অভিবাসন

কাতারে ফেনী সমিতির ইফতার

post-img

কাতারে রোজাদার প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল করেছে ‘ফেনী সমিতি কাতার’।

দেশটির রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শহীদুল্লাহ হায়দারের সভাপতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আহবায়ক এবিএম দিদারুল আলম আরজু। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো:নজরুল ইসলাম। তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,কমিউনিটি ব্যক্তিত্ব এসএম ফরিদুল হক,বিমান কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও সি.আই.পি জালাল আহমেদসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.