ইতালিতে অভিবাসীদের উপর হামলার ঘটনা নতুন নয়। সম্প্রতি রাজধানী রোমে একই ঘটনায় আহত হয়েছেন, ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশীও।
নেক্কারজনক এসব ঘটনাকে বর্ণবাদী হামলা বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। এবার প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ইতালির বামপন্থী জোটের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলো। যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরাও। ওই হামলায় আহত বাংলাদেশি কবির জানান, স্থানীয় উশৃংখল কিছু যুবক অন্যায়ভাবে তাকে আঘাত করে। এ হামলার নিন্দা জানিয়ে প্রতিরোধের আহবান জানান, বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন ইতালি-বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন। এছাড়াও,ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় করার কথা জানান দেশটির প্রবীণ বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব নূরে আলম। এসময় বক্তারা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা নয় বরং ইতালীয়দের সাথে সুসম্পর্ক এবং সামাজিক বন্ধনে বিশ্বাস করেন প্রবাসী বাংলাদেশীরা।