ফ্রান্সের উত্তরের সোমে ডিপার্টমেন্টে অবস্থিত পিকার্দি উপকূলে শিশুসহ ৭০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ।
ফরাসি গণমাধ্যম ফ্রঁন্স ব্লু জানিয়েছে, সোমবার এই অভিবাসনপ্রত্যাশীরা পিকার্দি উপকূলের কাছে বিভিন্ন জঙ্গল, মাঠ এবং বাসাবাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। সেখান থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটক এই অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকায় চড়ে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক হওয়া অভিবাসীদের রেড ক্রসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে, তাদের মধ্যে কোন বাংলাদেশি অভিবাসী আছে কিনা তা এখনো জানা যায়নি।