বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রুপের সঙ্গে একাত্মতা পোষন করেছে- নিউইয়র্ক স্টেট সিনেটর ও অ্যাসেম্বলি সদস্যরা। অনুষ্ঠানে তারা ইসরাইলের ফান্ড বন্ধের পাশাপাশি,আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এসময় তাদের দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন ক্যাপিটাল হিলের আইন প্রণেতারা।
বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ) ১০ম বারের মত লবি ডে পালন করেছে আলবানীর ক্যাপিটাল হিলে। এদিন পঞ্চাশের অধিক আইন প্রণেতা নিউইয়র্ক স্টেট সিনেটর ও এসেম্বলি ম্যানরা উপস্থিত ছিলেন। তাদের সামনে বাঘের নেতৃবৃন্দ তাদের দাবি উত্থাপন করেন।
এবছর তাদের সাতটি যৌক্তিক দাবি তুলে ধরেন বাঘের নেতৃবৃন্দ। হালাল খাবারের দাবি করা হয়েছে নিউইয়র্ক স্টেটে। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময়ও ছুটির জন্য আবেদন করা হয়েছে। ইসলামিক হালাল লোনের ব্যপারে ও প্রস্তাব আনা হয়।
বাঘের নেতারা আরো বলেন ইসরাইলের ফান্ড বন্ধের পাশাপাশি, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান ক্যাপিটাল হিলে।