংলাদেশের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোটামুটি সহজ লক্ষ্য পাওয়ার সম্ভাবনা ছিল। ১০ ওভারে ৮৫ রান কিংবা নিদেনপক্ষে ৫ ওভার করা গেলেও ৪৬ তাড়া করার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু অনেকটা সময় অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ানো যায়নি। ফলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ একই ভেন্যুতে ৩১ ডিসেম্বর। মাউন্ট মুঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেখ মেহেদী হাসানের স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তিনি। প্রথম ওভারে মেহেদী দেন ৯ রান। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই সাফল্য শরিফুল ইসলামের। এবারও বাংলাদেশকে শুরুতে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি এই পেসার। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের দ্বিতীয় বলে শরিফুলের ওপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কভারে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন (২)। তবে ওপেনিং সঙ্গী হারালেও মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরকে তটস্থ রাখছিলেন টিম শেইফার্ট। এগিয়ে যাচ্ছিলেন ঝোড়ো ফিফটির দিকে। তবে তার সে আশা পূরণ হতে দেননি তানজিম হাসান সাকিব। টাইগার পেসারের ওপর চড়াও হতে গিয়ে আকাশে বল তুলে দেন শেইফার্ট। অনেক ওপরে উঠা বল দৌড়ে এসে মিডঅফে দারুণভাবে তালুবন্দী করেন শান্ত। ২৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৪৩ রান আসে শেইফার্টের ব্যাট থেকে। ২ ওভারে ১৬ রান দিয়ে শরিফুল এবং সমান ওভারে ১৫ রান দিয়ে তানজিম সাকিব নেন একটি করে উইকেট। শেখ মেহেদী ২ ওভারে ১৫ আর মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৩ ওভারে তিনি খরচ করেন মাত্র ১০ রান।

post
খেলা

নতুন বছরে ক্রিকেট দলের যে খেলা থাকছে

২০২৩ সালে ২২ গজে বেশ ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। বছরের শেষ দিনটায়ও মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। বছর শেষ হলেই যে তাদের ব্যস্ততা ফুরোচ্ছে তা কিন্তু না। বরং আরো বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে ২০২৪।বছরের শুরুতেই আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। দেশের সবচেয়ে জনপ্রিয় আর ব্যয়বহুল ঘরোয়া আসর বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরের সবকিছুই ঠিক হয়ে গেছে। আগামী ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এই আসরের পর্দা নামবে পহেলা মার্চ। বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। ফেব্রুয়ারী-মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে টাইগাররা। ঘরের মাঠের এই সিরিজে রোডেশিয়ানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি আছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। তবে তাদের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না। জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া এই আসরে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। মূলত র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি এই মেগা আসরে অংশ নিচ্ছে টাইগাররা।জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। পাশাপাশি আফগানদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে টাইগাররা। এ সিরিজটি হতে পারে আরব আমিরাতে। আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে আপাতত সেখানেই ম্যাচ খেলে তারা।  আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে শুধুমাত্র ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করবে বাংলাদেশ। এ সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজের পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। তবে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে শুধুমাত্র ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সীমিত ওভারের কোনো ম্যাচ নেই। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এ সফরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। তাছাড়া ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও আছে।

post
বিশেষ প্রতিবেদন

ব্যস্ত সময় পার করছেন মাশরাফি

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে,ততই ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা।সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা  করেন তিনি। এ সময় তাকে দেখতে হাজার হাজার নারী-পুরুষ হাজির হয়, তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন । এসব পথসভায় মাশরাফি বিন মোর্তজা আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের জন্য আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকী কাজ আগামীতে করা হবে। আপনারা আমাকে ভোট দিলে কেন্দ্রে যাবেন না দিলো ও কেন্দ্র যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব¡ আপনারা নিবেন। নির্বাচনের পরে  আমি আপনাদের দায়িত্ব নেব। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ জেলা -উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরাসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশর মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.