post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি আটক

অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০৬ জনকে আটক করা হয়েছে। পাসির গুদাংয়ের একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এ তথ্য জানান। তাহির জানান, মালয়েশিয়ায় প্রবেশে ভিসার অপব্যবহার করার দায়ে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন ছাড়াও চীনের ৫১ জন, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ৬ জন, ইন্দোনেশিয়ার ৩ জন, ভিয়েতনামের ২জন এবং চীনের ২ জন নারীও রয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে। এছাড়াও তাদের সহায়তা করার জন্য স্থানীয় এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার দিকে বাফেলোর জেনার ও ইস্ট ফেরিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– বাবুল ও ইউসুফ। তাদের বাড়ি কুমিল্লা ও সিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের বাড়িতে কাজ করছিলেন বাবুল।এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে, তাদের কাছে অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির একপর্যায়ে ওই যুবক তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ইসিএমসি হাসপাতালে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এঘটনায় রোববার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। বাফেলোর মেয়রের কাছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কমিউনিটি। এ ঘটনায় বাফেলোর বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোকের ছায়া।

post
এনআরবি বিশ্ব

ইতালির মিলানে বৈশাখ উৎসব পালিত

ইতালির মিলানের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র কর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসা শ্যাম এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে বৈশাখ উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষদের পাশাপাশি শিশুদের বৈশাখী পোশাক সকলের নজর কাড়ে। দুপুরে সকলকে নিয়ে রকমারি ভর্তা- ইলিশ দিয়ে পান্তা পরিবেশন করা হয়। ভিন্ন ধর্মী বৈশাখীর এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মিলানের কয়েকজন নারী। আয়োজনে সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন মিলানের কয়েকজন যুবক।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাংলাদেশির মৃত্যু

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আজিম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আব্দুল আজিম ২১ বছর ধরে কুয়েতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আদান হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তিনি। তিনি ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা গেছে,যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে বৈশাখী উৎসব উদযাপন

আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব-১৪৩১ উদযাপন করা হয়েছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম। এতে বক্তব্য রাখেন মহিলা এসোসিয়েশনের সভাপতি মিসেস আবু জাফর, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড: হাবীবুল হক খন্দাকার, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুসহ অনেকে। দূতাবাস কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম, দিলীপ কুমার ও শিক্ষিকা ফালুনা হকের যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে দূতাবাস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে হত্যায় বন্দুকধারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই বাংলাদেশি হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাফেলো পুলিশ। সোমবার বিকেলে বাফেলো সিটি কোর্টে তাকে হাজির করা হয়। স্থায়ী ঠিকানাহীন ৩১ বছর বয়সী ডেল কামিংসের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে। শুনানির পর শুক্রবার পর্যন্ত জামিন ছাড়াই তাকে আটক রাখার নির্দেশ দেন বিচারক। শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ ইউসুফ জনি (৫৩) ও কুমিল্লার লাঙ্গলকোর্টের বাবুল মিয়া (৫০) নামের দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ডেল কামিংস। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে বাফেলো শহর।বাফেলো পুলিশ বিভাগ জানায়, জেনার স্ট্রিটের একটি বাড়ি পরিষ্কারের জন্য বাবুল মিয়া ও আবু ইউসুফ সেখানে গিয়েছিলেন। তারা যখন বাড়ির বারান্দায় পৌঁছেন তখন ভেতরে থাকা এক ব্যক্তি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে ওই দুর্বৃত্ত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে ওই ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্র্যাগম্যাগলিয়া বলেন, কামিংসের কাছে একটি ৯ মিমি লম্বা রাইফেল ছিল যার অর্ধেক ভেঙে পড়ে। রাইফেলটি একটি ব্যাগে সহজেই লুকানো যায়। এরি কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস বলেন, কামিংসকে ডেপুটি অ্যাটর্নির (ডিএ) অনুরোধের পর রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন ডিএ বলেছেন, শুক্রবার শুনানির উদ্দেশ্য হলো- আদালতে এই প্রমাণ উপস্থাপন করা যে, কামিংস অবৈধ আগ্নেয়াস্ত্রের অধিকারী। এটি তাকে হেফাজতে রাখার অনুমতি দেবে। হত্যাকাণ্ডের তদন্ত চলছে। বাফেলোর মেয়র বায়রন ব্রাউন বলেন, গুলিতে নিহতদের একজনের স্ত্রী সন্তানসম্ভাবা। তিনি শিশুসহ দুই সন্তানের পিতা। অন্যজন সাত সন্তানের বাবা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে, ইসরায়েলকে সমর্থন দেয়ায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়,তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে, এ পদক্ষেপ নিয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, সাত মার্কিনৎ নাগরিক। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার, ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এছাড়া, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস,ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার, জেমস হকেনহালের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এর বাইরে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান।

post
এনআরবি বিশ্ব

রোমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইতালি ও রোমে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইতালিয়ান সংস্থার আমন্ত্রণে র‍্যালিতে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।  ইতালি,বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সেনেগালসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক জনতা এতে অংশ নেন। জাতি ধর্ম-বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে, বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমজীবিরা অংশ নেন। সমাবেশে বাংলা কমিউনিটির নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ধুমকেতু অর্গেনাইজেশনের সদস্য শারমিন জাহান সুবর্ণা ও ইতালিয়ান বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

post
এনআরবি বিশ্ব

বড় পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির

ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ধরণের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির। তাদের উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি। গত এক দশকে পিছিয়ে পড়া লিবারেল ডেমোক্রেটও উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। ঝিমিয়ে পড়া গ্রীন পার্টিও উঠে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক কাউন্সিলে জয়সুচক ফলাফল দেখে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, গত চৌদ্দ বছরে টরি সরকারের ব্যর্থতার জবাব দিলো জনগণ। টরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রার্থীরা হেরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক দশকে কনজারভেটিভ পার্টির এমন ভরাডুবি দেখা যায়নি। স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কি হতে পারে তারই ইঙ্গিত দিলো।

post
এনআরবি বিশ্ব

গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক প্রাণঘাতী হামলা সত্ত্বেও হামাসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। গাজায় প্রায় সাত মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা ঠিক করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় প্রচেষ্টার প্রয়োজন হবে। গত বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসিক ভবনগুলোর মধ্যে ৭২ শতাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.