টানা চতুর্থবারের মতো টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে টিউলিপ সিদ্দিকির ভবিষ্যত সফলতা কামনা এবং তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বৃহস্পতিবারের নির্বাচনে টিউলিপ সিদ্দিকি ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে লেবার পার্টি থেকে নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি প্রথমবার এমপি হয়েছিলেন।