গ্রিসের দক্ষিণ-পূর্ব উপকূলে সংকটাপন্ন একটি নৌকা থেকে ৭৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে,উদ্ধারের পর তাদের কাছের বন্দর নিয়ে যাওয়া হয়েছে। উপকূলরক্ষীরা জানিয়েছেন,মঙ্গলবার ভোরে পাইলোস শহরের দক্ষিণ-পশ্চিমে ১১২ নটিক্যাল মাইল দূরে একটি মাল্টিজ-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ নৌকাটিকে খুঁজে পায়। গ্রিসের অনুসন্ধান এবং উদ্ধার কর্তৃপক্ষের সমন্বিত এক অভিযানের পর নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে ওই এলাকায় ভাসমান একটি প্রমোদতরীতে তুলে দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে,তাদের গ্রিসের দক্ষিণের বন্দর কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন এবং তারা কোন উপকূল থেকে রওনা করেছিলেন, তা নিয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।