post
বিনোদন

অপুর অভিযোগ: দুই নারীকে সতর্ক করল পুলিশ

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে ব্যক্তি, ব্লগার ও ফেসুবক-ইউটিউব চ্যানেলসহ ৩৪টি নামে অভিযোগ দেন তিনি। অপু বিশ্বাসের সেই অভিযোগের তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সর্তক করেছে সিটিটিসি। সিটিটিসি’র ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পেজ থেকে বলা হয়-সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। অপু বিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ্য করে লেখা হয়- সম্প্রতি অভিনয় শিল্পী অপু বিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন, তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে।

post
বিনোদন

অভিনেত্রীর মৃত্যুর পর অভিনেতার লাশ উদ্ধার

সপ্তাহখানেক আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দর্শকপ্রিয় তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন সহ-অভিনেতা চন্দ্রকান্ত। শুক্রবার (১৭ মে) সেই অভিনতাও আত্মহত্যা করেছেন বলে খবর মিলেছে। তেলঙ্গানার আল্কাপুরে নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। পুলিশের বরাতে এমনটাই জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম। অভিনেতা চন্দ্রকান্তের বাবা পুলিশকে জানান, দুর্ঘটনায় পবিত্রার মৃত্যু মেনে নিয়ে পারেনি তার ছেলে। সেই ঘটনার পর থেকেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। কিন্তু ছেলে যে মনে মনে এমন এক পদক্ষেপ নেওয়ার কথা পরিকল্পনা করছিলেন তা একেবারেই আন্দাজ করতে পারেননি তারা। গত ১২ মে অন্ধ্রপ্রদেশে গাড়ি দুর্ঘটনা প্রাণ হারান অভিনেত্রী পবিত্রা জয়রাম। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দিয়েছিল। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে একটি বাস এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মারা যান পবিত্রা। দুর্ঘটনার দিন পবিত্রার সঙ্গে গাড়িতে ছিলেন তার চাচাতো বোন অপেক্ষা, শ্রীকান্ত এবং অভিনেতা চন্দ্রকান্ত।

post
বিনোদন

নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা

চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এ গিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের প্রথমদিন থেকেই নতুন নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। প্রথমদিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। যেই ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই ‘পাখি’কে যেন বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি। এর পরদিনই বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে হাজির হন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপে ধরা দেন ভাবনা। এই পোশাকে মুগ্ধতার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন তিনি। যদিও সেসবকে পাত্তা না দিয়ে ভাবনা ছুটছেন নিজের গতিতেই। এবার রেড কার্পেটে অভিনেত্রী হাজির হয়েছেন কালো অলসোল্ডার গাউনে। যেখানে সবচেয়ে বড় চমক ছিল, পোশাকে চারজন নায়িকার নাম। ভাবনার পোশাকে ফুলেল নকশার মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে ভক্তদের চোখে। যেখানে দেখা গেছে চারটি নাম- ববিতা, সুর্বণা (সুবর্ণা মুস্তাফা), মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন।

post
বিনোদন

জয়কে থাপড়ানোর মন্তব্যে ক্ষুব্ধ তমা

বর্তমান সময়ের আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের বিয়ের খবরকে কেন্দ্র করে এই নায়িকাকে নিয়ে মন্তব্য করেছিলেন জয়। জয়ের এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি মিষ্টি জান্নাত। তিনি বলেন, জয় ভাই আমাকে চেনেন। আমার সঙ্গে কয়েকটি প্রোগ্রাম করেছেন। নিকেতনে বসে কফিও খেয়েছেন। তবুও না চেনার ভান করে আমাকে হেয় করেছেন। মিষ্টি জান্নাতের ভাষায়,‘সে আমাকে চেনে। গত পরশুদিন টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’ মিষ্টি জান্নাত বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’ এদিকে মিষ্টি জান্নাতের এই সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেননি ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা তমা মির্জা। নায়িকার নাম না নিলেও বুধবার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন,‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম। শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ। তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’

post
বিনোদন

উপস্থাপনায় ‍ফিরছেন তাহসান খান

বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ ’ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। এ বিষয়ে তাহসান খান গণমাধ্যমকে জানান, তিনি ফ্যামিলি গেম শোতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। যেখানে পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন দর্শকরা। দর্শকদের একটি সফল আয়োজন দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেতা। জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো ‘ফ্যামিলি ফিউড’ বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান করে আসছে। বাংলাদেশেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আয়োজনটি পরিচালিত হবে বলে জানা গেছে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দুইটি পরিবারের সদস্যরা অংশ নেন। প্রথমত আয়োজকরা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। এরপর জরিপে পাওয়া উত্তরগুলোর উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন হয়।

post
বিনোদন

ইতালিতে মন জয় করলো বাংলাদেশী ব্যান্ড দল

নব্বই দশকের বাংলা ব্যান্ডের গানের সুরে এবার রোমের দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে ইতালির বাংলাদেশী ব্যান্ড দল এন্ট্রাস্ট। এই প্রথম একক পরিবেশনায় এন্ট্রাস্ট ব্যান্ডের লাইভ পারফমেন্সে মুগ্ধ, নতুন প্রজন্মসহ রোম প্রবাসীরা। চিরচেনা সেই সুরে ফেলা আসা অতীত ফিরিয়ে দিতেই এন্ট্রাস্ট ব্যান্ডের লাইভ কনসার্টে জনপ্রিয় ২০টি কালজয়ী গান উপভোগ করেন প্রবাসীরা। বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পীদের গানের সেই সুরের মূর্ছায় যেন ছুয়ে যায় দুর্দান্ত সোনালি দিনগুলো। হৃদয় স্পন্দনে প্রিয় সুরের স্পর্শে নেচে উঠে প্রবাসীদের স্মৃতির অনুভূতি।

post
বিনোদন

লাল শাড়িতে মোহনীয় রুনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। চলচ্চিত্র ও বিভিন্ন নাটকে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি 'অসময়' ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। যখন গ্রীষ্মের প্রকৃতি বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। ঠিক তখন রুনা নিজেকে জামদানি আর লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রঙে রাঙালেন। রুনা খান মঙ্গলবার (১৪মে) তার ফেসবুক পেজে এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ’কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’ ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করেছেন। অভিনেত্রী শানারেই দেবী শানু অভিব্যক্ত প্রকাশ করে লিখেছেন, ’আগুন লেগে গেছে সবার মনে মনে। অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।’

post
বিনোদন

মঞ্চেই মৃত্যু হলো অভিনেতার

ভারতের দক্ষিণী মারাঠি চলচ্চিত্র জগতে একের পর এক দুঃসংবাদ। মালয়ালম অভিনেত্রী বেবি গিরিজা, সিনিয়র সাউন্ড রেকর্ডিস্ট এএন ঠাকুর এবং তেলুগু অভিনেত্রী পবিত্রা জয়রামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। এরই মাঝে আরেক মারাঠি অভিনেতা সতীশ জোশী মঞ্চে অভিনয় করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রোববার (১২ মে) গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মঞ্চে অভিনয় করার সময় অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে সকলেই শোকাহত। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ভক্তদের অনেকে শোক প্রকাশ করছেন। অভিনেতার বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। শেষ নিশ্বাস নেওয়ার আগ পর্যন্ত তিনি পারফর্ম করে গিয়েছেন।’

post
বিনোদন

কন্যাকে প্রকাশ্যে আনলেন পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন চলতি মাসেই। ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য’র পরে পরীর সংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। তবে ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত পরীমণি তার দ্বিতীয় সন্তান দত্তক নিয়েছেন। পরী জানিয়েছেন, তার কন্যার পৃথিবীতে আগমনের ৬ দিন বয়স হয়েছে। গেল ৯ মেয়ে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে পূণ্যর সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য। ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি। এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

post
বিনোদন

‘বুবলী’ নিয়ে থানায় গেলেন অপু!

অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউডের এই দুই নায়িকার বিরোধের কথা কারোই অজানা নয়। একজন, অপরজনের ছায়াও যেন দেখতে পারেন না। তবে এবার একই কারণে ১৫ দিনের ব্যবধানে থানায় ছুটলেন দু’জন। অপু-বুবলী থানায় গেছেন ডিজিটাল নিরাপত্তা চেয়ে! সেটাও একে অন্যের পথ ধরে। প্রথমে বুবলী,এরপর অপু। এমনকি অপু বিশ্বাসের অভিযোগপত্রে পাঁচবার উঠে এসেছে ‘বুবলী’ নাম! ঘটনার শুরু গত মাসের এপ্রিলে। রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন বুবলী। যেখানে নায়িকা উল্লেখ করেন,বেশ কিছুদিন যাবত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল তার নামে বিভিন্ন অরুচিকর,মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। এ থেকে প্রতিকার পেতে বাধ্য হয়ে থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন ২০টি সংবাদ মাধ্যম, ফেসবুক পেজ ও প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের নাম। এরমধ্যে রয়েছে প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিনিকেশন, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাম আপন প্রভৃতি। এরমধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। এর পরপরই একই থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন অপু বিশ্বাস। তার অভিযোগ ছিল, কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। গেল বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরি দায়ের করেন অপু। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.