বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের দুর্গম দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। উপকূল থেকে আটক করে এসব অভিবাসীদের দুর্গম দ্বীগুলোতে পাঠানো হচ্ছে।
ইন্দোনেশিয়ার রোটে দ্বীপের পুলিশ প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রতিবেদনে বলা হয়, এসব অভিবাসীরা গত মাসে দুটি ছোট নৌকায় করে রোটে দ্বীপে আসেন। নৌকা দুটিতে ২২জন করে ৪৪ অভিবাসন প্রত্যাশি ছিলেন। এদের মধ্যে বেশির ভাগ পুরুষ নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন। এছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের ৮ রোহিঙ্গাও রয়েছেন। আটকৃতদের স্থানীয় পুলিশ সদর দপ্তরে হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়। এদিকে, নৌকায় আসা কোনো অভিবাসীকেই থাকার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।