PeopleNTech Business Hosting
জেদ্দায় বাংলাদেশি শিক্ষার্থীদের রেজাল্ট সেলিব্রেশন, নাচে-গানে মাতলো ছেলে-মেয়েরা

জেদ্দায় বাংলাদেশি শিক্ষার্থীদের রেজাল্ট সেলিব্রেশন, নাচে-গানে মাতলো ছেলে-মেয়েরা


সৈয়দ আহমেদ ভুঁইয়া, সৌদিআরব থেকে: সৌদিআরবে যে বাংলাদেশিরা রয়েছেন তাদের অনেকেরই সন্তান লেখাপড়া করে এখানকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে। এই স্কুলের ইংরেজি শাখা, জেদ্দা থেকে ২০২০ ও ২০২১ সালে যে সব বাংলাদেশি শিক্ষার্থী ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন- আইজিসিএসই তে সেরা কৃতিত্ব দেখিয়েছে তাদের রেজাল্ট সেলিব্রেশন হয়ে গেলো শুক্রবার (৪ ফেব্রুয়ারি)।  

উল্লেখ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল সৌদি আরবে আইজিসিএসই'র শীর্ষ ২৫ স্কুলের তালিকায় স্থান পাওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান।

জেদ্দা শহরের অদূরে "দ্য রিভা রাহমানিয়া রেস্ট প্লেস" নামের একটি ভিলায় মনোরম পরিবেশে এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে এই স্কুল কর্তৃপক্ষ। অতিথিদের আপ্যায়ন করা হয় মধ্যাহ্নভোজে। 

স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মো. নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার শ্রম বিষয়ক কাউন্সেলর আমিনুল ইসলাম। 

দুপুর ১ টা ৩০ মিনিটে স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা ও স্কুলে অধ্যক্ষ অতিথিদের বরণ করেন। এরপরেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে বিকেল নামলে আসরের নামাজের পর শুরু হয় মূল অনুষ্ঠান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে তেলাওয়াত করে শোনায় স্কুলের ছাত্র আনাস আব্দুল মতিন। 

স্বাগত বক্তব্য দেন স্কুল অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তৃতায় অংশ নেয় সাউদ, সাওদা আরিফুল ইসলাম, সাজিদ উল হক, রুওয়াইদা আব্দুর রহিম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আনিস মোহাম্মেদ।

এরপর ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি জনাব মো. নাজমুল হক ও স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ। 

কনসাল জেনারেলের মোঃ নাজমুল হক এর সহধর্মিনী ড.রওনক জাহান খান ও সন্মানিত কাউন্সেলর জনাব আমিনুল ইসলামের সহধর্মিনী মিসেস আসমা হাসনাইন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা দু'জন স্কুলের কৃতি ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন। 

এসময় ছাত্র-ছাত্রীদের স্মৃতি রোমন্থনের এক চমৎকার ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। 

পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নেচে-গেয়ে তারা সকলকে মাতিয়ে রাখে। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ স্কুলের অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটেন। স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ ও স্কুল অধ্যক্ষ এতে অংশ নেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর হোসেন ও পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন। 

এছাড়াও ও সন্মানিত অভিভাবকবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সকলে মিলে একটি আনন্দঘন সময় পার করেন এই আয়োজনে। 


সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads