কুয়েতে পুনরায় চালু হয়েছে ফ্যামিলি ও ভিজিট ভিসা। তবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বেড়েছে আইনের কঠোরতা।
নতুন নিয়মে এ ভিসা পেতে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও। ২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসা, আর ভিজিট ভিসার আবেদন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। তবে এই ভিসার আওতায় দেশটির বাংলাদেশিরা উপযুক্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কয়েক লাখ। দেশটির অর্থনৈতিক ও পর্যটন খাতকে এগিয়ে নিতেই এমন উদ্যোগ। সেই সাথে কুয়েতের প্রবাসীদের সামাজিক চাহিদার বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।